DIY-এসো নিজে করি সুন্দর একটি ওয়ালমেট (১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের মাঝে কিছু কিছু সময় আসে যখন খুব একা লাগে কিছু ভালো লাগেনা। কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো। ডিপার্টমেন্ট থেকে কিছু অনলাইন বিজনেস মডেল করতে দিয়েছে। সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আজ সাবমিট করার লাস্ট ডেট ছিল তাই ঠিকমতো পোস্ট করতে পারি নাই। কাজের ফাঁকে ফাঁকে কিছু কমেন্ট করেছি,ডিস্কোর্ডে চ্যাটে কিছু সময় দিয়েছি। সারাদিন পোস্ট করার সুযোগ হয়নি। কি পোস্ট করা যায় ভাবতেছিলাম। ভাবছিলাম ফটোগ্রাফি পোস্ট করব তাই গ্যালারী ভিতরে ঢুকলাম দেখি কি কি পাওয়া যায়। বেশ কিছুদিন আগে আমি একটা ডাই করেছিলাম কিন্তু কোন এক কারনে পোষ্ট করা হয়নি। তাই ভাবলাম আজ এই ওয়ালমেট পোস্ট করা যাক। ভাবতে যত দেরি পোস্ট করার সিদ্ধান্ত তার থেকে বেশি দ্রুত নিয়েছি।

20220106_201651.jpg

siam,.png

উপকরণ

  • কার্ডবোর্ড
  • পেন্সিল
  • কাঁচি
  • গ্লু-গান
  • পুঁথি
  • রঙিন পেপার।
  • আটা

siam,.png

ধাপ-১

20220106_170850.jpg

siam,.png

  • প্রথমে একটি কার্ড বোর্ড নিয়েছি।
ধাপ-২

20220106_172855.jpg

siam,.png

20220106_172901.jpg

siam,.png

  • কার্ডবোর্ডটির উপর পেন্সিল দিয়ে আমি যে জিনিসটি বানাবো অর্থাৎ ঘর ও গাছপালা তা অংকন করে নিয়েছি।
ধাপ-৩

20220106_180347.jpg
siam,.png

  • পেন্সিল দিয়ে আর্ট করা দাগ অনুসারে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ-৪

20220106_182208.jpg

siam,.png

  • গাছের ডাল বানানোর জন্য কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।
ধাপ-৫

20220106_183619.jpg

siam,.png

  • এরপর কিছু রঙিন কাগজ কুচিকুচি করে কেটে নিয়েছি।
ধাপ-৬

20220106_184153.jpg
siam,.png

  • কুচি করে কেটে নেওয়া কাগজ আটা দিয়ে লাগিয়ে ভাজ করে নিয়েছি।
ধাপ-৭

20220106_184458.jpg
siam,.png

  • পূর্বে কেটে নেওয়া ঘর গাছের কাঠামোর নিচে সবুজ আকৃতি দেওয়ার জন্য ঘরের নিচে ভাজ করে নেওয়া কাগজ কুচি আটা দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮

2022010_193534.jpg
siam,.png

  • এই পর্যায়ে ঘরে ছাঊনিতেও কুচি করে নেওয়া কাগজ আটা দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৯

20220106_185702.jpg
siam,.png

  • এই পর্যায়ে কিছু হলুদ কাগজ নিয়েছি ফুল বানানোর জন্য।
ধাপ-১০

20220106_185957.jpg
siam,.png

  • কাগজ গুলো চারকোণা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমরা ফুল বানাবো।
ধাপ-১১

20220106_192553.jpg
siam,.png
কাগজ দিয়ে ছোট ভাজ করে কাঁচি দিয়ে কেটে ফুল বানিয়েছি।

ধাপ-১২

20220106_193605.jpg

siam,.png

  • এই পর্যায়ে ফুলে মাঝে সুন্দর পুঁথি লাগিয়েছি আটা দিয়ে।
    যারফলে ওয়ালমেট দেখতে চমৎকার লাগবে।
ফাইনাল ধাপ

20220106_201639.jpg

siam,.png

  • এই পর্যায়ে ফুল গুলো ওয়ালমেটটির উপরে সুন্দর করে আটা লাগিয়েছি এবং সেই সাথে আমার সুন্দর একটি ওয়ালমেট শেষ হলো।

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 
ওয়াও অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। দেখতে অনেক সুন্দর লাগতেছে সত্যিই অনেক সুন্দর ছিলো। এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,,,
 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে। পুঁথি দেওয়ার কারনে অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু আপনি কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট বানানোর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনাকেও অনেক ধন্যবাদ ।আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

আপু খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরী করছেন,আমার কাছে অনেক ভালো লাগছে। প্রতিটা ধাপে ধাপে আমাদের খুব সুন্দর করে দেখিয়েছেন। ধাপ গুলো যে কেউ ভালো করে দেখলে তার কাছে এই ওয়ালমেট তৈরী করা সহজ হয়ে যাবে।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুবই দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরীকৃত ওয়ালমেট দেখতে খুবই দারুন লাগতেছে আমার কাছে। এই ওয়ালমেট দেয়ালে লাগিয়ে রাখলে খুব মানাবে। ওয়ালমেট দেখে মনে হচ্ছে অনেকটা সময় লেগেছে আপনার এটি বানাতে। এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাঝে মাঝে স্টকে এরকম দু একটি জিনিস রেখে দিলে পোস্ট করতে আর সমস্যায় পড়তে হয় না। আমিও মাঝে মাঝে এমন পোষ্ট করার জন্য কিছু খুঁজে পাইনা। যাই হোক ওয়ালমেট টা কিন্তু খুব সুন্দর হয়েছে। এ ধরনের ওয়ালমেট আমার কাছে বেশ ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রিয় আপু অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে ওয়ালমেট নিয়ে হাজির হয়েছেন। দেখ অনেক ভালো লাগলো। আসলে ওয়ালমেট তৈরি করতে অনেক দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। সেটা আপনার আছে। আপনি দারুন দক্ষতা নিয়ে কাজটি সম্পন্ন করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় আপু

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি দারুন একটি ওয়ালম্যাট বানিয়েছেন।ওয়ালম্যাট এর ফুলগুলো অনেক সুন্দর ছিল।ওয়ালম্যাট তৈরি করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ।দেখতে খুবই সুন্দর লাগছে ।ওয়ালমেটের কালার কম্বিনেশন টা দারুন ছিল। বিশেষ করে গাছের পাতার উপরে পুতি বসিয়েছেন যা এর সৌন্দর্য বৃদ্ধি করেছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা এই ওয়ালমেট তৈরির প্রক্রিয়া টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02