আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
দিন কেটে যাক দিনের মতো
ঠোঁটে থাকুক হাসি
হাসির স্রোতে যাক ভেসে যাক
দুঃখ রাশি রাশি 💕
লেখক
লেখক এর অনুভূতি:
আমরা জানি সময় এবং স্রোত কারো জন্য থেমে থাকেনা। আর তাই দিন ও কখনো থেমে থাকবেনা সুখ কিংবা বেদনার।
তবে আমার প্রত্যাশা দিন যেমনি কাটুক না কেন ঠোঁটের কোণের হাসি দিয়ে যেন আমরা হাজারো দুঃখ ঘুচিয়ে দিতে পারি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নিয়ম করে আসুক নতুন দিন
যাক কেটে যাক সেই নিয়মের ফাঁদে
দুঃখ যত আসবে রাতের মত
হাসবে তুমি, যদিবা ভেতর কাঁদে
যেমন আসে রাতের পরে দিন
তোমার কাছেও আসবে সুখের মালা
তখন ভুলবে কান্না বুকের থেকে
অপেক্ষাতে থাকবে বরণডালা
দিনের মতো দিন চলে যাক
নিয়মের আঁকেবাঁকে,
সুখ-দুঃখের সুগম পথে
স্মৃতিরা পড়ে থাকে।
মাঝে মধ্যে মল্লার ডেকো
মাঝে মধ্যে দীপক,
সবার সাথে মিলেঝুলে
জীবনে থাক প্রাণের ঝলক।
নতুন স্বপ্নে চোখে থাকুক
আশার সেই আলো,
প্রতি প্রহর ভরে উঠুক
রঙিন স্বপ্নের সাথে।
রাতের আকাশ তারায় পরিপূর্ণ
শান্তির গানের সাথে,
হৃদয়ের মাঝে ছড়াক খুশি
সুখের বন্যা হয়ে।
সুখের পরে দুঃখ আসে,
দুঃখের পরে সুখ।
এইভাবেই দিন কাটছে,
পার হচ্ছে যুগ।
মনের ব্যথা গোপন করে,
হাসতে হবে শুধুই।
ঠোঁটের কোণের ওই হাসিটা,
পার করবে দুখঃ।
দুঃখ যত আসবে রাতের মত হাসবে তুমি।
দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন
তোমার জীবনে আসবে সুখের দিন তখন তুমি ভুলবে কান্না বুকের মাঝে যত দুঃখ।
দিনের মতো দিন থাকবে নিয়মের মাঝে সুখ-দুঃখের পথে স্মৃতিরা সব পড়ে থাক।
মাঝে,মাঝে জীবনে থাক প্রাণের ঝলক।
সবার সাথে মিলে হৃদয়ের মাঝে ছড়াক খুশি।
আশার সেই আলো,প্রতি প্রহর ভরে উঠুক
রঙিন স্বপ্নের হৃদয়ের মাঝে ছড়াক খুশি।