এবিবি ফান প্রশ্ন- ২৪৮ || প্রথম প্রেম ভোলা যায় না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রথম প্রেম ভোলা যায় না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জীবনের প্রথম শিক্ষাই প্রথম প্রেম, এরপর আর প্রেম শিখতে হয় না। তাই প্রথম প্রেম ভোলা যায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বুকের মধ্যে বেশি ক্ষত তৈরি হয় এর জন্যই ভোলা যায় না।
বুঝাই যাচ্ছে ভালোই ছ্যাকা খেয়েছেন।
বুকের মধ্যে ক্ষত করে যায় বলে হয়তো সেই অনুভূতি থেকেই যায়। ভালো লাগলো আপনার উত্তরটি। দারুন লিখেছেন ভাইয়া।
ভাইয়া প্রথম প্রেম ভোলা যায় যদি পরবর্তী মানুষটি ভালো হয়। আমার তো মনেই পড়ে না তার কথা।
প্রথম প্রেম ভাইয়া আবেগ কাজ করে প্রথম তার ভালো লাগা এ কারণে আমরা তাকে ভুলতে পারি না। তার মাধ্যমে নতুন পথচলা। মনের ভিতর আনন্দ। মুচকি হাসি দেওয়া চুপচাপ তার কথা মনে হলেই ।প্রথম প্রেম সত্যিই মনের মধ্যে অনেক আনন্দ বয়ে আনতো। কিছুই বুঝতাম না যে জীবন কি। কিন্তু প্রথম প্রেম মনের ভিতর অনেক আনন্দ বয়ে আনে। সবসময় হাসিখুশি রাখে মনকে প্রফুল্ল রাখে। এই কারণেই হয়তো স্মৃতিগুলো মনে পড়ে
তাহলে কি পরের প্রেম গুলোতে বিবেকের বিবেক কাজ করে?
অবশ্যই বিবেক কাজ করে কারণ প্রথমে যে ধোকাটা খেয়েছে তারপরে আর সে ভুলটা করে না। প্রথম ধোঁকাটির কথা মনে পড়লে দ্বিতীয়বার আর মানুষের সেদিকে পা বাড়ায় না
মাঝে মাঝে আবেগের তাড়নায় বিবেক হারিয়ে যায়। তাই তো মানুষ ভুল পথে পা বাড়ায়। কিংবা ভুল সিদ্ধান্ত নেয়। তবে জীবনের প্রথম সব স্মৃতি গুলো সত্যি ভোলা যায় না।
দ্বিতীয় ভালোবাসা নিয়ে সুখে থাকুন এবং এটি শেষ ভালোবাসা হয় সেই প্রার্থনা করছি।
যেকোনো ক্ষেত্রে প্রথম শিক্ষাটা সারা জীবন মনে থাকে। এই প্রথম জীবনের আবোল-তাবোল প্রেম গুলো সারা জীবন মনে থাকে। কারন সেখানে অনেক কিছু ভালো লাগার মন্দ লাগার বিষয় থাকে। যেগুলো আসলেই অনেকটা বাজে টাইপের হয়ে থাকে। তো প্রথম প্রেম অবশ্যই ভুলা যায় না সেটা সবার ক্ষেত্রে হয়। কিন্তু আপনি কি ভুলতে পেরেছেন ভাইয়া মনে আছে কিনা?😂😅🤣 মাফ করবেন।
আরে প্রশ্ন তো ভাইয়া করে নি? আমি করেছি। কি করে ভুলবো বলেন- ঘুমালেও যে তাকেই স্বপ্নে দেখি। হি হি হি।
প্রথম প্রেম ভোলা যায় না কেন? কারন ঐ সময় হৃদয়টা একদম ফাঁকা থাকে যার কারণে একটি দাগ পড়ে আর পরে হাজারো দাগ পড়ে তো যার কারণে ওই দাগগুলো মনে থাকেনা তাই প্রথম প্রেমের কথা ভোলা যায় না।
আপু সেই দাগ কি সাফ এক্সেল দিয়ে ধুলে উঠে না?
প্রথম প্রেমের সময় মানুষের আবেগ কাজ করে, বিবেক না। 😂😂😂 আবেগে প্রেম করে বেশির ভাগ মানুষ ই ধরা খায়। তাই প্রথম মাইর খাওয়া কারো মনে না থাকলেও প্রথম প্রেম আর প্রথম ছ্যাকা খাওয়া কেউ ভুলতে পারে না। 😂😂 আর প্রথম প্রেমের জন্যই তো বাসায় এত এত মিথ্যা অযুহাত , কারো ক্ষেত্রে প্রথম প্রথম রাত জাগা, প্রেমের চিঠি লেখা, লুকায়া দেখা করা, প্রথম ধরা খাওয়ার পর বেদম উত্তম-মধ্যমও খাওয়া..... এত কিছু যে প্রেমকে ঘিরে, সেই প্রেম কী ভোলা যায় নাকি!
বেশ ভালোই অভিজ্ঞতা মনে হচেছ।
খাল কেটে কুমির ডেকে আনার অনুভূতি কি আর ভোলা যায়। সেটা তো সারা জীবন মনে থাকে।😅😅😅
একেবারে সত্য কথা আপু।
প্রথম প্রেমে ভেজাল থাকে, তাও অতিরিক্ত পরিমাণে আর কোন ভেজাল জিনিস খুব তাড়াতাড়ি ভোলা যায় না।
প্রেম মানে প্যারা, হোক সেটা প্রথম আর দ্বিতীয়। সেজন্য প্রথম থেকেই যে প্যারায় পড়ে সেটা সারাজীবনেও ভুলেনা। সেজন্যই বলা হয় প্রথম প্রেম কখনো ভোলা যায় না। 🤣🤣
কারন প্রথম প্রেম শৈশবে হয়।তাই চাইলেও শৈশবের স্মৃতি ভোলা যায় না।যদিও আমার অভিজ্ঞতা নেই।😁😁
আপু আপনার অভিজ্ঞতা না থাকলেও দারুণ উত্তর দিয়েছেন। শৈশবের প্রেম সত্যি ভোলা যায় না। কারণ কথায় আছে শৈশব স্মৃতি জীবনের সোনালী অধ্যায়।
ঠিক বলেছেন আপু,শৈশব প্রেমও অনেক সোনালি☺️☺️.
অভিজ্ঞতা নেই এতেই ভালো, অভিজ্ঞতা থাকলেও ঝামেলা। 🤣🤣
এই ঝামেলায় জড়াতে চাই না ভাইয়া🙅
বর্তমান প্রেক্ষাপটে এই কথা একেবারে বেমানান। কারণ বর্তমানে প্রথম আর শেষ প্রেম বলতে কিছু নেই। মানুষ যতবার প্রেমে পড়ে, সেটাই প্রথম হিসেবে ধরে নেয়। কারণ সবাই আকাশ দেখে বেশি বেশি, আর আকাশ দেখলে নাকি মন বড় হয়ে যায় অনেক। তাই কারো প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না🤣🤣। এভাবেই একের পর এক প্রেম চলতেই থাকে 😂😂।