এবিবি- ফান প্রশ্ন-১১২ || খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল তার এঁড়ে গরু কিনে। কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
খাচ্ছিল তাঁতি তাঁত বুনে,
কাল হল তার এঁড়ে গরু কিনে। কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যে যেই কাজ করে তার সেই কাজের ভেতরেই থাকা উচিত। আগ বাড়িয়ে বারতি কাজের ঝামেলা নিলে জীবন শেষ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





তাঁতিদের কাজ তাঁত বোনা। কিন্তু এই তাঁতি আবার এক এঁড়ে গরু কিনে ইউনিক তাঁতি হতে চেয়েছিল 😁। আর যেই না সে ওই এঁড়ে গরু কিনে নিয়ে আসলো 🐄ব্যস হয়ে গেল 🥴। গরু এমন খেল দেখালো যে তার ইউনিক হওয়া তো মাথায় উঠলো উল্টে কাল হয়ে নামলো 🌚।
লোভ হলো তাঁতির ফাঁস,
তাইতো শেষে খেলো বাঁশ।
আমরা যার যার অবস্থানে যখনই অসুষ্টন্ত থাকি এবং অন্যের মতো বাড়তি কিছুর লোভ করে সেদিকে পা বাড়াই তখনই আমাদের আম ছাড়া দুটোই হাত ছাড়া হয়ে যায়।
বাঁশ না খেলে তো কেউ সোজা হতে চায় না। তাইতো সবাই ইচ্ছে করেই বাঁশ খায়।
কন কি? বাঁশ খেলে সবাই সোজা হয়ে যায়, তাহলেতো আমাগো রাজনীতিবিদদের কিছুটা খেতে দেয়া উচিত, হা হা হা।
তারা তো জনদরদি মানুষ তারা সবাইকে দিতে পছন্দ করে। নিজেরা তো কিছুই খেতে চায় না।
বেশি লোভে কষ্ট মেলে
জানি আগে থেকে,,
চলতে গিয়ে মাঝে মাঝে
রাস্তা যায় তাই বেঁকে।
♥♥
আসলে প্রেমিকা কিংবা বউ একটা হলেই যথেষ্ট,পরে অন্যদিকে মাইন্ড কনভার্ট করে একাধিক বানালেই ঝামেলা।তখন এ কূলও যাবে ঐ কূলও যাবে😉😉।যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।😉
বেশি মানুষ জীবনে এলেই সমস্যা। সবদিক সামলানো বেশ ঝামেলার।
বিয়ে করে যেমন সবাই বুঝতে পারে আগের জীবন ভালো ছিল তেমনি এঁড়ে গরু কিনে বাড়তি ঝামেলায় জড়িয়ে তাঁতিও ভুল করে ফেলেছে।
অতি লোভে তাঁতী নষ্ট আরকি।নিজের কর্ম থেকে বেশি লাভের আশায় সরে গিয়ে না জানা কর্মের মধ্যে ঢুকে পড়লে লস তো হবেই।
খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। অধিক লাভের আশায় পড়ে অনেকেই আমরা এমন গরু কিনে থাকি বটে। কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি।
অতি লোভে তাঁতি নষ্ট এটা প্রবাদ বাক্য হলেও সঠিক। কারন লোভ মানুষকে সবসময়ই বিপদের দিকে ঠেলে দেয়। এখানেও তাঁতি ভেবেছিল এঁড়ে গরু নিয়ে সে লাভবান হবে কিন্তু উল্টো ঝামেলায় পরে গেছে।
কোন মানুষ যখন ভাল খায়,ভালো থাকে,ভালোভাবে চলাফেরা করে তখন তার নিজের সহ্য হয় না। আরো একটু ভালো করতে চাই,তখনই তার জীবনের দুর্দশা নেমে আসে
বেশি লোভ করলে কপালে দুঃখ থাকে ।