এবিবি-ফান প্রশ্ন- ৩৭০ || ভাইয়ের বন্ধু যদি ভাই হয় ..... তাহলে বউয়ের বন্ধু কেন বউ হয় না..?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বান্ধবী যদি বোন হয়, তাহলে বউয়ের বন্ধু কেন বউ হয় না..?

প্রশ্নকারীঃ

@razuan12

প্রশ্নকারীর অভিমতঃ

আপনারাই উত্তর দিন। আমি উত্তর দিলে বাড়িতে থাকতে পারবো না 😁🫰

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 days ago 

খুবই গভীর একটা চিন্তার প্রশ্ন করেছেন ভাই!🤔 তবে আমার মনে হয় বউয়ের দৌড়ানি খাওয়ার ভয়েই বউয়ের বন্ধু বউ হয় না। হেহেহে.. 🤭🤭 সংসার জীবনে গিয়ে কেউ এই রিক্স নেবে না, বউয়ের বন্ধুকে নিজের বউ বানানোর। এই কাজ করতে গেলে নিজের বউ সংসার জীবনে থাকা অবস্থাতেই নরক দেখিয়ে দেবে।

 7 days ago 

কথায় তো বেশ যুক্তি আছে রে ভাই, মজা পাইছি।

 7 days ago 

অন্য সবার সংসার জীবন দেখে কথায় যুক্তি চলে এসেছে দাদা। হিহিহি..🤭🤭😂😂

 9 days ago 

ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বান্ধবী যদি বোন হয়, তাহলে বউয়ের বন্ধু কেন বউ হয় না..?

আসলে এরকম হলে প্রত্যেকটা ছেলেই ঘরে থাকতে পারবে না। প্রত্যেকটা সংসারের আগুন লাগার সব থেকে বড় কারনই হচ্ছে সতীন। আসলে মেয়েরা সব কিছুই ত্যাগ করতে পারে কিন্তু নিজের স্বামীকে কখনো অন্যের সাথে দেখতে চায় না। আর তাদের জন্যই এরকম নিয়ম হয়েছে। ভাইয়ের বন্ধু ভাই হলেও, আর বোনের বান্ধবী বোন হলেও বউয়ের বন্ধু বউ হয় না। তার মূল কারণ এটাই।

 9 days ago 

ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বান্ধবী যদি বোন হয়, তাহলে বউয়ের বন্ধু কেন বউ হয় না..?

ভাই আপনি কি আপনার সাথে সাথে আমাদেরকেও ঘর থেকে বের করার চিন্তা করতেছেন নাকি 🥴😅। ভাগ্য ভালো যে এরকম কিছু হয়নি, আর কখনো হবেও না। না হলে তো বিয়ে নামক বিষয়টাও ছেলেদের মাথায় আসতো না। কারণ বিয়ের পর তাদেরকে অবশ্যই ঘর থেকে বেরিয়ে যেতে হত বউয়ের পিটুনিতে।

 8 days ago 

এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন ভাই। আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত।

 9 days ago 

ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বান্ধবী যদি বোন হয়, তাহলে বউয়ের বন্ধু কেন বউ হয় না..?

কে বলেছে বউয়ের বান্ধবী বউ হয় না? আমি তো আমার বউয়ের সব বান্ধবীদেরকে নিজের বউ মনে করি। আসলে নিজ দায়িত্বে মনে মনে ভেবে নিলেই তো হয়😂😂। তবে মনের কথা প্রকাশ করলে,বউ এবং বউয়ের বান্ধবীদের হাতে মার খাওয়া কিন্তু মিস হবে না🤣🤣।

 8 days ago 

ভাই, আপনি এইভাবে এই প্রশ্নের উত্তর দিয়ে এখনও সুস্থ আছেন কি করে, সেটাই ভাবছি!🤔🤔 হিহিহিহি.. 😁😁🤭🤭

 9 days ago 

একবার নদীতে ঝাঁপ দিয়ে মরে গেলে আর কি নদীতে ঝাঁপ দেওয়ার সুযোগ থাকে? নদী ঘরে ঢুকে এলেও কেউ লাফ দেওয়া তো দূর, নৌকাতেও চাপবে না। হে হে হে।

 8 days ago 

অনেক গভীরভাবে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ভাই। সবাই যদিও এই উত্তর বুঝতে পারবে না, তবে আমি বুঝতে পারলাম বলে অনেক হাসি পেল আমার। হেহেহে... 😁😁😁🤭🤭😂😂

 9 days ago 

কারণ বউয়েরা একলা চলরে একলা চলো---- মন্ত্রে দীক্ষিত।তাই বউয়ের বন্ধু কখনো বউ হয় না।😁😁

 8 days ago 

এই মন্ত্রটা কি শুধু এক লাইনের বোন, নাকি আরো কিছু লেখা আছে এই মন্ত্রে?😌😌

 8 days ago 

সেটা তো জানা নেই দাদা,তবে তোমার জানা থাকলে যুক্ত করে দিতে পারো☺️☺️.হি হি

 8 days ago 

হি হি হি... আমারও জানা নেই বোন, এইজন্যই তো তোমাকে জিজ্ঞেস করলাম।

 8 days ago 

দাদা,রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে---গানটি গাইতে হবে।☺️☺️

 8 days ago 

প্রথমত কোন মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। যদি তার বান্ধবীরা বউ হয় সেক্ষেত্রে তার নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে হবে এই জন্যই এই নিয়মটা বউয়েরা এলাও করে নাই।

 9 days ago 

এক বৌ এর জন্য জীবন অস্থির,আর বৌ এর বান্ধবীরা যদি সবাই বৌ হয় তাহলে পাগলা গারদে স্থান হবে বলে,বৌ এর বান্ধবীরা সবাই বৌ হয় না।

 8 days ago 

ঠিক কথা বলেছেন আপু, আমরা ছেলেরা আমাদের স্থান পাগলা গারদে দেখতে চাই না, তাই বউয়ের বন্ধুকে বউ মনে করি না। 😁😁

 9 days ago 

ন্যাড়া আবার বেল তলা দিয়ে যাবে না বলে৷

 9 days ago 

ভাইয়ের বন্ধু যদি ভাই হয়, বোনের বান্ধবী যদি বোন হয়, তাহলে বউয়ের বন্ধু কেন বউ হয় না..?

এইটার উওর আপনার সহধর্মীনি সবচাইতে ভালো দিতে পারবে। উনি তো আশপাশেই আছে। উনাকে কী মেনশন করে জিজ্ঞেস করব।।

 9 days ago 

এমন আনন্দের দিনে তাকে ডেকে এনে কেন ভাই অশান্তির সৃষ্টি করবেন 😀।

 8 days ago 

হ্যাঁ ভাই সেটাই করেন, সঠিকভাবে তাহলে এই উত্তরটা জানতে পারবো। 🥳🥳

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61182.87
ETH 3360.06
USDT 1.00
SBD 2.49