এবিবি ফান প্রশ্ন- ৪৪৫ |PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে, কি কনটেস্ট দেওয়া যেতে পারে?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে একটা আর্ট কনটেস্ট হলে বেশ মজা হবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে, কি কনটেস্ট দেওয়া যেতে পারে?

পুস অর্থাৎ বিড়াল নিয়ে নাচা-নাচির একটি ভিডিওগ্রাফি কনটেস্ট দেওয়া যেতে পারে😂😂। এতে করে যারা ডান্স পারে, তাদের ডান্সও দেখার সুযোগ হবে🤣🤣।

 last month 

এর ফলে আপনার নাচটাও দেখতে পাবো😁🤣।

 last month 

আমি তো ডান্স করতে পারি না,তাই সবার ডান্স দেখতে চাচ্ছি😂।

 29 days ago 

বাহ্ ভাই বেশ ভালই বলেছেন। এমন কনটেস্ট দিলে আমরা অনেকেরই নাচানাচি দেখতে পাবো 😁

 last month 

আর্ট,ডাই বা অন্য যেকোনো মাধ্যমে PUSS তৈরি করার কনটেন্ট।কারণ কমিউনিটির প্রায় সকল সদস্যরা অনেক ভালো আর্ট এবং ডাই প্রজেক্ট তৈরি করতে পারে।পুস নিয়ে যদি এরকম কিছু তৈরি করা হয় তাহলে আমরা সেগুলো অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারব।এতে করে সৃজনশীলতার প্রকাশ ঘটবে।

 29 days ago 

ভাই আমি আপনার সাথে সহমত এমন কনটেস্ট দিতে হবে যাতে সবার সৃজনশীলতা প্রকাশ পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।

 last month 

বর্তমানে আমাদের সব থেকে বেশি জরুরী হলো টুইটারে $PUSS প্রমোশন। যেদিক দিয়ে আমরা অন্যান্য কয়েন থেকে অনেক পিছিয়ে। এখন $PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো কনটেস্টের আয়োজন করলে টুইটার ভিত্তিক কনটেস্ট খুবই জরুরী। যেমন $PUSS নিয়ে Kraken, Crypto.com, Gemini, Coinbase, KuCoin, Binance, Gate.io, Bybit, MEXC,OKX,Bybit, BitMart, HTX সহ আরো অনেক এক্সেন্জ পেইজ আছে। এসব সাইটে কিভাবে $PUSS কে পরিচিতি করানো যায়, কমেন্ট ও পোস্ট করার ব্যাপারে দাদা সহ আপনাদের এডমিন মডারেটর প্যানেল মিটিং করে একটি পদ্ধতি বের করে, সেটার উপর কনটেস্টের আয়োজন করলে ভালো হয়।

 last month 

PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে, কি কনটেস্ট দেওয়া যেতে পারে?

PUSS কয়েন আসার পর থেকে এখন পর্যন্ত কে কতবার ক্রয় করেছে এবং দাম বৃদ্ধি পাওয়ার পরও একসাথে বিক্রি না করে অল্প অল্প করে কে কতবার বিক্রি করেছে। এই ধরনের প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। কারণ অধিক পরিমাণ PUSS কয়েন কয় বিক্রয়ের মাধ্যমে মার্কেটে পুশ কয়েন নিজে ভালো অবস্থান তৈরি করবে। এবং এতে করে সাধারণ ইউজারদের PUSS কয়েন সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি হবে।

আর দ্বিতীয়ত হলো একজন ইউজার তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কয়জনকে PUSS কয়েন হোল্ড করে রাখতে সহযোগিতা করেছে? অর্থাৎ একজন ইউজারের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কতজন PUSS কয়েন হোল্ড করে রেখেছে তার পরিমাণের প্রতিযোগিতা। এতে করে সাধারণ ইউজার তার সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদেরকে বলবে যেন PUSS কয়েন হোল্ড করে রাখে। এতে করে PUSS কয়েন🩵💙💜💚 এর জনপ্রিয়তা সবার মাঝে বৃদ্ধি পাবে।

আর তৃতীয় হলো PUSS কয়েন কে কত বেশি পরিমাণ জমা করে রেখেছে? যার থেকে প্রতিদিন জমা করার পরিমাণ অনুযায়ী PUSS কয়েন রিওয়ার্ড আসে। এতে করে সবাই অনেক বেশি পরিমাণ PUSS কয়েন জমা করে রাখার চেষ্টা করবে। যে যতো বেশি পরিমাণ PUSS কয়েন জমা রাখতে পারবে সে ততো বেশি প্রতিদিন দিন PUSS কয়েন রিওয়ার্ড পাবে যার কারণে ইউজারদের বেশ লাভ হবে।

 last month 

খুবই সুন্দর বিষয়ের কথা উপস্থাপন করেছেন। কারন এখন পুশ প্রমোশন খুবই জরুরী।

 29 days ago 

ভাই অনেক সুন্দর এবং বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন পড়ে ভালো লাগলো।

 last month 

আমার মতে পুশের জন্ম থেকে অদ্যাবধি এনালাইসিস এর কন্টেস্ট আয়োজন করা যেতে পারে। এতে করে আমাদের সার্বিক দক্ষতা এবং এনালাইসিস করার ক্ষমতা বাড়বে। তাছাড়া, যারা এখনও ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ন্যুনতম ধারণা রাখেনা, তাদের এসম্পর্কে ধারণা হবে।

 last month 

আপনার বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই বিষয়টা ‍খুবই জরুরী।

 last month 

আমিও এমনটাই ভাবছি।

 last month 

আমি কিছুই বলবো না। সবার খেলা গুলো আমি বসে বসে ‍উপভোগ করবো। হি হি হি
তবে আমার মতে $ PUSS এর জন্য ভালোবাসা দিয়ে প্রেম পত্র লেখার প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। তাহলেই বুঝা যাবে কে কত ভালোবাসে পুষ কে।

 last month 

Puss যেহেতু আমাদের কমিউনিটির কয়েন তাই এটাকে নিয়ে ভালো কিছু চিন্তা করাই আমাদের দায়িত্ব। দেখুন আপু আমরা যদি এরকম কনটেস্ট করি যে চ puss কয়েনকে যে ইউজার সবথেকে বেশি হোল্ড করতে পারবে তাকেই কনটেস্টের বিজয়ী ঘোষণা করা হবে। বলতে চাচ্ছি কনটেস্ট টা হবে puss কয়েন কে হোল্ড করা নিয়ে।এক্ষেত্রে আশা করি সবাই চেষ্টা করবে যে যার জায়গা থেকে বেশি করে পুশ কেনার। আশা করি পুশ এর জনপ্রিয়তা আরো বাড়বে। তবে শর্ত থাকবে কার কতটুকু puss কেনা হল সেটা কাউন্ট করা হবে, যেদিন কনটেস্ট ঘোষণা করা হবে সেদিন থেকে শুরু হবে। আরেকটি কথা এই কনটেস্টে শ্রদ্ধেয় এডমিন এবং মডারেটর প্যানেল অংশগ্রহণ করা যাবে না ,সাধারণ ইউজারদের জন্য।

 last month 

ভাইয়া এই বিষয়ে কনটেস্ট আয়োজন করা হয়ে গেছে।

 last month 

$PUSS নিয়ে সব থেকে ভালো কনটেস্ট হল বিড়ালের ছবি পোস্ট করা। এটি এখন অবধি হয়নি। যে যত ভালো করে বিড়ালের ছবি পোস্ট করবে সে বিজয়ী হবে।

 last month 

পুস নিয়ে ছড়া, কবিতা, গল্প, কিংবা প্রবন্ধ প্রতিযোগিতা হতে পারে। তবে পোস্টে অবশ্যই বিড়ালের ব্যানার বা ছবি থাকতে হবে।

 last month 

PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে, কি কনটেস্ট দেওয়া যেতে পারে?

PUSS এর বিভিন্ন রকম আর্ট, ডাই, অরিগ্যামি এগুলো তৈরি করার কনটেস্ট সবথেকে বেশি বেস্ট হবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 96819.43
ETH 3313.98
USDT 1.00
SBD 3.13