# বই পড়া

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।সবার সুস্বাস্থ্য ও আমার বাংলা ব্লগের দীর্ঘস্থায়ী কামনা করে আজ শুরু করছি বই পড়া

20210828_001308.jpg

একটি জাতিকে আপনি উন্নতি করাতে চাইলে, পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে বসাতে চাইলে অবশ্যই আপনাকে ওই জাতিকে জ্ঞানে- বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। একটি জাতি তখনি সমৃদ্ধ হবে যখন তাদের ভিতর বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। আমরা সব দিক থেকে ধীরে ধীরে অগ্রগতি করলেও এইদিকটাতে বেশ পেছিয়ে। আমরা নিজেদের ও ছেলে মেয়ের বই পড়ার অভ্যাস গড়তেই পাড়ছিনা।কোথাও যেন একটা ঘাটতি দেখা যাচ্ছেই। একটি জাতিকে সকল ধরনের অন্ধত্ব ও কুসংস্কার থেকে দূরে রাখতে হলে বই পড়ার বিকল্প নাই। আমাদের আত্বাকে কুলষিত থেকে মুক্তি করতে হলে, পরিচ্ছন্ন ভাবে জীবন সাজাতে হলে বই পড়তে হবে। আমাদের বিবেক,মনুষ্যত্ব, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে শুধুমাত্র বই পড়ে জ্ঞান লাভের মাধ্যমে। একটি জাতি তখনি পথভ্রষ্ট হয় যখন বই পড়া থেকে দূরে সরে যায়। একটি জাতি কত সমৃদ্ধ সেটা তাদের লাইব্রেরি গুলোতে গেলেই বোঝা যায়। যদ্যপি আমার গুরু বইটি আহমেদ ছফা লিখেছেন বাংলার সক্রেটিস আব্বুর রাজ্জাক স্যারের জীবনি নিয়ে। ওই বইটিতে স্যার বলেছেন একটি জাতি কতটা শিক্ষিত,কতটা সমৃদ্ধ তা তাদের লাইব্রেরিতে গেলেই বুঝতে পারবেন

20210828_001329.jpg

আর আজ আমাদের লাইব্রেরি গুলোতে গেল আপনি রবীন্দ্রনাথ, মানিক,নজরুল,বিভূতি-ভূষণদের পাবেন না। সাহিত্য চর্চার মাধ্যমে আমরা আত্বাকে সমৃদ্ধ করতে পারি। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। রবীন্দ্রনাথরা এমনি এমনি জন্মায়নি।তাদের অবস্থান এমনি এমনি এতোদূর আসেনি এসেছে জ্ঞান চর্চার মাধ্যমে।তারা যেখানে যা পাইছেন সেখান থেকেই শেখার চেষ্টা করেছেন।নিজেকে সমৃদ্ধ করেছেন। প্রকৃতি কবি জীবনানন্দ দাশ তার প্রকৃতির প্রেমের কথা বলেছেন,পল্লী কবি গ্রামের সহজ সরল মানুষের জীবন গাঁথা তুলে ধরেছে নকশীকাঁথার মধ্য দিয়ে। নজরুল তার কবিতার মধ্য দিয়ে বিদ্রোহ করছেন। আমাদের আত্বার মুক্তির জন্য বই পড়তে হবে,জ্ঞান চর্চা করতে হবে। আমাদের সকলে সবার জায়গা থেকেই নিজের,ছোট ভাই-বোন, বাচ্চাদের ও প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। মাদকতার ভয়ানক ছোবল থেকে রক্ষা পেতে হলে বই পড়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নাই।

পোস্টটি পড়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ

Sort:  
 3 years ago 

বই পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।বই পড়ার মাধ্যমে যুগোপযোগী ও আধুনিক সমাজ কাঠামো গঠন করা যায়। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টের জন্য।

 3 years ago 

মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48