এবিবি ফান প্রশ্ন- ৪০০ || মানুষ হওয়ার মূলমন্ত্র কি ?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষ হওয়ার মূলমন্ত্র কি ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

প্রশ্নের উত্তর জানতে আমি ভীষণ আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

মানুষ শব্দটির সঠিক অর্থ জানা ও প্রয়োগ করা।

মান+হুঁশ= মানুষ

 last month 

আমি মানুষ, এই বিষয়টি সবার আগে শিখতে পারা এবং বুঝতে পারা। কারণ আমরা মানুষ এটাই সময়ে-অসময়ে বার বার ভুলে যাই আর বিপথে চলে যাই।

 last month 

সত্যি ভাইয়া মানুষ হওয়ার সবচেয়ে বেশি জরুরী। আমরা অনেক সময় সেটাই ভুলে যাই ভাইয়া। দারুন বলেছেন আপনি।

 last month 

মানুষ হওয়ার মূলমন্ত্র, হৃদয়ে দয়া,
সবার প্রতি সম্মান, ত্যাগের মায়া।
সত্যের পথে চলা, ন্যায়কে আঁকড়ে ধরা,
সহজ সরল জীবন, মিথ্যে থেকে সরে যাওয়া।
ভালোবাসায় গড়া, অন্যের সুখে সুখী হওয়া,
এই মূলমন্ত্রে মানুষ, মহৎ জীবন পাওয়া।

 last month 

প্রিয় কুসুম কুমারী দাশ তার কবিতায় এর উত্তর দিয়ে গিয়েছেন।
আদর্শ ছেলে কবিতায় তিনি বলেছেন,

কথায় না, বরং কাজে বড় হতে হবে৷ মুখে হাসি থাকবে, বুকে বল থাকবে। মনে থাকবে মানুষ হওয়ার প্রেরণা। এগুলোকেই মানুষ হওয়ার মূলমন্ত্র বলা যায়।

 last month 

মানুষ হওয়ার মূলমন্ত্র কি ?

একটা মানুষকে অবশ্যই নৈতিক শিক্ষাটা সবার আগে অর্জন করতে হবে। আর তার ভেতর থাকা লাগবে মানবিকতা। সবকিছু শিখতে হবে, সবকিছু বুঝতে হবে। তবেই একজন মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারবে।

 last month 

মানুষ হওয়ার মূলমন্ত্র কি ?

মানুষ হওয়ার জন্য সত্যিকারের মূল মন্ত্র হচ্ছে মনুষ্যত্ব। আর প্রকৃত শিক্ষাটা অর্জন করা সব থেকে বেশি প্রয়োজন।

 last month 

বিবেক বুদ্ধি সম্পর্কে জ্ঞানী হওয়া,বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষই প্রকৃত মানুষ।

 last month 

মানুষ হয়ে মানুষকে মুল্যায়ন করিতে পারা

মানুষ হাওয়ার মূলমন্ত্র হচ্ছে মানুষের ভেতরে থাকা পশুত্ব কে মেরে ফেলে মনুষ্যত্ব জাগিয়ে তেলাকেই বুঝায়

 last month 

মানুষ হওয়ার মূলমন্ত্র কি ?

নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59888.38
ETH 2373.74
USDT 1.00
SBD 2.48