এবিবি-ফান প্রশ্ন ১৪০ || রাগ হলে মেয়েরা দেওয়ালে মাথা ঠোকে কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
রাগ হলে মেয়েরা দেওয়ালে মাথা ঠোকে কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মাঝে মাঝে মেয়েদের মাথার পাগলা পোকাটা এতটাই নৃত্য শুরু করে যে মেয়েদের মাথা খারাপ হয়ে যায়। আর তখনই এই কান্ড করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বাংলা ছবিতে যেমন মাথায় ঠোকা খাওয়ার পরে স্মৃতিশক্তি হারিয়ে যায়। তেমনি মেয়েরা রাগ হলে মাথার স্মৃতিশক্তি ঠিক করার জন্য দেয়ালে ঠোকা খায়।🤣🤣
বুঝতে হবে বড় কোন বায়না আছে 😄
বেশ কিছু টাকা খুব তাড়াতাড়ি খরচ হতে চলেছে। তাই গুজবে কান না দিয়ে চোখ কান বন্ধ রাখা বুদ্ধিমানের কাজ 😂
হা হা হা যথার্ত বলেছেন ভাই, অভিজ্ঞতার একটা দাম আছে না।
হা হা 😄
আসলেই তাই।
আমাদের অবশ্যই রোগের সাথে লড়াই করতে হবে , রোগীদের সাথে নয়।
এর পেছনে চৎকার সাইন্স আছে। তারা জানে সেখানে মেকাপের পুরু আস্তরন আছে,তাই বেশি একটা লাগবে না।কিন্তু অন্য কোন অঙ্গ ঠুকলে ব্যাথা পাবেই এজন্যই তারা দেয়ালে কপাল ঠোকে যাতে রাগ দেখানোও হল আবার আঘাত ও লাগল না।
রাগ এবং মাথা ঠোকার মূল কারণটা আগে খুঁজে বের করতে হবে।আর এর মূল কারণ হলো ছেলেরা,তাদের মন পাওয়ার জন্য মাঝে মাঝেই নাটক করার প্রয়োজন পড়ে তাই।
দেয়ালেরও কান থাকে
সবার মুখে শুনি,,
পরকীয়া করছে নাকি
টোনা আর টুনি।
তাইতো নারী রাগ করে
দেয়ালে ঠেকায় মাথা,
আসলে সে দেয়ালের সাথে
থাকে আড়িপাতা।
এটা হল কৌশল
আর তো কিছু নয়,
দাদা তুমি মিছে মিছে
পেয়ো না আর ভয়।
♥♥
মেয়েরা মনে করে কষ্টের পেছনে এই কপালই দায়ী, তাই কপাল ঠোঁরা যাতে স্বামী আসে কপালটা বাঁচিয়ে নেয়।
ভালো করে তাকালে দেখা যাবে একটা গুতোও দেওয়ালে লাগেনা । অভিনয় ভাই, সব অভিনয়। 😉
মনের দেয়াল বড় দেয়াল। আর অভিনয় তো একটা আর্ট। অভিনয় করতেও কিন্তু যোগ্যতা লাগে। 🤪🤪
আসলে মেয়েরা এটা দ্বারা বোঝায় যে রাগ হলে তাদের মস্তিষ্ক কাজ করে না। এজন্যই তারা সবকিছু রেখে দেয়ালে মাথা ঠোকে হা হা।।
যাদের ঘরে দেয়াল নেই তারা কি টিন ভেঙ্গে মাথা ফাটায় নাকি? যাইহোক মেয়েদের মাথা সবসময় ঠান্ডা থাকে তাই দেয়ালে মাথা ঠোকার প্রয়োজন পড়ে না।🤪🤪