আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ১৩steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

ঝগড়া নিয়ে কৌতুক বা মজার কোন অনুগল্প ।

বিষয় নির্বাচনকারীঃ

@hafizullah

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। দু’জনই চিৎকার-চেঁচামেচি করে কথা বলছেন-
স্ত্রী: তুমি আমার সঙ্গে চিৎকার করে কথা বলছ কেন?
স্বামী: তোমার মতো বউয়ের সঙ্গে চিৎকার করে কথা না বলে মিষ্টি সুরে কথা বলব না কি!
স্ত্রী: সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখো, এই আমার মতো বউ আরেকটা পাও না কি!
স্বামী: তুমি কী ভাবছ, দ্বিতীয়বারও আমি তোমার মতোই বউ খুঁজব?

 2 years ago 

ঠিক বলেছেন দিদি,ন্যাড়া বেল তলা একবারই যায়। হা হা হা।

 2 years ago 

☺️☺️

 2 years ago 

হা হা হা এটা দারুণ ছিলো, আমি অবশ্য অন্য রকম খুজবো হি হি হি।

 2 years ago 

এইবার তো ভাবি রেগে আগুন হবে ভাইয়া,হি হি।

 2 years ago 

দাড়ান ভাবিকে বলছি,😜।

 2 years ago 

তার মানে দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিয়ে দিল,হা হা হা।

 2 years ago 

ওরে বুদ্ধি!

 2 years ago 

এই ধরনের একটি কৌতুক আমি কিছুদিন আগে কোথায় যেন একটা পড়েছিলাম বেশ হাস্যকর স্বামীর দেওয়া উত্তরটি!🤣🤣

 2 years ago 

☺️☺️

 2 years ago 

রিন্টুর বাবা এবং মা তুমুল ঝগড়া করছে দেখে, চিন্টু তার ৪বছরের ভাই রিন্টু কে বলল, "কি রে! কি হয়েছে?"
রিন্টু-আরে আমি মাকে বললাম যে, "মা পরীরা যদি উড়তেই পারে তাহলে পাশের বাড়ির কাকিমা ওড়ে না কেনো?"
মা জিজ্ঞাসা করল-"মানে?"
রিন্টু-"বাবা-ইতো পাশের বাড়ির কাকিমাকে পরী বলে ডাকে।"

এই ঘটনার পরই মা খুন্তি নিয়ে বাবার পেছনে ছুটছে।

 2 years ago 

এই বার কাম সারছে, আজকে বাড়িতে যুদ্ধ লেগে যাবে, ছেলে পেলের সামনে সাবধানে থাকতে হবে দেখছি হি হি হি।

 2 years ago 

হ্যাঁ। আজকালকার বাচ্চাদের ব্রেন কিন্তু একদম 5g কানেকশন। সব ক্যাচ করে নেয়। খুব সাবধান। 😊

 2 years ago 

জাতিসংঘের মহাসচিব গুতেরেসও আজকে রিন্টুর বাবাকে বাচাতে পারবে না, হা হা হা।😅😅

 2 years ago 

🤣🤣 মাঠে হাড়ি ভেঙে দেওয়ার মত অবস্থা।

 2 years ago 

স্বামী স্ত্রীর মজার ঝগড়া:
স্ত্রী: বাজার থেকে নিয়ে এসেছো পঁচা বেগুন আর শিম।
স্বামী: এত কথা বাদ দিয়ে রান্না করো এবার দেশি মুরগির ডিম।
স্ত্রী: বিয়ের আগে জানতাম না তুমি এত চিটিং।
স্বামী: আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে বিয়ে করতাম না এমন ঝগড়াটে বউ।
স্ত্রী: নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেধেছে আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?
স্বামী: ওই দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ আমার সংসার ভালো না লাগলে বাপের বাড়ি যা।
স্ত্রী: আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে আগে বুঝিনি তুমি এত বাজে। চললাম আমি বাপের বাড়ি রেখে তোমার ঘর।
স্বামী: ঝগড়াঝাঁটি থাকবেই সংসারে তাই বলে কভু হওয়া যাবে না পর।
স্ত্রী: ঝগড়া করি যাই করি তুমি আমার বর এবার একটু শান্তি দিতে নিজের কান ধর।
😅😅😅😅

 2 years ago 

ওয়াও ভাই সহ বুঝি এসব হয় ৷ তবে ঠিক যাই হোক সংসার জীবন এমনি ৷
হিহি হিহি !!!!

 2 years ago 

কি যে বলেন না।।সারাদিন কি ঝগড়াই হয় নাকি মাঝে মাঝে তো মারামারিও হয়। 😅😅😔

 2 years ago 

এই হলো আসল কথা, যত যাইহোক শাস্তি বরকেই পেতে হবে, খুব অন্যায় কিন্তু এটা।

 2 years ago 

এটাকে শাস্তি বলছেন কেন ভাইয়া এটা ঝগড়া করার ফল 😜। ঘরে সুখ আনতে গেলে একটু তো শাস্তি পেতেই হবে। তা না হলে তো কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। 😅😅

 2 years ago 

বউ যতই অপরাধ করুক না কেন,অবশেষে স্বামী বেচারাকেই কান ধরতে হয়,হা হা হা । 😅😅😅😅

 2 years ago 

এ হল সহজ স্বীকারোক্তি। তাই আগে থেকেই প্রস্তুত হয়ে থাকেন। ভবিষ্যতে কাজে লাগবে। 🤪🤪

 2 years ago 

টিটু ও তার স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়ার পর স্ত্রী কাপড়-চোপড়সহ ব্যাগ গোছানো শুরু করলো।

টিটু: ব্যাগ গোছাচ্ছো কেন?

স্ত্রী: আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।

এরপর টিটুও ব্যাগ গোছানো শুরু করলো।

স্ত্রী: তুমি আবার কই যাচ্ছ!

টিটু: আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি।

স্ত্রী: তাহলে আমাদের এই বাচ্চাকাচ্চা দেখবে কে?

টিটু: তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ। আমিও আমার মায়ের কাছে যাচ্ছি। সে অনুযায়ী বাচ্চা কাচ্চাদেরও তাদের মায়ের কাছেই যাওয়া উচিত।

 2 years ago 

হাহাহাহাহা...... শেষ মেষ স্ত্রী তাহলে ধরা খেলো ৷

 2 years ago 

ভাই কথায় আছে না, অতি চালাকে গলায় দড়ি।সেই অবস্থা। হা হা হা।

 2 years ago 

আহারে বাচ্চা কাচ্চা গুলো বেশ বিপদে পড়ে গেল। একটু ভাগাভাগি করে বাচ্চাকাচ্চা গুলো নিয়ে গেলেই হত। তাহলে আর সমস্যাই থাকত না। 😅😅

 2 years ago 

আপু এখানেই তো সমস্যা, সবাই তো মার বাড়ি যাবে। তাই বাচ্চাদের ও তো মার বাড়ি যাওয়ার কথা। তাই নয় কি? হা হা হা।

 2 years ago 

একদমই যথার্থ যুক্তি, আমিও তাই বলি, বাচ্চাদের তাদের মায়ের কাছে যাওয়া ভালো হি হি হি।

 2 years ago 

আসলে মেয়েরা ভাই নিজেদের একটু চালাক ভাবে। কিন্তু পরে নিজেরাই ধরা খেয়ে যায়। হা হা হা।

 2 years ago 

স্বামী বেচারার টেকনিক আছে। এখন বউ কয় যাবে দেখা যাক, হি হি হি।

 2 years ago 

বউ মার বাড়ি যাওয়ার কথা একেবারেই ভুলে যাবে। হা হা হা।

 2 years ago 

এক বউ তার হাজবেন্ড কে দিয়ে থালাবাসন মাজিয়ে নেয়।তাই একদিন রাগ করে স্বামীটি ঝগড়া শুরু করল এবং একপর্যায়ে বলল

স্বামীঃআমি আজকেই তোমাকে ডিভোর্স দিব।

এই বলে উকিলের বাড়িতে রওনা দিল এবং ১০মিনিট পর ফিরে এল।এই দেখে স্ত্রী বলল

স্ত্রীঃএত তাড়াতাড়ি চলে এলে যে? ডিভোর্স দিলে?

স্বামীঃ না।গিয়ে দেখি উকিল বউয়ের কাপড় ধুয়ে দিচ্ছে।

 2 years ago 

হা হা হা, এই বার খবর আছে, ডিউটি ডাবল হয়ে যাবে নিশ্চিত।

 2 years ago 

এবার থালাবসনের সাথে কাপড় ধুতে হবে আবার রান্না-বান্নাও করতে হবে, হা হা হা।🤪🤪🤪

 2 years ago 

স্ত্রী:- জীবনে অনেক পুণ্য করেছো। তাই আমার মত বউ পেয়েছো।
স্বামী: পুণ্য না ছাই। ছোট বেলায় ভাদ্র মাসে কুকুরকে ঢিল ছুড়ে মেরে ছিলাম। তুমি নিশ্চয় সেই পাপের ফল।

একথা বলার কিছুক্ষন পরে স্বামী বেচারাকে হাসপাতালের বেডে পাওয়া গেল। ডাক্তার শরীর থেকে ঝাড়ুর শলা বের করার চেষ্টা করছে, হা হা হা।😅😅😅

 2 years ago 

ভাদ্র মাসে কুকুরকে ঢিল ছুড়ে মারলে কি হয় জানা নেই। তবে মনে হচ্ছে শাস্তি স্বরূপ এমন একটা বউ কপালে জুটেছে। শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয়েছে। 🤪🤪🤪

 2 years ago 

আহারে, কি কষ্ট, আজকাল সত্য কথার ভাত নেই হি হি হি।

 2 years ago 

ভাদ্র মাসে কুকুরকে ঢিল ছুড়ে মারার ব্যাপারটি সবাই বুঝতে পারবে না যদিও আর সেটা সবাই বুঝতে পারলে এই কৌতুকটি অ্যাডাল্ট কৌতুকের তালিকায় চলে যাবে ভাই !🤣🤣

 2 years ago 

এক লোক তার স্ত্রীকে ইংরেজি শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শেখার জন্য চেষ্টা করছে। একদিন দুপুর বেলা সে তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল-
স্ত্রী: এই নাও তোমার ডিনার।
স্বামী: তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকে ডিনার বলে না, বলে লাঞ্চ।
স্ত্রী: তুমি গাধা, তোমার চৌদ্দগোষ্ঠী গাধা। এগুলো গতরাতের বাসি ভাত দিয়েছি। তাই এটা ডিনার, এবার বুঝলে?

 2 years ago 

হি হি,দারুণ জবাব।

 2 years ago 

শেষ পর্যন্ত গত রাতের বাসি ভাত দিয়ে ডিনার। আর একটু ভাত ভেজে দিলেই তো ফ্রাইড রাইস হয়ে যেত।🤪🤪🤪🤪

 2 years ago 

ঠিক কথা, আজকালের মেয়ে মানুষরা এই রকমই ইংলিশ বলে কাজে ফাকি দেয় আর ভাসি খাবার খাইয়ে দেয়।

 2 years ago 

এটা সেরা ছিলো। 😆

 2 years ago 

তাই তো বলি লাঞ্চের সময় এত সুন্দর ভাবে সাজু গুজু করে খাবার দেয় কেন। ফাকি দিয়ে ভাসি খাওয়াচ্ছে,হা হা হা।

 2 years ago 

প্রথম বন্ধু: তোর তো অনেক বুদ্ধি আছে বলে শুনি। আচ্ছা বল দেখি, নতুন বছরে এক লোক একটা লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিল। কিন্তু বিষয়টি নিয়ে তার বউয়ের সঙ্গে তর্ক বেঁধে গেল। এখন তার কি করা উচিৎ?

দ্বিতীয় বন্ধু : বন্ধু, উনার উচিৎ বউ এর সঙ্গে তর্কের আগেই টিকিটটি কিনে ফেলা।
প্রথম বন্ধু: বুঝিয়ে বল দেখি!

দ্বিতীয় বন্ধু : টিকিট কিনলে লটারি জেতার সামান্যতম হলেও সম্ভাবনা আছে। কিন্তু বউয়ের সঙ্গে তর্কে জেতার কোনো চান্সই নাই, হান্ড্রেড পার্সেন্ট!

প্রথম বন্ধু : ধন্যবাদ তোকে! তাহলে লটারির টিকিটটি কিনেই ফেলি...

 2 years ago 

স্বামী স্ত্রী সেই তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে হঠাৎ স্বামী স্ত্রী গালে চড় মেরে দিয়েছে। এখন স্বামী তো বেশ ভয়ে ভয়ে বলছে।
স্বামীঃ আমি তোমাকে ভালোবাসি তো তাই একটা চড় মেরে দিয়েছি।
স্ত্রী তখন রেগে গিয়ে ধুপধাপ আরো কয়েকটি মেরে দিলো স্বামীকে।মেরে দিয়ে বললো তুমি কি মনে করে আমি তোমাকে কম ভালোবাসি।🤣

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62912.13
ETH 2544.21
USDT 1.00
SBD 2.84