এবিবি ফান প্রশ্ন- ৩৩২ || কোন প্রাণী বুঝে কম, চিল্লায় বেশি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কোন প্রাণী বুঝে কম, চিল্লায় বেশি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যদি বলি আমি রাতের খাবার জুটবে না 😐🥲 আপনারা বলুন তো দেখি?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষ বুঝে কম, চিল্লায় বেশি।কারণ অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সংসার বা পরিবারে ইনকাম করে খাওয়ানোর চিন্তা নেই, তাই চিল্লাচিল্লির ব্যাপারও নেই।
ঠিক বলেছেন দিদি অন্য প্রাণীর ক্ষেত্রে সংসার বা পরিবারে ইনকাম করে খাওয়ার চিন্তা নাই তাই তাদের চিল্লাচিল্লি নাই।
☺️☺️
মেয়ে মানুষ যদিও বা বুঝে কম চিল্লায় বেশি তবে মেয়েরা যদি না চিল্লায় দেখবেন যে আপনার সেখানে আর কোনো ভ্যালু নাই। 🤓🤓🤓
এটা অবশ্য আপনি ঠিক কথা বলেছেন 🙂
ব্যাপারটা স্বীকার করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। হিহি 😂
আমি তো বলব সেই প্রাণী হচ্ছে, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা ঝগড়াটে মহিলা গুলো😁। তারা সব সময় ঝগড়া করার সময় একটু কম বুঝে, কিন্তু চিল্লায় সব সময় বেশি। আবার সেই সাথে কিন্তু কিছু পুরুষ মানুষ রয়েছে যারা একটু কম বুঝে, কিন্তু সবার সাথে চিল্লায় অনেক বেশি😜।
আপনার উত্তরটা একদম পারফেক্ট হয়েছে 🙂🤭🤭
একদম ঠিক বলেছেন আপু ঝগড়াটে মহিলা গুলো এমন চিল্লাচিল্লি করে যেটা দেখলে বোঝা যায় কম বুঝেই তারা চিল্লাচ্ছে।
আমি যখন গ্রামে যাই আপু, এই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা ঝগড়াটে মহিলা গুলোকে দেখতে পাই। আমি তো তাদের থেকে ভয়ে দূরেই থাকি! 😁😁
এই প্রশ্নের উত্তর চোখ বন্ধ করে সবাই বলে দিতে পারবে 😆
এক অদ্ভুত প্রাণী নাম যার মেয়ে মানুষ 😜
আজকে সিঙ্গেল বলে খুব সহজেই বলে দিতে পারলেন।
কেন আপনার হিংসে হচ্ছে নাকি ভাই 😆
কষ্ট দিয়েন না ভাই আর হিংসা কেন হবে 🥹🥹
আমার তো মনে হচ্ছে আপনি ছেলের জায়গায় ভুল করে মেয়ে মানুষ দিয়েছেন 😁।
আমরা কখনোই ভুল করতে পারিনা🤭
বন্ধু তোমার বিয়ের পরে তোমার বউকে এই উত্তরটা দেখাতে হবে তাহলে ব্যাপারটা মিটে যাবে।
কি যে বলেন ভাইয়া ঢাক ঢোল পিটিয়ে ছেলেরা কি আর নিজের দোষ স্বীকার করে। তাই তো ভুল করে একটু মেয়েদের দোষ দিয়ে ফেললেন।
সবাই দেখি এই একই উত্তর দিচ্ছে ভাই!🤔 ব্যপারটা মনে হয় তাহলে সত্যিই হবে। হিহি😂😂
ঘরের বউ ভাই ঘরের বউ,বুঝে কম, চিল্লায় বেশি। যদি আমার বউ এই কমেন্ট দেখে তাহলে হয়তো তিনদিন থালা বাসুন ধুতে হবে,হা হা হা।😒😒😒
বউ শুনলে তিনদিনের খাওয়া বন্ধ। হি হি হি
এখানে "কোন প্রাণী" এ শব্দটা মা-বোনদের ক্ষেত্রে বেমানান। তবে যেদিন থেকে মা-বোনদের চিল্লানি ঘরে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে ঘর মৃত হয়ে যাবে।
ভাইরে ভাই এ এমন এক প্রজাতির প্রাণী এটার নাম আসলেই নেওয়া ঠিক হবে না। তাই বুঝেও কবি এখানে নিরব রইলো। 🤣🤣🤣🤣
উত্তর :- মানুষ।
ভাই আপনি একদম সরাসরি উত্তর দিয়ে দিলেন মানুষ।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া মানবজাতি কম বুঝে আর চিল্লাচিল্লি অনেক বেশি করে। একেবারে পারফেক্ট উত্তর হয়েছে।
এক ওয়ার্ডে উত্তর দিয়ে আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন ভাই আপনি। 🤔🤔😲😲
আমার সুন্দরী একটা গার্ল ফ্রেন্ড আছে সে!🤭🤭 সত্যি কথা বললাম, সত্যি বলার অপরাধে যদি শাস্তিও হয়, হোক । আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছি, তাও আজ সত্যি বলব সুযোগ যখন পেয়েছি। হি হি হি..😂😂🤭🤭
কথায় বলে সংসার সুখের হয় রমনীর গুনে। রমনী যদিও একটু চিল্লা চিল্লি করে সে তো সংসারের সুখের জন্যই। আর বেশীর ভাগ ছেলেদের কে সোজা করতে হলে তো চিল্লা চিল্লি করা ছাড়া কোন উপায়ই নেই। তবে এটা ঠিক যে নারীরা একটু কমই বুঝে। আর তাই তো স্বামীর এত এত গার্ল ফ্রেন্ড এর কথা যেনেও না জানার ভান করে। সেটা কি কম বুঝা নাকি ভদ্র তা অবলম্বন করা? ভেবে দেখেন তো একবার।
তাহলে কি ভাইয়ারও গার্লফ্রেন্ড আছে নাকি 😜😁। যাই হোক আপনার উত্তরে কিন্তু যুক্তি আছে আপু। উদাহরণ টা বেশ ভালো দিয়েছেন।
আরে ধাৎ আপনার ভাইয়া কি ওসব বুঝে নাকি?