এবিবি ফান প্রশ্ন- ৩৩৩ || আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন?

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর অভিমতঃ

সবগুলো ভন্ড প্রেমিককে ন্যাড়া করে দিব। হিহিহি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 6 months ago 

এলাকার আতিপাতি নেতা গুলোকে এমনভাবে ফাটিয়ে দেবো যাতে আর জীবনে মাস্তানি করার সুযোগ না পায় হা হা হা।🤩🤩

 6 months ago 

হাহাহা বন্ধু তুমি দেখছি বেশ দারুন প্লানিং করেছো।

 6 months ago 

আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়?

প্রথমেই ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশে বৈধতা দিবো। এরপর রেমিট্যান্স আনার মাধ্যমে সবাই সরকারী প্রণোদনা পাবে। তারপর ইয়াং বয়সী ছেলে মেয়েদেরকে স্টিমিটে কাজ করার জন্য অনুপ্রাণিত করবো।

 6 months ago 

ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশে বৈধতা দিলে ভালোই হবে। ভাইয়া আপনাকে ফাটাকেষ্ট বানানোর জোর দাবি জানাচ্ছি।

 6 months ago 

আমিও দাবী জানাচিছ। চলেন আন্দোলন চালাই।

 6 months ago 

ওয়াও ভাই এটা কিন্তু বেশ দারুন উদ্যোগ হবে।

 6 months ago 

আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন?

এই ৭২ ঘন্টা খুবই সাবধানে কাটাব। কারো সঙ্গে খারাপ কিছু করা যাবে না। দেখা গেল কাউকে কিছু করে ফেললাম পরবর্তীতে আমার মধ্যে থেকে ফাটাকেষ্টর গুণগুলো যখন চলে গেল তখন অন‍্যরা তার প্রতিশোধ নিল। এইজন্যই হঠাৎ কোন ক্ষমতা পেয়ে গেলে বেশি বাড়াবাড়ি করতে নেয়। নিজের আসল এবং পূর্বের অস্তিত্ব ধরে রাখতে হয়।

Posted using SteemPro Mobile

আমি যদি কখনো এই সুযোগটা পেয়ে যাই, তাহলে সর্বপ্রথম আমার বড় ভাইয়ের বউকে কাঠগড়ায় নিয়ে, ৭২ ঘণ্টার ভেতরে শাস্তি প্রদান করে ফেলতাম। কেননা একটি সাজানো গোছানো সংসার সে নিমেষেই তছনছ করে দিয়েছে। তারপরে ধরতাম ওইসব মহিলাকে যারা সুখের ঘরে আগুন লাগিয়ে দিয়ে আমার ভাবির দলে যুক্ত হয়েছে।

 6 months ago 

আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন?

উত্তর:-বাংলার ঘুষখোর পেটুকদের বাংলা ধোলাই করে দিতাম। শালা মারবো এখানে লাশ পড়বে গোরস্থানে।

 6 months ago 

আপনি তো একেবারে বাংলা সিনেমার সেই সেরা ডায়লগটা দিয়ে দিলেন ভাইয়া। আপনাকেই তো ফাটাকেষ্ট বানাতে হবে দেখছি।

 6 months ago 

একেবারে মিঠুন চক্রবর্তী। হি হি হি

 6 months ago 

যদি এমনটা হয় তাহলে প্রথমে সমালোচকদের শিক্ষা দেব,তারপর নিজের মনের মানুষকে প্রাধান্য দিয়ে সঙ্গী করে নেব সারাজীবনের জন্য।আর সবশেষে সমাজের যত দুর্নীতি করা চোর-ছেচড়া মানুষ রয়েছে সেগুলোকে একজায়গায় জড়ো করবো।

 6 months ago 

দিদি সব গুলো কে এক জায়গায় জড়ো করে কি জিলাপি দিবেন?

 6 months ago 

হুম, মিষ্টিমুখ করে ধোলাই দিব,☺️☺️.

 6 months ago 

দিদি সমাজের দুর্নীতি আর চোর-ছেচারা মানুষজনকে একসাথে জড়ো করে কি করবেন?

 6 months ago 

আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন?

আমি তো প্রথমেই সবকিছুর দাম কমিয়ে নিব ভয় দেখিয়ে। ৭২ ঘন্টার পর আবার যেন দাম বাড়িয়ে না দেওয়া হয় এইজন্য আগেই একটা স্টাম বানিয়ে রাখবো। আর বলবো দাম বাড়ালেই মৃত্যুদণ্ড দেওয়া হবে ব্যবসায়ীদের। কারণ এইসব কিছুর জন্য অনেক গরীব পরিবার না খেয়ে থাকছে। নিজের স্বার্থ বেশি চিন্তা করে লাভ নেই, তাই আমি এটাই করব 🥰🥰।

 6 months ago 

হি হি হি এরা মৃত্যুর পরও দাম বাড়াবে। কারন তাদের বংশ আছে না।

 6 months ago 

আমাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম প্রেম বাধ্যতামূলক করে দেবো। অর্থাৎ কোন ছেলে মেয়ের বয়স কুড়ি বছরের বেশি হয়ে গেলে প্রেম অবশ্যই করতে হবে। আর একটার বেশি প্রেম করা যাবে না, করলে সর্বনিম্ন তিন বছরের জেল। সকল প্রকার পরীক্ষা দেশ থেকে উঠিয়ে দেব। ছেলেপেলে পড়াশোনা করবে ঠিক আছে কিন্তু পরীক্ষা দেবে না। আর কোন শিক্ষক যদি পরীক্ষার কথা উচ্চারণও করে, তার জন্য দেড় মাসের সশ্রম কারাদণ্ড হবে। হিহি..🤭🤭

 6 months ago 

বাংলাদেশে যত কাপল আছে যারা পারিবারিক মতবিরোধীদের কারণে বিয়ে করতে পারছে না তাদের বিয়ের ব্যবস্থা করে দিব।

 6 months ago 

বন্ধু তোমাকেই খুঁজছে বর্তমান প্রজন্ম। খুব তাড়াতাড়ি তোমাকে ফাটাকেষ্ট করা হবে।

 6 months ago 

বাহ! অনেক মহৎ একটি উদ্যোগ হবে ভাই তাহলে এটি। কাপলদের অনেক অনেক দোয়া পাবেন আপনি, এই কাজটা সত্যি সত্যি করতে পারলে।

 6 months ago 

আপনাকে যদি ৭২ ঘন্টার জন্য ফাটাকেষ্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন?

তাহলে তো আমি দেশে যত বেআইনি কাজ চলছে সবকিছুকেই বন্ধ করব। আর প্রত্যেকটা মানুষকেই তাদের অধিকার দেব। গরিব মানুষদের পাশে এসে দাঁড়াবো। বেকারদের কাজের ব্যবস্থা করে দেবো যেন আর কেউই বেকার না থাকে।

 6 months ago 

৭২ ঘন্টার মধ্যে এত কাজ কি করে করবেন একা একা? আমাকেও একটু সাথে নিয়েন তো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63277.21
ETH 2487.51
USDT 1.00
SBD 2.71