এবিবি ফান প্রশ্ন- ৬৫৭ || হারলে আছি জিতলে নাই এটা আমরা কেন করি ?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

হারলে আছি জিতলে নাই এটা আমরা কেন করি ?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

নিজের দোষ স্বীকার করতে চাই না ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 9 days ago 

কারণ জেতার ভাগ্য সবার থাকে না কিন্তু হারার ভাগ্য সকলের থাকে তাই।☺️☺️

 8 days ago 

আপনার কথা একেবারে সত্যি।

 8 days ago 

☺️☺️

 8 days ago 

কারণ হারলে বলে চেষ্টা করছিলাম শুধু 😎 আর জিতলে বলে,এটা তো আগেই জানতাম আমি জিতব 😂
মানে, দোষের সময় আমরা দর্শক, আর জয়ের সময় আমরা কোচ। 🏆😜

 8 days ago 

হারলে সবাই মায়া পায় জিতলে সবাই হিংসে করে তাই হারলে আছি জিতলে নাই হয়। আর এটাই মানব স্বভাব।

 8 days ago 

খুব ভালো বলেছেন কথাটা।

 9 days ago 

হারলে আছি জিতলে নাই এটা আমরা কেন করি ?

কারণ হারলে আমরা দোষ খুঁজে বের করি, আর জিতলে কারো ভুল নেই 😂😂।

 8 days ago 

হ্যাঁ ঠিক বলেছেন।

প্রশ্ন: হারলে আছি জিতলে নাই এটা আমরা কেন করি?
উত্তর উদাহরণ:
আমরা চাই যেন ফ্যানেরা হাসতে হাসতে ক্লান্ত হয়।
কারণ জেতার খুশিতে কেমন যেন লাফানোর ইচ্ছা আসে না।
হারলে আমরা মনে করি, “আমি এত ভালো যে সবাই আমাকে মন খারাপ করতে চায়।”
জিতলে আমরা টাকাতে নয়, হাসিতে ধনীর।
কারণ হারতে হারতে আমরা কল্পনায় সিংহের রাজা হই।

 9 days ago 

আমরা তো পরাজিত, কিন্তু গর্বটা রক্ষা করতে হবে তাই বলি “হারলে আছি, জিতলে নাই” যেন মনে হয় আমরা বড় লোক, জিততে গেলে তো গর্ব হারাবো না! 😎

 9 days ago 

কারণ মানুষ হারলে অনুভব পায়, জিতলে দূরত্ব বাড়ে।পরাজয়ে সম্পর্কের পরীক্ষা হয়, জয়ে অহংকারের জন্ম হয়।হারলে পাশে থাকাটা মানবতা, জিতলে দূরে যাওয়াটা বাস্তবতা।

 9 days ago 

কারন আমরা বাঙালী - আমরা তখনই বিচার মানি যখন তালগাছ আমাদের হয়। আমরা জাতীগত ভাবেই এমন, সবসময় নিজের স্বার্থ সবার আগে দেখি,হি হি হি।🫣😂

 8 days ago 

হারলে আছি জিতলে নাই এটা আমরা কেন করি ?

কারণ সাফল্য মানুষকে আলাদা করে দেয়।হারা মানুষকে সবাই বুঝতে পারে, কিন্তু জেতা মানুষকে অনেকে প্রতিযোগী মনে করে।

 8 days ago 

হারলে আছি জিতলে নাই এটা আমরা কেন করি ?

আমরা এমন সমাজে বড় হয়েছি যেখানে মানুষ সহানুভূতি দিতে জানে, কিন্তু সাফল্য সহ্য করতে পারে না। তাই হারলে সবাই পাশে থাকে, জিতলে নীরব হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 104655.48
ETH 3723.17
USDT 1.00
SBD 0.58