আক্ষেপ
আবু সালেহ রায়হান

resize-2104071141-2104080608.jpg

কৃত গুনাহের উগ্র ভারে-
রোজ হচ্ছি নিরুদ্দেশ;
তাই সেজদারত তাসবি পড়ে
কাঁদছি আমি বেশ!
হিয়ার কূটে পা বাড়াইয়া-
হইছি গুনায় ভারী।
জীবন নদের এই পাড়েতে,
খুঁইজা পাইনা তরী!
নিজ নিয়মে চলছে জীবন,
যাচ্ছে উল্টো দিকে।
অমন চলায় বাগড়া দিতেই-
মারলো আমায় ফিকে !
রোজ হাশরের বিচার দিনে
মারবি কোথায় ঝাপ?
একটি নেকির জন্য হলেও-
আইবে না তোর বাপ !
এই কথাটাই কইছি আমি
শুনলো কে কার কথা!
আপন ধারায় চলছে চলুক,
নেইকো মাথা ব্যাথা!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58225.92
ETH 3120.30
USDT 1.00
SBD 2.50