খাঁচার পাখি মুক্ত আর্ট (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য কামনা করছি । আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব । এই আর্ট এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে যখন একটি পরাধীন পাখি খাঁচা ছেড়ে উড়ে যায় তার দৃশ্য । আমি এটি রুপক অর্থে ব্যবহার করেছি। পরাধীনতা যে কত কষ্টের তা যখন আমরা স্বাধীনতা লাভ করিনি বা ইংরেজ আমল থেকে এই ভারত উপমহাদেশে বুঝেছে।বর্তমানেও অনেক পরিবারে, অনেক দেশে স্বাধীন হয়েও পরাধীনতার গ্লানি মোচন হয়নি। আমরা এখনো পরিবারে পরাধীন জীবনযাপন করছিনা কি?? হয়ত অনেকেই করছে।এই পাখি যখন কাঁচায় বন্দি ছিল তার ভিতরে কতটা কষ্ট থাকতে যখন আমরা থাকি বুঝি।সহজ একটি উদাহরণ -এই করোনা মহামারির সময় আমরা যখন বাসার মধ্যে বন্দি জীবন যাপন করছি তখন কেমন মনে হয়ে সেই প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিলাম। অতচ যার মুক্ত আকাশে উড়ে বেড়ানোর কথা তাকে যখন লোহার খাঁচায় বন্দি রাখব শুধু আমাদের সামান্য মনে খোড়াক মিটানোর জন্য এটা কতটা অবিচার একটি জীবের প্রতি তা আমার বোধগম্য নয়। যাইহোক পাখিকে খাঁচায় বন্দি রাখার বিপক্ষে আমি।

তবে চলুন কিভাবে আর্ট করেছি তা আপনাদের ধাপে ধাপে শেয়ার করছি।

20220126_182230.jpg

siam,.png

উপকরণ

  • আর্ট পেপার
  • পেন্সিল
  • রাবার

siam,.png

ধাপ-১

IMG-20211220-WA0002.jpg

siam,.png

প্রথমে খাঁচা আর্ট করার জন্য একটু বাকা করে দাগ টেনে নিয়েছি।

ধাপ-২

IMG-20211220-WA0006.jpg

siam,.png

প্রথম ধাপের মতো করেই উলটো পাশে মিল করে দাগ টেনে নিয়েছি।

ধাপ-৩

IMG-20211220-WA0003.jpg

siam,.png

এই পর্যায়ে খাঁচার পাটাতন আর্ট করার জন্য গোল দাগ করে নিয়েছি। এখন খাঁচার প্রাথমিক আকৃতি এসেছে একটু।

ধাপ-৪

IMG-20211220-WA0004.jpg
siam,.png

এই পর্যায়ে আরো একটি গোলাকার দাগ করে নিলাম এগুলো মুলত বেরি অর্থাৎ খাঁচাকে মজবুত করার জন্য ব্যবহার করা হয়।

ধাপ-৫

IMG-20211220-WA0005.jpg

siam,.png

এই পর্যায়ে খাঁচার ঠিক উপরে একটু দাগ করে নিয়েছি।

ধাপ-৬

IMG-20211220-WA0008.jpg

siam,.png

এই পর্যায়ে আরো একটি দাগ করে নিয়েছি খাঁচার উপরের অংশে গোল করে।

ধাপ-৭

IMG-20211220-WA0009.jpg

siam,.png

এই পর্যায়ে খাঁচা ধরা বা যেকোন জায়গায় টাঙিয়ে রাখার জন্য যে কড়া ব্যবহার করে। ঐটা আর্ট করেছি।

ধাপ-৮

IMG-20211220-WA0021.jpg

siam,.png

এই পর্যায়ে খাঁচার মাঝে একটা পূর্বের মতো দাগ করে নিয়েছি।

ধাপ-৯

IMG-20211220-WA0019.jpg

siam,.png

এই পর্যায়ে খাঁচার শিক গুলো ঘনঘন করে টেনে নিয়েছি এবং খাঁচার ছোট একটি দরজার আর্ট করেছি।

ধাপ-১০

IMG-20211220-WA0018.jpg

siam,.png

এই পর্যায়ে খাঁচার লকার আর্ট করেছি। অর্থাৎ যার সাথে খাঁচার ছিটকানি লাগানো থাকে।

ধাপ-১১

IMG-20211220-WA0013.jpg
siam,.png

এই পর্যায়ে খাঁচা ছেড়ে উড়ে যাওয়া অবস্থায় একটি পাখি আর্ট করার জন্য পাখির চিত্র আর্ট করব। পেন্সিল দিয়ে পাখির এক আকৃতি আর্ট করেছি।

ধাপ-১২

IMG-20211220-WA0012.jpg
siam,.png

এই পর্যায়ে পাখির ডানা, লেজ,মাথা পেন্সিল কালার করেছি।

ধাপ-১৩

IMG-20211220-WA0014.jpg
siam,.png

এই পর্যায়ে খাঁচার পাটাতন ও উপরের অংশে পেন্সিল দিয়ে গাঢ় করে নেওয়ার মধ্য দিয়ে আজকের আর্ট শেষ।

ফাইনাল ধাপ

20220126_182230.jpg

siam,.png

ধন্যবাদ

@abidatasnimora

siam,.png


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

খাঁচা ছেড়ে পাখি উড়ে যাওয়ার দৃশ্য অসাধারণ সুন্দর ছিল ♥️
তবে ছবির যে বিষয়বস্তু সেটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে ♥️
খুব ভালো বর্ননা দিয়েছেন।
শুভ কামনা রইল আপু, এগিয়ে যান ✨

 3 years ago 

আপনার আঁকা খাঁচা খুবই সুন্দর হয়েছে, তার চেয়ে আরো বেশি ভালো লেগেছে মুক্তির কনসেপ্ট। বন্দিত্ব পাখি, মানুষ সবার জন্যই কষ্টের দারুণ প্রতিকি ছবি।

 3 years ago 

খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আইডিয়া টি ভাল । সবাই মুক্ত হতে চায় বেড়া জাল থেকে। ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন। আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে, এককথায় অসাধারণ আর আপনি এই আটটি খুবই নিখুঁতভাবে করেছেন সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, আর খুবই ধৈর্য সহকারে এ কাজটি আপনি করেছেন এজন্য দেখতে এত সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ খুব সুন্দরভাবে পুরো ড্রয়িংটি উপস্থাপন করেছেন এবং বেশ দক্ষতার সাথে পুরোটা আর্টটা সম্পন্ন করেছেন, আমার কাছে ড্রয়িংটি অনেক ভালো লেগেছে।

কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে কমিউনিটির একটা নতুন রুল এর কথা সকলকে বলা হয়েছিলো, ড্রয়িং করার সময় হাতের দৃশ্য সংযুক্ত করতে হবে। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া পরবর্তীতে অবশ্যই মনে থাকবে। ধন্যবাদ আপনাকে। 🥰

 3 years ago 

খাঁচা থেকে মুক্তভাবে স্বাধীন একটি পাখি উড়ে যাওয়ার দৃশ্য আপু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে অংকন এর মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছেন। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য। খাঁচা অঙ্কনের ডিজাইন টি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।

আপু অংকন এর মধ্যে হাত দেওয়া আবশ্যক। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

কঠিন কথা বলেছেন। লকডাউনে বুঝে গেছে মানুষ বন্ধি জীবন কতটা যন্ত্রণার ছিল। আমার মা একবার আমাদের বারান্দায় একটা পাখি ধরেছিল। মা বলল খাবি? আমি মাকে বললাম মা একটা বার চিন্তা করো তুমি কোথাও এই ভাবে আটকা পরে গেলা। যদি সেখান থেকে মুক্তি পাও কেমন লাগবে🥺। মা সাথে সাথে পাখিটাকে ছেড়ে দিলো। মনে হলো কি একটা শান্তির নিশ্বাস নিয়ে পাখিটা উড়াল দিলো। আর্ট কিন্তু সত্যি খুব ভালো হয় আপু।

 3 years ago 

আপনার পেন্সিল দিয়ে আঁকা খাঁচার পাখি মুক্ত আর্ট টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

স্বাধীনতা শব্দটি খুবই সুন্দর কারণেই এক সপ্তাহের মাঝেই লুকিয়ে থাকে হাজারো মানুষের বেঁচে থাকার গম্ভীর অর্থ। আমরা পৃথিবীটাকে যদি একটি খাঁচা ভাবি এবং সেখানে প্রত্যেকটা মানুষকে যদি পাখি ভালো হয় তাহলে আমরা বন্দি কিন্তু আপেক্ষিক ভাবে আমরা কোন খাঁচার মাঝে নেই আমরা স্বাধীন। পরাধীন শব্দটা তখনই আমাদের মাঝে বিরাজ করে যখন মানুষের মৌলিক অধিকার গুলোর উপর হস্তক্ষেপ শুরু হয়। আপনি খাঁচার পাখি আর্ট করে স্বাধীনতা শব্দটি বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ গম্ভীর অর্থপূর্ণ একটি চিত্র আমাদের সামনে তুলে ধরার জন্য।

 3 years ago 

খাঁচার পাখি মুক্ত আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন। আপনি প্রশংসার দাবিদার। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58615.18
ETH 2559.55
USDT 1.00
SBD 2.52