আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

ভালোবাসা মানে কাউকে হৃদয়ের গভীরে বাঁধা
ভালোবাসা মানে কাউকে আপন করে পাশে রাখা
ভালোবাসা মানে সময়ে-অসময়ে কাউকে স্মরণ করা
ভালোবাসা মানে সুখে-দুখে কারো পাশে থাকা।

লেখকঃ

@hafizullah

লেখকের অনুভূতিঃ

ভালোবাসা শুধুই আবেগ কিংবা অনুভূতির ছন্দ না, বরং কারো জন্য জীবনের সব কিছু ত্যাগ করার সাহস সঞ্চয় করা কিংবা কারো ইশারায় জীবনকে বাজি রাখা। শুধু কারো স্পর্শ পাওয়ার নাম ভালোবাসা না বরং সুখে-দুখে সর্বদা আপন করে পাশে থাকার নামই ভালোবাস।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ভালোবাসা মানে একজন আরেকজনের হাত ধরে বৃষ্টিতে ভেজা !
ভালোবাসা মানে পছন্দের ফুল দিয়ে মাথার খোপা করে দেয়া !
ভালোবাসা মানে চোখের দিকে তাকিয়ে হৃদয়ের কথা শোনা !
ভালোবাসা মানেই ভালোবেসে চিরকাল তার পাশে থাকা !

 2 years ago 

এইটা বেশি ভালো লেগেছে

ভালোবাসা মানেই ভালোবেসে চিরকাল তার পাশে থাকা !

 2 years ago 

আফসুস, চোখের কথা এখনো পড়তে পারলাম না কারো, বুঝিই না কিছু পড়বো কিভাবে? হি হি হি

 2 years ago 

হাহা... আপনার রোমান্টিকতা দেখলেই বুঝা যাই আপনি কি কি পারেন। শুধু আমাদের বলেন না আর কি....

তাড়াতাড়ি চোখের ডাক্তারের কাছে যান ভাই।😂🤣

 2 years ago 

শুনেছিলাম সে পড়ছে নাকি ডাক্তারি
যদি পেতাম তার চেম্বারের ঠিকানাটি
চোখের সাথে সাথে হৃদয়ের অসুখটা
দেখাতাম তাকে যত্ন করে। হি হি হি হি

ভালোবাসা মানে চোখের দিকে তাকিয়ে হৃদয়ের কথা শোনা

আমার কাছে অবশ্য এই লাইনটা সবচাইতে ভালো লেগেছে।

 2 years ago 

ভালোবাসা মানে দিন শেষে এক তৃপ্ত অনুভূতি
ভালোবাসা মানে না পাওয়ার মাঝে হাজারো পুরনো স্মৃতি
ভালোবাসা মানে গোধূলি সন্ধ্যা একসাথে কাটানো
ভালোবাসা মানে খুনসুটি আর হাজারো পাগলামো।
ভালোবাসা মানে তুমিময় দিন কাটাতে ভালোলাগে
ভালোবাসা মানে এই হৃদয়ে তোমার জায়গা আগে।

 2 years ago 

ভালোবাসা মানে আগলে রাখা তার মধুর স্মৃতি
ভালোবাসা মানে দূর হতে দেখা তার মিষ্টি হাসি। সুন্দর লিখেছেন আপু, দারুণ হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া,খুব ভালো লাগলো আপনার কবিতাটিও।

 2 years ago 

দারুন লিখেছেন আপু। অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

দুর্দান্ত লিখেছেন আপু। আপনার ভেতর কাব্য প্রতিভার ঝলকানী দেখতে পাচ্ছি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভালোবাসা মানে মনের গভীরে অনুভূতিগুলি জীবন্ত
ভালোবাসা মানে সারাজীবন পাড়ি সম্মানেভরা দিগন্ত
ভালোবাসা মানে দুটি হৃদয়ের একটি অস্তিত্ব
ভালোবাসা মানেই নতুন স্বপ্নের জাল বোনার গল্প
ভালোবাসা মানেই হৃদয়ের অব্যক্ত কথা
ভালোবাসা মানেই ভাগ করে নেওয়া সুখ-দুঃখ,ব্যাথা
ভালোবাসা মানেই পারস্পরিক সত্য,সরলতা
ভালোবাসা মানেই দুটি হৃদয়ের ত্যাগের মহিমা।।

 2 years ago 

অসম্ভব সুন্দর লিখেছেন, সত্যি বলছি দারুণ হয়েছে কবিতার লাইনগুলো।

 2 years ago 

ভাইয়া, আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার লেখার পরম সার্থকতা।অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে ও আপনার কবিতাটিও পড়ে,অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসা মানে হাতে-হাত রেখে পথ চলা,
ভালোবাসা মানে 'তার' প্রতি ভরসা রাখা,
ভালোবাসা মানে ভালো-মন্দ দুয়েই পাশে থাকা-
ভালোবাসা মানে একটা রুটিও ভাগ করে খাওয়া,
ভালোবাসা মানে হঠাৎ করে খোপায় গোলাপ গুঁজে দেওয়া,
ভালোবাসা মানে 'কখনও যাব না ছেড়ে'র অঙ্গিকার করা।

 2 years ago 

ভালোবাসা যেন পূর্ণতা পেলো আপনার কবিতায়, দারুণ লিখেছেন আপনি।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার লেখাটা সুন্দর হয়েছে বলেই অনুপ্রেরণা পেলাম।

 2 years ago 

আপনাদের গুলোও দারুণ হচ্ছে, আর আপনাদের অনুপ্রেরণা দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।

 2 years ago 

রুটি ভাগ করে খাওয়া !!
কিন্তু আমি তো শুনলাম অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়।

 2 years ago 

জানালা আটকিয়ে রাখবেন, তাহলে আর পালাতে পারবে না, হা হা হা

 2 years ago 

জানালার গ্রিল ডাবল করতে হবে।

 2 years ago 

ভালবাসা মানে কাউকে ছাড়া জীবন অপূর্ণ
ভালবাসা মানে কাউকে ছাড়া পৃথিবী শূন্য।
ভালবাসা মানে কাউকে সবার মাঝে দেখা
ভালবাসা মানে কাউকে সবসময় অনুভূব করা।
ভালবাসা মানে কারো জন্য বাচার স্বপ্ন দেখা
ভালবাসা মানে কারো জন্য জীবন বাজি রাখা।

 2 years ago 

একদমই যথার্থ, সত্যি দারুণ লেখেছেন, ভালো লেগেছে।
ভালোবাসা মানেই পূর্ণতা স্বাদ- ভালোবাস মানে স্বপ্ন দেখার আবেগ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ অসম্ভব সুন্দর কিছু লাইন উপহার দিয়েছেন ভালো লাগলো আপনার লাইনগুলো।

 2 years ago 

ভালবাসা মানে হৃদয় গভীরে তোমার বসবাস
তুমি ছাড়া যেন প্রাণহীন দেহ মৃত্যু কূপের ত্রাস
ভালবাসা মানে তোমাতে আমাতে সর্গ সুখের হাসি
তুমি আমাকে আমি তোমাকে বড্ড ভালবাসি

 2 years ago 

আহা ভালোবাসা যেন প্রস্ফুটিত হলো নতুন করে, স্বর্গ সুখের হাসি দেখে। সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া । কবিতার এই আসর যেন আমাকে দিয়ে কয়েক লাইন কবিতা আমার অজানতেই লিখিয়ে নিচ্ছে ।

 2 years ago 

ভালোবাসা মানে একই দেহে দুটি প্রাণ,
ভালোবাসা মানে আমার মনে তোমার স্থান।
ভালোবাসা মানে বিধাতার এক অপরূপ সৃষ্টি ভালোবাসা মানে মিষ্টি মধুর বৃষ্টি।

 2 years ago 

আহা, সত্যিই বলেছেন ভালোবাসা মানে মিষ্টি মধুর বৃষ্টি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই কবিতার লাইনগুলো মূল্যায়ন করার জন্য ভালো থাকবেন

 2 years ago 

ভালোবাসা মানে কাউকে হৃদয়ের গভীরে বাঁধা
ভালোবাসা মানে কাউকে আপন করে পাশে রাখা
ভালোবাসা মানে অসময়ে-অসময়ে কাউকে স্মরণ করা
ভালোবাসা মানে সুখে-দুখে কারো পাশে থাকা।

ভালোবাসা মানে হাজার কষ্ট বুকে নিয়ে,
প্রিয় মানুষটির সুখের কথা চিন্তা করা।
ভালবাসা মানে যত কষ্ট দুঃখ আসুক না কেন,
প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখা।
ভালবাসা মানে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধা।
ভালোবাসা মানে সকল বাধা জয় করে,
তুমি রবো আমার বুকে অনন্ত চিরকাল।

 2 years ago 

কি দারুণ সমাপ্তি ভালোবাসার, যদি আস্তবে এমনটা হতো কতই না সুন্দর হতো জীবনটা।

 2 years ago 


ভালোবাসা মানে কোনো কিছু না পাওয়ার আস্বাদে তৃপ্ত হওয়া
ভালোবাসা মানে ব্যাকুল চিত্তে কষ্টকে আগলে রাখা
ভালোবাসা মানে পাওয়া না পাওয়ার হিসেবকে দূরে রেখে এক সত্তাকে ভালোবেসে যাওয়া।

 2 years ago 

শান্তি আর শান্তি, না পাওয়ার ভালোবাসার মাঝেই রয়েছে প্রকৃত শান্তি, এটা সবাই বুঝে না হা হা হা

 2 years ago 

হাহা একদম😁
কারণ প্রেম বা ভালোবাসার ওপর নামই যন্ত্রণা আর যন্ত্রণাই জীবনের জ্বালানি।আর জীবন মানেই শান্তি।☺️

 2 years ago 

ভালোবাসা মানে খোপায় বাধাঁ ফুল
ভালোবাসা মানে বৃষ্টির দিনে হাটাঁ
ভালোবাসা মানে হৃদয়ে রাখা
ভালোবাসা মানে মুগ্ধকরা হাসি

 2 years ago 

আহা বৃষ্টির দিনে তাকে নিয়ে হাঁটা, আরপর পা পিছলে আছাড় খাওয়া, দারুণ মজা কিন্তু হা হা হা

 2 years ago 

এখন হসপিটালে ভর্তি আছি 😂

 2 years ago 

বাড়ীতে জানে এটা? না জানলে ঠিকানা দেন এক হালি মুলো পাঠিয়ে দেই হি হি হি

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98101.02
ETH 3477.28
USDT 1.00
SBD 3.25