এবিবি-ফান প্রশ্ন- ৫৫ || নাচতে না জানলে উঠান বাঁকা, কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নাচতে না জানলে উঠান বাঁকা, কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বর্তমান সমাজে আমাদের মধ্যেই এমন কেউ কেউ আছে যারা ভাবে তারা দুনিয়ার সবকিছু পারে কিন্তু যখন তাকে কোনো দায়িত্ব দেয়া হয় আর সেটা সে না পারে তখন এই সমস্যা ঐ সমস্যা হাজার সমস্যার কথা বলে পাশ কাটিয়ে দেই। একেই বলে নাচতে না জানলে উঠান বাঁকা। এবার আপনাদের মতামত গুলো জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাগ্যিস উঠান বাঁকা ছিল না হলে আবার নতুন করে নাচের ক্লাসে ভর্তি হতে হতো নাচ শেখার জন্য।আর এখন উঠোন যখন নিজে থেকেই বাঁকা তখন সেখান দিয়ে এঁকেবেঁকে হাঁটতে হাঁটতে নাচ করা হয়ে যাবে হাজারো বাহানায় ও অজুহাত দিয়ে বেঁচে।😃😃
কিন্তু নাচতে তো আপনাকে হবেই আর উঠান কিভাবে সোজা করতে হয় সেটাও কিন্তু আমাদের জানা আছে হাহাহা।
উঠান সোজা করে দিলে আর নাচার প্রয়োজন হবে না আপু,হি হি।
সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে রাতে খাবার খেতে বসে ঘরের বউ কে যখন বর জিজ্ঞেস করে রান্না এত বাজে হয়েছে কেন তখন কি উত্তর দেয় জানেন? বাজার করে নিয়ে আসছ পচা জিনিস রান্না ভাল হবে কোত্থেকে। কিন্তু সে যে রাধতেই পারে না এটা কি আর বলে।
সে কি আর সেটা বলবে যে আমি রান্না করতে পারিনা। সে তো চাইবেই আপনার উপর দোষ চাপিয়ে দেয়ার জন্য। তো আপনিও মনে হয় এই কথাটাই বলেন যে নাচতে না জানলে উঠান বাঁকা।
তখন আমি অনেক আনন্দের সাথে এটাই বলব নাচতে না জানলে উঠান বাঁকা। আনন্দ এই কারনে কথাটা ত শুনিয়ে দিতে পারলাম। হি হি।
তখন তো মনে হয় হাতে যা থাকে তাই দিয়েই আপনাকে দৌড়ানি দেয় তাই না ? হা হা হা........
এই কাজটা মেয়েরা ভালো পারে। কাজে না পারলেও কথায় তারা পারবে।সেভাবেই হোক কথার দিয়ে তারা বিজয়ী হবে।মেয়েদের মাথে কখনোই কথায় জেতা যায় না। তাই কাজের বেলায় ঠিক ঠাক পাবরে না কিন্তু কথার বেলায় জিতবেই।
এই কথাটা মাঝে মাঝে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য।
আমি নাচতে জানিনা আমার উঠান বাঁকা ও নয়, আমি গাইতে জানি আমার গিটারের তার ছেড়া 🥴
আরে ধুর বুঝেন ক্যা, মন মতো না হলেই সেটা অন্যের দোষ। চেহারা ভালো না সেটাতো বলা যাবে না, সাজ ঠিক মতো না হলেই মেকাপ ম্যানের গাফলতি, হি হি হি।
আচ্ছা ভাই আপনি কি অতীতে মেকআপ বিশেষজ্ঞ ছিলেন?নাকি বিউটি পার্লারে গিয়ে মেকআপ নিয়ে অনেক রিচার্জ করেছেন? যে আপনার প্রতিটা প্রশ্নের উত্তর মেকআপ নিয়ে হয়। তবে উত্তরটা সত্যি অনেক ফানি ছিল। হাহাহা.......
হুম জানিতো এসব বুঝেও আপনারা না বুঝার ভান করেন, ঠিক উঠান বাঁকার মতো, হি হি হি
নাচতে না জানলে উঠোন বাঁকা
বাচাল লোকে কয়,,
সবার দোষ দিয়ে শেষে
করবে নিজের জয়,,,
♥♥
জানি না ম্যাডাম , আপনি একটু নেঁচে আমাকে অভিজ্ঞতা নিয়ে আমাকে জানাইয়েন যে আসলে ঘটনা কি ?
ভাইয়া আমিও নাচতে জানিনা কারন আমাদের উঠানটাও বাঁকা , হাহাহা।
কিছু কিছু মানুষ আছে কাজ ঠিক মত করতে না পারলে ও নিজের ভুল শিকার করে না, তার পর ও কথার চাপা মারতে থাকে, বিভিন্ন ধরনের বাহানা দেয়। এটা ঠিক থাকলে কাজ টা ঠিক হত। এটাি হল নাচতে না জানলে উঠান বাঁকা।
একদম ঠিক। আপনি আমি আমরা অনেকেই এমন মাঝে মাঝে করি কিন্তু নিজেরাও বুঝতে পারিনা। আবার এই দলে কিছু কিছু চাপাবাজও আছে যারা শুধু চাপা মারে। হাহাহা..........
কারণ হেরে যাওয়া যাবেনা। নাচতে না জানলে উঠান এর দোষ দিয়ে হলেও বেঁচে ফিরতে হবে। 😜
নিজের মান সম্মান বাঁচানোর জন্য সোজা উঠান বাঁকা করতে হয় মাঝে মাঝে। হাহাহা.........
অযোগ্য ব্যক্তির হাতিয়ার এটা🤭নিজের দোষ অন্যের উপর ছেড়ে বাঁচা। এর মানে পেট ভালো না পিঠার দোষ।
আর আমি বলি আমার রুটি ভালো হয়নি তোমার আটার দোষ। হাহাহা..........
জাস্ট এটা একটা অজুহাত।আমাদের সমাজে এমন লোকের অভাব নেই মুখে বড় বড় বুলি আওরায় কিন্তু কাজের বেলায় একদম ঠনঠন।
একদম ঠিক কথা আপু। মুখে শুধু চাপাবাজি করতে পারে।
জ্বি আপু। 🙏
আমাদের মানুষের হাত হলো তিনটি ডান হাত, বাম হাত আর হল অজুহাত। আর এই অজুহাত দিয়েই আমরা চাই যে, যা আমরা করতে পারি না সেটাকে জয় করা। যদিও এটা কোনভাবেই সম্ভব না তার পরেও আমরা নিজের পরাজয়কে মেনে নিতে না পেরে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে থাকি। আর তখনই যারা আমাদের বিষয়ে জানে তারাই এই ধরনের উক্তিটি করে থাকেন।
এই অজুহাত তখনই তারা দেখায় যখন তারা কাজটি করতে ব্যর্থ হয়।
যেকোনো বিষয়ে খুব বেশি পারদর্শী দেখায় এবং কি বড় বড় কথা বলে। আর সেই মানুষটাকে যখন তার কাজটি করার জন্য দেওয়া হয় তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে চায়। তাই নাচতে না জানলে উঠান বাঁকা বলে।
এমন ধরণের মানুষ আমাদের সমাজে অনেক বাস করে। আমরাও হয়তো মাঝে মাঝে এমন করার চেষ্টা করি। কারণ সবাই চাই নিজের দোষ গুলো ঢেকে রাখতে।
যেকোনোভাবেই হোক জিততেই হবে উঠানের দোষ দিলে তো উঠান বলতে পারবে না যে আমি বেকা নেই সেজন্যই নাচতে না পারলে উঠানের দোষ দেওয়া হয়।
উঠান যদি কথা বলতে পারতো তাহলেতো সেই লোক পাবলিকের গণপিটুনি খেত।
হ্যাঁ ঠিক বলেছেন আপু। 🤩🤩
উঠন তো বাঁকা-ত্যাড়া থাকবেনই। তার মধ্যেই তো নাচতে হবে। না হলে সে কিসের নাচনী। বর্তমানে ছেলেরা নিজেদেরকে নিয়ে খুব গর্ব করে। আমরা এই পারি আমরা সেই পারি আমরাও করি আমরা তমুক করি। কিন্তু বাস্তবে কাকে যখন বলা হয় এ কাজটি করে দেনা বাবা তখন সে কত অজুহাতই না দেখায়। আমার শরীরটা ভালো লাগছেনা। কাল কাজটা করে দিব আজকে আমার অন্য কাজ আছে। কাজে পরিবেশটাই ঠিক নাই। আরো অনেক অজুহাত সে দেখায়। আর তাইতো বলে নাচতে না জানলে উঠান বাঁকা।
শুধু ছেলেদেরকে দিয়েই উদাহরণটা দিলেন এই ক্ষেত্রে তো মেয়েরাও কম করে না। আপনি মেয়ে বলে কি মেয়েরা সব পারে আর ছেলেরা শুধু অজুহাত দেয়?
দেয় বৈকি 100% অজুহাত দেয়
ঠিক ঠিক আমিও আপনার সাথে একমত। হাহাহা.........
তা তো বটেই
"চাচা আপন পরান বাঁচা" এটা আমরা সবসময় মেনে চলি। তাই উঠানের দোষ না দিয়ে উপায় কি।
আর এই জন্যই তো এই কথাটা এভাবে প্রচলিত হয়েছে।
ওহ আমি তো ভাবছি শাক দিয়ে মাছ ঢাকার মতো। হাহাহা.........
আপু দুটোর অর্থ প্রায় একই।
হা আমিতো এই জন্যই বললাম।
নাচতে না জানলে উঠান বাকা কারণ আঙ্গুর ফল টক।
আঙ্গুর ফল মিষ্টি এখন পাওয়া যায়।
এই বিষয়টা সবচেয়ে বেশি প্রযোজ্য ঢংগি মেয়েদের ক্ষেত্রে, কারণ ঢং দেখানোই যে তাদের কাজ। তারা মুখে বলবে সব পারে কিন্তু বাস্তবে কিছুই পারে না। সব সময় শুধু অজুহাত খুজবে, এই সমস্যা, সেই সমস্যা, এই হইছে, সেই হইছে ইত্যাদি ইত্যাদি।
নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপাতে আর কি!
সমাজে এসবের মানুষের অভাব নেই। নিজে তো কিছু পারেই না, অন্যের উপরে দোষ দেখিয়ে ঢেকে দেয়ার চষ্টা করে 😐।
ঐতো শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা।
আজ নাচতে জানিনা বলেই উঠন বাকা। নিজের দোষ কি আর দেয়া যায়?
নিজে দোষ নেব না বলেই উঠনের দোষ দেই৷
উঠান যদি কথা বলতে পারে তাহলে কিন্তু আপনাকে প্যাদানি দিবে হাহাহা........
হাহাহাহা ভাজ্ঞিস পারে না কথা বলতে 😆
মানুষের হাত কিন্তু তিনটা ডানহাত বামহাত এবং অজুহাত। মানুষ যখনই অজুহাত এর প্রয়োগ করে তখনই ঐ নাচতে না জানলে উঠান বাঁকা হয়ে যায়। এবং এই অজুহাতের ক্ষমতা অন্য দুই হাত থেকেই বেশি।।
ঠিক ঠিক যেমন আপনি খেলতে গিয়ে বেটে বলে লাগাতে না পারলে বলেন ওর বল করা হয়নি। হাহাহা.......
আমি বাপু নাচতে পারি না, আমার উঠান বাঁকা ই ভাল। 😑
আর এত নেচে কি হবে, একদিন ত মরেই যাব। 😪
একদিন তো মরেই যাবো তাহলে আর এত খেয়ে কি হবে। বিষয় টা এমন হয়ে গেলো হাহাহা...........
হিহিহি😆
আপনাকে সত্য বলার জন্য একটা নোবেল পুরস্কার দেয়া হোক 🙄
😅
নাচতে না পারার ব্যর্থতা থেকেই এই কথার উৎপত্তি। কিন্তু বর্তমানে এটি একটি উপমা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। অর্থাৎ যে কোন কাজে নিজের ব্যর্থতা ঢাকার জন্যই একটি অজুহাত দাঁড় করান। মোটকথা একজন অযোগ্য ব্যক্তি কে উদ্দেশ্য করেই এই উক্তির আবির্ভাব।
ঠিক বলেছেন কিছু যোগ্য ব্যক্তিরা নিজের যোগ্যতাকে প্রকাশ করার জন্য সকলের সাথে চাপাবাজি করে যায় কিন্তু যোগ্যতা প্রমাণ করার সময় যখন হেরে যায় আর তখনি নিজের সমস্যার কথা না বলে অন্য কিছুর উপর চাপানোর চেষ্টা করে।
ভালোভাবে নাচ শেখার জন্য মনে হয় প্রতিবছর উঠানে মাটি ফেলতে হবে। এজন্য অবশ্য ফ্রীতে বয়ফ্রেন্ডকে কামলা নেওয়া উচিত। 😅😅
ও বাবা আপুর তাহলে তো মনে হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে অনেক এক্সপেরিয়েন্স আছে। এমন খাটিয়েছেন নাকি কখনো ?হাহাহা........
এভাবে যদি খাটানো যেত তাহলে একটা প্রতিশোধ নেওয়া যেত। সুযোগ পেলে অবশ্যই খাটাবো।
বুঝাই যাচ্ছে আপু অনেক রাগ উঠে আছে আপনার ওর উপর। হাহাহা.....
মাঝে মাঝে প্রতিশোধ নিলে মনে প্রশান্তি আসে। 😅😅
নাচতে না জানলে উঠান বাঁকা কারণ নাচতে জানেনা তবুও নিজের দাম কমাবে না তাই উঠানের দোষ দিয়ে ফেলে হাহাহা।😆
যেমন আমি....... হাহাহা।
মজা পাইলাম আপু হাহাহা😆
যুক্তিতে জিতে আসতে হবে পারি কিংবা না পারি হা হা হা
নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে নিজে ভালো থাকাটাই শ্রেয়।
উঠোন বাঁকা বা টেরা হোক, নাচ আমি শিখব না।
পরে বৌদির ক্যালানি খেয়ে ঠিক শিখে নিবেন, বলা তো যায় না হি হি হি।
তাহলে তো নাচতে না পারলে বউ এর হাতে ঝাঁটা।😁🤣🤣😁
সেটা আবার বলতে হয় নাকি, হি হি হি
আমারও তো সেই কথা উঠান দিয়ে আমি করবো কি নাচবো তো আমি করবো না
নাঁচতে না জানলে তো উঠান বাকা হবেই , নিজের অযোগ্যতা কিন্তু উঠানের দোষ দিয়েই তো বাচতে হবে , না তো নিজের মান ইজ্জত থাকলো কই 😁
মানুষ এখন সেটাই করে নিজের উপর দোষ নিতে চায় না তাই উঠানের দোষ দিয়ে দেয়।
কারণ উঠোন সোজা থাকলেই যদি কেউ নাচতে বলে! তাহলেই তো পর্দা ফাঁস হয়ে যাবে।তাই উঠোনটা বাঁকিয়ে নিয়েছি। যাতে লোকে আমায় নাচতে না বলে।
হা এটাই হচ্ছে আমাদের সমস্যা, নিজে পারি না সেটা শিকার করতে মুটেও রাজি না
হাহা। ঠিকই দিদি।
সবই মিস্ত্রি দোষ ,উঠান বাঁকা করে বানিয়েছে ,😜😜.তাই তো নাচ আর শিখা হলো না। ভাগ্যিস মিস্ত্রি বাঁকা বানিয়েছিলো আর উঠানেই নাচতে হয় ,তা না হলে কোথায় দোষ দিতাম? 😜.
এখন টিকটক নাচার জন্য বেশ ভালো একটা প্লাটফর্ম বিশেষ করে অপু ভাই ও মামুন ভাইকে ফলো করতে পারেন 🥴🥴
😆🤣🤣
এবার ভাবেন মিস্ত্রি আপনার কেমন বড় উপকার করলো
আপনারা যেটা জানেন না সেটা হল এই উঠান টা নন্দঘোষের উঠান।আর এই প্রবাদের উৎপত্তি নন্দঘোষের বোনের বিয়ে থেকে।বর পক্ষের লোকজন নাচতে পারে না সেই দোষ নন্দর উপর চাপানোর চেষ্টা করেছিল কিন্তু নন্দ নতুন আত্মীয় তাই দোষটা তার উপর চাপাতে না পেরে বেচারা উঠানের উপর চাপিয়ে দেয়।সেই থেকে নন্দর পাশাপাশি তার উঠানো দোষি।
হাহাহা উত্তরটা শক্তি মজার ছিল।
ধন্যবাদ আপু।
এত উপস্থিত বুদ্ধি কই পান আপনি। হা হা হা... সেরা উত্তর ছিল এটা।
ধন্যবাদ দাদা।
এর কারণ হলো আমি নাচতে পারি না সেটা বড় কথা নয় কিন্তু আমি যে নাচতে পারি না সেটা লোককে বুঝতে দেওয়া যাবে না সেই জন্য উঠানের উপরই দোষটা চাপিয়ে দেওয়া।
নিজের সম্মান কেউ ই ধুলাই মিশাতে চাইনা, আর সাধারণ একটা নাচের জন্য। 😁😆
নাচতে পারি না তো কি হইসে গান তো পারি।নাচার বদলে দুই লাইন গান গাইয়া চলে আসবো।😎
কারন নাচ টিচারের কাছ নাচ না শিখে, নাচের অটুপাশ সার্টিফিকেট নিয়ে এসেছে। সেই জন্য হা হা হা
আমার তো মনে হয় ক্যামেরার অ্যাঙ্গেল টাই বাঁকা ছিলো তাই উঠোন টাও বাঁকা লাগছে। 🤪
হাহাহা দাদা এটা কিন্তু ভালোই বললেন 😄😄