আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হৃদয়ের স্নিগ্ধতা ফুরিয়ে গেছে
কান্নারা যেন অবরোধে বসেছে,
নতুন করে আবার নিঃসঙ্গ হলাম
পরিচিত বৃত্তে আবার অচেনা হলাম।
লজ্জার শেকলে বন্দি বিশ্বাস
অশান্ত হৃদয় খোঁজছে একটু আশ্বাস,
নতুন করে আবার জাগ্রত হলাম
দ্রোহের আগুনে আবার বিদ্রোহী হলাম।
লেখক
লেখক এর অনুভূতি:
দ্রোহের আগুন আমাদের শুধু বিদ্রোহী করে না লজ্জার শেকল ভেঙ্গে বিজয়ী হওয়ার স্বপ্ন পুরণে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মনের চঞ্চলতাগুলি যেন থমকে গেছে
বাঁধ ভাঙা জোয়ারের ঢেউয়ে,
কান্নারা নোনা জলের সঙ্গে যায় মিশে
চেনা ভিড়ের মাঝেও আবারো একাকিত্ব ঘিরে।
লজ্জার বেড়াজালে ঘেরা ভরসা
অস্থির হৃদয় খুঁজে ফেরে অভয়,
নতুন করে আবারও জেগে ওঠার স্বপ্ন
ক্রোধের আগুনে আবার অগ্রাহ্যকরণময়।।
আমার সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্ট করবো
অশ্রুরা নেমেছে অঝোর ধারায়,
স্নিগ্ধতারা হারিয়ে গেলো কোন অজানায়,
রক্তঝরা শরীরে আজ উত্তাল বেদনা,
বিশ্বাসের জায়গাটায় ভরেছে উন্মাদনা।
জেগে উঠেছে সব নির্বাকরা,
শেকল ভেঙেছে আজ দু হাতের,
নেই কোনো বাঁধা হয়েছে উদ্যম,
বিদ্রোহী শরীরে লেগেছে আগুন।
অতীতের স্মৃতিরা ভেঙে চুরমার
মনে হয় যেন জীবনের দুঃস্বপ্ন,
আবারও নতুন করে স্বপ্ন দেখছি
আবারও নতুন পথে যাত্রা করছি।
সংগ্রাম আমার অস্তিত্বে মিশে গেছে
অন্ধকারে আলো খুঁজে বের করছি,
নতুন দিনের প্রত্যাশায় আবার
আশার আলোয় ভরসা রাখছি।
চঞ্চলতার আগল ভেঙে হাঁটছি আজি পথে
ভবিষ্যতের আগুন জ্বালাই বিদ্রোহীদের সাথে।
লজ্জা ফেলে সেই আগুনে মুছবে বিপন্নতা
স্বপ্ন বুকে জমিয়ে তখন বলব জয়ের কথা।
যেদিন
বৃত্ত ভেঙে ঢুকলো বেনোজল
শক্ত জমি আঘাতে টলমল
বিশ্বাস ভাঙ্গলে নিঃশব্দে
একাকী মন ডুকরে ওঠে
কখন যেন
দ্রোহের রাজ্যে আগুন জ্বলে পথে
কেউ বোঝেনা, জীবন ডোবে অজান্তে।
বিদ্রোহী মনোভাব নিয়ে,
এগিয়ে যাব আমি সত্যের সন্ধানে।
আনবো ছিনিয়ে আমি সত্যের বিজয়,
এই বুকের তাজা রক্ত দিয়ে।
তাইতো আবার এক হবো সবাই,
বিদ্রোহ করবো স্বাধীনতার আশায়।
ফিরিয়ে আনবো স্বাধীনতা,
হবে যে মোদের সুখের বিজয়।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
এখন সময় জেগে ওঠার;
শেকল ভেঙ্গে এগিয়ে যাবার;
নিজের অধিকার আদায় করার;
আজ হইতেই হবে দুর্নিবার।
আজ হতে হবে মুক্ত;
সামনে পথ আছে ভয়যুক্ত;
আমি হবো লালে সিক্ত;
আজ যাবো না হয়ে রিক্ত।
আমায় সবাই সাপোর্ট করুন আমি সবাইকে সাপোর্ট করবো
পিস ঢালা ওই রাজপথে চলছি যখন একা
অচেনা লাগছে সব কিছু
দেখে হচ্ছি দিশেহারা।
স্বপ্নগুলো ভেঙ্গে গিয়েছিল
নতুন করে আবার
জেগে ওঠায় বিশ্বাস এলে।
পথে রয়েছে অজস্র অবিশ্বাসের ভয় ,
তবুও বিশ্বাস নিয়ে চলতে হয়,
নতুন দিগন্তে নতুন সূর্যের হাসি
আশা ভরসা নিয়ে সবাই বেঁচে আছি।