এসো নিজে করি-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্কেচ আর্ট (10% beneficiaries for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন ।আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি তিনি হচ্ছে বাঙালি জাতির মহীয়সী নারী । তার নারী শিক্ষার অবদান কখনোই কোন পরিমাপক দিয়ে পরিমাপ করা যাবে না যার নির্ভীক সাহসিকতায় বাঙালি নারী সমাজ খুঁজে পেয়েছে মুক্তির পথ । ঘরের চার দেয়ালে বন্দী না থেকে যার সাহসিকতার অনুসরণ করে আমরা শিকল ভেঙ্গে বের হতে পেরেছি ।তার সেই উপন্যাস গুলো অবরোধবাসিনী ,মতিচুর বারবার আমাদের নারী সমাজের কথা মনে করিয়ে দেয় যে যে উনবিংশ শতকে আমাদের নারী সমাজ কতটা পিছিয়ে ছিল ।সমাজে তাদের কিভাবে দেখা হতো, তাদের কিভাবে ভাবা হতো ।তারা শুধু ছিল পুরুষের চাহিদা মেটানোর একমাত্র বস্তু। তার অদম্য সাহসিকতায় পরিবার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবার বিরুদ্ধচারণ করে প্রতিকূল পরিবেশ কে উপেক্ষা করে তার বড় ভাই এবং তার স্বামীর অনুপ্রেরণা তে তিনি বাঙালি নারীর মুক্তির পথ দেখিয়েছেন। তিনি প্রদর্শক, অগ্রপথিক । তিনি মাত্র 9 জন নারী শিক্ষার্থী কে নিয়ে গড়ে তোলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল সেই থেকে শুরু হয় তার পথ চলা অনবদ্য জীবন নারী শিক্ষার , সমাজ সংস্কারে তিনি মনোযোগ দেন সমাজের সব অন্ধকার ছুঁড়ে ফেলার দায়িত্ব নেন তিনি নিজ হাতে। তিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

IMG-20211106-WA0005.jpg

উপকরণ

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল

প্রথম ধাপ

IMG-20211106-WA0011.jpg
প্রথমে চোখ অংকন করার জন্য গোল করে চোখের আকৃতি করে নিয়েছি

দ্বিতীয় ধাপঃ

IMG-20211106-WA0002.jpg
এরপর তার চোখ অংকন করেছি পেন্সিল দিয়ে সাথে চশমার ফ্রেম দাগিয়ে নিয়েছি

তৃতীয় ধাপঃ

IMG-20211106-WA0003.jpg
এই পর্যায়ে উনার নাক ও ঠোট অঙ্কন করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG-20211106-WA0010.jpg
এই পর্যায়ে আমি ভ্রু ,নাক স্পর্শ করেছি এবং ঠোঁটটাকে একটু গাঢ় করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে।

পঞ্চম ধাপ

IMG-20211106-WA0004.jpg
এই পর্যায়ে আমি ওনার পুরো ফেস অংকন করার জন্য মুখের একটা আকৃতি দিয়ে নিয়েছি। সাথে কান ও দাগিয়ে নিয়েছি ।

ষষ্ঠ ধাপ

IMG-20211106-WA0009.jpg
এই পর্যায়ে চুলের আকৃতি দেওয়ার জন্য দাগিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG-20211106-WA0008.jpg
এই পর্যায়ে আমি অনার শাড়ির আচল অংকন করে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG-20211106-WA0007.jpg
এই ধাপের মধ্য দিয়েই আমাদের সম্পূর্ণ অংকন শেষ হবে এবং আমাদের সেই মহীয়সী নারীর স্কেচ আর্ট সমাপ্ত হবে। এই পর্যায়ে আমি ওনার পুরো স্কেচ একটু কালো পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়েছি।

ফাইনাল চিত্র

IMG-20211106-WA0005.jpg

DIYবেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
আর্ট@abidatasnimora
CameraSamsung galaxy S6

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  

আপনি তো খালি হাতে দারুন আর্ট করতে পারেন আপু, আমি তো গ্রিড লাইন ছাড়া আর্ট এর সাহস ও পাই না। বেগম রোকেয়ার চেহারা দারুন দারুনভাবে ফুটিয়ে তুলেছেন অঙ্কন এর মাধ্যমে। শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর আপু আপনি আর্টয়ের সাথে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। তার কানে নারীরা এখন ঘরের বাইরের বিচরণ করতে পারে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্কেচ আর্ট খুব সুন্দর ভাবে করেছেন। খুব অসাধারণ ভাবে এই এস্কেচ টি আপনি করেছেন।। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বিস্তারিত ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও!! জাষ্ট অসাধারণ। একটা কথা আপু এতো সুন্দর করে আর্ট গুলো কী ভাবে তৈরি করেন। একদম হুবুহু করে চিত্রটা তৈরি করেছেন।আপনার আর্ট ফ‍্যান হয়ে গেলাম। শুভকামনা আপু

 3 years ago 

ছোটবেলা থেকেই স্কেচ আর্ট খুব পছন্দ করতাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ অসাধারণ একটি আর্ট করেছেন আপু। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্কেচ আর্ট টা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু। পেন্সিল আর্ট করা কিছুটা কষ্টকর, কারণ পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তোলার ব্যাপারটা খুব সাবধানে করা লাগে৷ অনেক সুন্দর করে আপনি এই মহীয়সী নারীর ছবি একেছেন৷ শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপু আপনার এই স্কেচ আর্ট এর কিভাবে প্রশংসা করবো বুঝতে পারছিনা। এত সুন্দর একটি বাস্তব ছবি ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে বেগম রোকেয়ার। ধন্যবাদ আপু এত সুন্দর বিপ্লবী এবং সংগ্রামী একজন নারীর চিত্র অংকন করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু জাস্ট অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। একজন বিখ্যাত নারীর বেগম রোকেয়ার চিত্রাংকন করেছেন। যা সত্যিই অসাধারণ হয়েছে। আপনি যে খুব সুন্দর স্কেচ আর্ট করতে পারেন তামার আগে থেকেই জানা। এত সুন্দর আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আমি আসলেই স্কেচ নেই সব সময় কাজ করতাম আর কি এটাই আমার ভালো লাগে।

আপু অনেক সুন্দর এঁকেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবি। সত্যিই অনেক ভালো হয়েছে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।

 3 years ago 

আপনার মন্তব্য র জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে চিত্রটি সম্পন্ন করেছেন। আপনার অংকন শৈলী দারুন। ভাল থাকবেন। শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59836.36
ETH 2365.02
USDT 1.00
SBD 2.47