আমার স্মৃতির এলবাম থেকে ফটোগ্রাফি (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ। গলাব্যথা আমার যাচ্ছে না। যাইহোক আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি কেননা আবারও আমাদের ভয়ংকর করোনার থাবা পড়তে যাচ্ছে। তাই আমি আপনাদের বলব আমরা নিজেরা সতর্ক থাকি, সচেতন থাকি এবং আমাদের আশেপাশের সবাইকে সচেতন করি। তবে যাই হোক আমি আপনাদের মাঝে অনেকদিন হল কোন ফটোগ্রাফি পোস্ট করিনা। আমার ফোনটি কিছুদিন হল নষ্ট হয়ে গিয়েছিল অনেকদিন পর ফোনটি ভালো করলাম তাই সেই ফোনে আমার কিছু পুরনো ফটোগ্রাফি ছিল সেগুলি আজ আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নিবো।

আমার আহসান মঞ্জিল দর্শন

আহসান মঞ্জিল পুরান ঢাকায় অবস্থিত। আপনারা যারা আহসান মঞ্জিলের যাননি আপনার সোজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাস দিয়ে সদরঘাটে যেতে পারেন আর সদরঘাটের পাশেই আহসান মঞ্জিল অবস্থিত । এটি মূলত নবাবদের বাসভবন বলেই পরিচিত। কালের পরিবর্তনে বর্তমান সরকারের অধীনে একটি সংরক্ষিত এলাকা যা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া আছে।

20220109_153520.jpg
আপনারা যে ছবিটি দেখছেন সেটি বিখ্যাত আহসান মঞ্জিল এর একটি ছবি। আহসান মঞ্জিল বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য একটি অন্যতম জায়গা। এটি বেশ সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত। ছবিটি আমি আহসান মঞ্জিল থেকে বেশ দূরে ক্যাপচার করেছিলাম।

20220109_152754.jpg
এই ছবিটি আহসান মঞ্জিল এর মূল ভবনের পাশে আরেকটি ভবনের ছবি।

20220109_152513.jpg
এই ছবিটি আমি আহসান মঞ্জিল সামনে থেকে তুলেছি। এখান থেকে বেশ সুন্দর লাগছে আহসান মঞ্জিল। সবাই এই সিঁড়ি উপর বসে থেকে সাধারণত ছবি তুলে। যায়গা তেমন ফাঁকা পাওয়াই যায়না তাই খুব কষ্টে যখন ফাঁকা পেলাম সাথে সাথে ছবি তুলে ফেললাম।

20220109_152338.jpg
এই ছবিটি আহসান মঞ্জিল এর ভেতরে ঢোকার ঠিক সামনে থেকে তোলা। যাকে আমরা বলি সদর দরজা। আহসান মঞ্জিলের একটা বিষয়ে আমার খুব ভালো লেগেছে এর কালার কম্বিনেশন এবং শৈল্পিকভাবে তৈরি করা স্ট্রাকচার।

20220109_152053.jpg
এই ছবিটি আহসান মঞ্জিল এর বারান্দা থেকে তোলা। এই ছবিতে আহসান মঞ্জিল এর সিঁড়ি জায়গা এবং পুরো মাঠটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। এখান থেকে আহসান মঞ্জিল এর সামনের দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায় ।বিশেষ করে আহসান মঞ্জিল এর সামনে রয়েছে সদরঘাট সেখানে বড় বড় ফেরি ভিড়ছে এবং বিশেষ এক ধরনেরন হুইসেল বাজাচ্ছিল যা বেশ দারুন লাগছিল আমার।

20220109_151949.jpg
এই ছবিটি আহসান মঞ্জিল এর পশ্চিম পাশের বারান্দার ছবি। বারান্দা গুলো বেশ চাওড়া।

20220109_145900.jpg
আহসান মঞ্জিলে মূল প্রবেশপথের ডান পাশেই এই অতিথি লাউন্স । প্রথমে এটি আমার চোখে পড়ে তাই সাথে সাথে ক্যামেরাবন্দি করেছিল।

20220109_150348.jpg

20220109_150333.jpg

20220109_150318.jpg

20220109_150313.jpg

20220109_150127.jpg

20220109_150015.jpg

20220109_150004.jpg

20220109_145942.jpg

20220109_145827.jpg
এই ছবিগুলো আমি আহসান মঞ্জিল এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলেছিলাম। বিশেষ করে এই ছবিগুলো আহসান মঞ্জিল এর পেছনের গেটের ছবি। আহসান মঞ্জিলে কাটানো দিনটি আমার খুব ভালো লেগেছিল এবং আমি পুরো আহসান মঞ্জিল ঘুরে ঘুরে উপভোগ করেছিলাম। এছাড়াও আহসান মঞ্জিল এর ভেতরের রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রের ছবি আমার কাছে আছে তা আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে প্রকাশ করব।

ফটোগ্রাফিআহসান মঞ্জিল
CameraSamsung Galaxy wide
Photo@abidatasnimora
Date৩১ অক্টোবর ২০২১
ছবি লোকেশনW3W location

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আহসান মঞ্জিল এর বিভিন্ন চোখ ধাঁধানো ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং বর্ণনাগুলো অতি চমৎকার হয়েছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি চাইলে কিন্তু একজন ভাল মানের ফটোগ্রাফার হতে পারতেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সদরঘাট এর পাশে চমৎকার একটি দর্শনীয় স্থান আহসান মঞ্জিল । আমি অনেকবার গিয়েছি আহসান মঞ্জিলে । আহসান মঞ্জিলের খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । সত্যি আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে । প্রায় আহসান মঞ্জিলের প্রত্যেকটি পাশ আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন । ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে ।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন সদরঘাট চমৎকার একটি দর্শনীয় স্থান। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

  • আহসান মঞ্জিল এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ছবি দেখতে খুবই চমৎকার লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ছবি ক্যাপচার করেছেন। আসলেই এমন মঞ্জিল দেখার মত হয়। খুবই দক্ষতার সহিত এটি তৈরি করেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনার ভাল লেগেছে শুনে আমার খুব ভাল লাগল ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আহসান মঞ্জিল এর ছবিটি আমি প্রথমে বইয়ের পাতায় লিখেছিলাম আবারো দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। আপনি দারুন দারুন ফটোগ্রফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি চোখ জুড়ানো অসম্ভব সুন্দর ছিল।


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর চমকপ্রদ মন্তব্যের জন্য।

 3 years ago 

অও আপু,প্রত্যেকটি ছবি অসাধারণভাবে তোলা হয়েছে খুবই দক্ষতার সঙ্গে।আহসান মঞ্জিলটি খুবই সুন্দর ।ব্যাখ্যাটি ভালো ছিল,পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

ওয়াও অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি এত ভালো ফটোগ্রাফি করেন তা আগে জানা ছিল না। আপনার ফটোগ্রাফি সত্যি অনেক চমৎকার হয়েছে। প্রত্যেকটি ছবি খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। আপনি অনেক সুন্দর মন্তব্য করছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62