এবিবি ফান প্রশ্ন- ৬৬৭ || মেয়েরা তেলাপোকা দেখে ভয় পায় কেন??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা তেলাপোকা দেখে ভয় পায় কেন??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কমিউনিটির আপুদের থেকে আসল রহস্য জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





কারণ তেলাপোকা উড়ে না, হঠাৎ “উড়ে আসে”! 😱
আর মেয়েরা ভাবে, ওটা সরাসরি তাদের ওপর মিশন নিয়ে আসছে! 😂
তেলাপোকা মানে — ছোট, কালো, পাখাওয়ালা আতঙ্ক!
তেলাপোকা দেখলেই মেয়েরা ভাবে,এই বুঝি আমার দিকে প্রপোজ করতে আসছে🤣🤣। তবে তেলাপোকা সাদা অর্থাৎ ফর্সা হলে মেয়েরা ভয় পেতো না, বরং খুশি হতো😂😂।
ছেলেরা যেমন একটু একটু করে মেয়েদের হৃদয় ভেঙ্গে টুকরো করে দেয়।তেমনি ভাবে তেলাপোকা মেয়েদের শখের জিনিসগুলো অজান্তেই কেটে দেয়।তাই মেয়েরা ছেলেদের মতোই তেলাপোকা দেখেও ভয় পায় 🤣🤣🤣🤣।
বান্ধবীকে আচমকা মেকআপ ছাড়া দেখলে ভয় তো লাগবেই। 😆
কিছুটা মিল আছে,হে হে হে।😝
তেলাপোকা হঠাৎ উড়ে আসে, অদ্ভুতভাবে চলে ও তার ডানার আওয়াজ ভয় ধরায়।এই “হঠাৎ অপ্রত্যাশিত নড়াচড়া” মস্তিষ্কে ভয় বা ঘৃণা প্রতিক্রিয়া তৈরি করে।অনেক মেয়ে ছোটবেলায় তেলাপোকা দেখেই ভয় পেতে শুরু করে, পরে সেটি অভ্যাসে পরিণত হয়।
আসলে রহস্য হচ্ছে---মেয়েরা তেলাপোকা দেখে কখনোই ভয় পায় না কিন্তু তেলাপোকার দেহ থেকে আঠালো সুতার মতো যে পদার্থ বের হয় তাকে ভয় পায়।☺️☺️
লাফ দিয়ে ছেলেদের কোলে উঠার জন্য।
এটা বাংলা সিনেমায় দেখছি..😁😂