এবিবি-ফান প্রশ্ন- ৪৭ || সুন্দরীর পাশে বসে থাকলে সময় দ্রুত যায়,আগুনের পাশে বসলে সময় ধীরে যায়।কেনো?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সুন্দরী মেয়ের পাশে বসে থাকলে সময় দ্রুত যায় আর আগুনের পাশে বসে থাকলে সময় ধীরে যায় ।এমন কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

সুন্দরীকে দেখতে দেখতে সময় চলে যায় আর আগুনের দিকে ফোকাস করতে করতে সময় থমকে যায় ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আরে আপু বুঝতে হবে তো, সুন্দরী হলো বসন্তের মত।বসন্তের ফাগুনের হাওয়ার কারণে সময় উইড়া উইড়া চইলা যায়😜।
আর গ্রীষ্মের কাঠফাটা রোদ তো কারোই সহ্য হয় না,সময়টা রোদের কারণে খুব তারাতারি যাইতে পারে না,ক্লান্ত হয়ে যায়।আগুন আর রোদের তীব্র তাপ তো একইরকমই😆😜

 2 years ago 

কারন- সময়েও বুঝে যে সুন্দরী মেয়েরা পাশে থাকার প্যারাটা কি। হাহাহহ...

 2 years ago 

এখানেও একটি কথা আছে।সুন্দরী মেয়েটি অবশ্যই নিজের স্ত্রী হওয়া যাবে না।আসলে সুন্দরী মেয়ে দেখলেই পোলাপান স্বপ্ন দেখা শুরু করে।আর সে স্বপ্নের কারনেই সময় দ্রুত যায়।

 2 years ago 

সুন্দরী আর আগুনের মাঝে বিপরীত মুখী একটা শক্তি ক্রিয়াশীল থাকে। যার কারনে আমরা যখন কোন সুন্দরীর পাশে থাকি তখন সেটা সময়ের গতিকে দ্বিগুন বাড়িয়ে দেয়, আর যখন আগুনের পাশে বসি তখন সময়ের গতি স্তমিত হয়ে যায়। সুন্দরী ও আগুনের পরস্পর বিরোধীতার ফলে এই রকম হয়ে থাকে। হি হি হি

 2 years ago (edited)

আইছে ,নতুন বিজ্ঞানী , 😜😜,তা নিউটনের মাথায় তো আপেল পরেছিলো ,আপনার কাছে কি সুন্দরী এসেছিলো ,🤣🤣.

 2 years ago 

বিজ্ঞানীদের এভাবে খাটো করতে হয় না, তাতে কিন্তু নতুন কিছু শিখতে পারবেন না।

 2 years ago 

সরি মিস্টেক ,নিউটনের মাথায় আপেল পড়েছিলো ,তাই নামের সাথে মিল রেখে হিউটন রাখতে চাই.😜

 2 years ago 

ধুর নামে কি আসে যাবে, আসল বিষয় হলো ফর্মুলা, সেটাই বিবেচ্য হওয়া উচিত।

 2 years ago 

সে ক্ষেএে সুন্দরী, আগুন,শক্তিকে,সময়,গতি কে কি কি দিয়ে প্রকাশ করতে পারি।F= ma এর মত?😜😜

 2 years ago 

না না না এসব অক্ষর দিয়ে হবে না, ভিন্ন কিছু দিয়ে সেটা প্রকাশ করা হবে, সবাইকে তো আর সব কিছু বুঝতে দেয়া যায় না।

 2 years ago (edited)

বাবারে,অনেক বড় বিজ্ঞানী😜😜।কি সৌভাগ্য আমার এত বড় বিজ্ঞানীর সাথে কনভারসেশন হয়😜😜

 2 years ago 

সময়ের গতি যেন বেড়ে যায় এজন্য কয়েকজন সুন্দরী মেয়ে বাস সার্ভিসের জন্য নিয়োগ করা উচিত। যে হারে তেলের দাম বাড়ছে তাতে অন্তত বাস মালিকরা রেহাই পাবে।

 2 years ago 

আরে ভালো আইডিয়া দিছেন তো, তাহলে গ্যাসও কেনা লাগবো না হেগোরে দিয়াই রান্নার কাজডাও সারা যাইবো, হি হি হি

 2 years ago 

আজকে বাসায় গিয়ে ভাবিকে বলবেন আমি তোমার রূপের আগুনে ডিম ভেজে খেতে চাই। 😅😅😅

 2 years ago 

খালি ডিম কেনো মাছও ভাজতে চাইমুনে হি হি হি

 2 years ago 

মাছ ভেজে আর কি হবে আপনি তো ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না।😅😅

 2 years ago 

সুন্দরী বলে কথা ,যত দেখে ততই মন ভরে না। তাই তো কোন দিক দিয়ে যে সময় যায় ,টের এই পাওয়া যায় না। 😀😀😀আর আগুন তো জ্বালিয়ে পুড়িয়ে দেয় ,তাই তো একটু তাপ লাগলেই অতিষ্ঠ হয়ে যায়। তাই মনে হয় সময় কেন যায় না।

 2 years ago 

ভুল বললেন তখন তো মনের চিন্তা দ্বিগুন হয়ে যায়, কখন বৃস্টি আসবে আর আসল রূপ বের হয়ে আসবে হি হি হি

 2 years ago 

এই আপনি খালি মেকাপ মেকাপ করেন,মাসে কয়টা মেকাপ কিনেন শুনি😜।মেয়েরা ন্যাচারাল সুন্দরী বৃষ্টিতে ভিজলে মেয়েদের রুপ আরো বেড়ে যায়।

 2 years ago 

তাই বুঝি এটাতো জানতাম না, তাইলে বৃষ্টি দেখলে মেয়েরা উল্টো দৌড় দেয় কেন?

 2 years ago 

মেয়েদের নিজের সৌন্দর্য দেখাবে না বলে তাই, এই সিম্পল জিনিসটা বুঝে না।বুঝচ্ছি আপনার কোন আইডিয়া নাই ❤️,মেয়েদের সৌন্দর্য সম্পর্কে জানতে আপনার কোর্স করতে হবে🤪😜।ভাবিকে বলতে হবে আপনাকে তালিম দিতে😉😉

 2 years ago 

সুন্দরী মেয়ের পাশে বসা হচ্ছে স্বপ্নের মত তাই সময় দ্রুত চলে যায়। আর জীবনের বাস্তবতা হচ্ছে জ্বলন্ত আগুনের মত সহজে শেষ হতে চায় না।

 2 years ago 

আহ! কি চমৎকার অভিজ্ঞতা তাই না

 2 years ago 

এটাতো প্রকৃতির নিয়ম আপু, পাশে সুন্দরী মেয়ে বসলে সময় কোন দিকে চলে যায় সেটাই বুঝতে পারিনা। আর পাশে যদি কোন বুড়ো বা ছেলে বসে তাহলে জানো সময় কাটতে চায় না। হাহাহা। সুন্দরী মেয়েরা হয়তো টাইম মেশিনের ব্যবহার করে তাই সময় দ্রুত চলে যায়, হাহাহা ।। নাম বললে কিন্তু চাকরি থাকবে না।

 2 years ago 

অনেক হাসি পেল ভাইয়া আপনার কমেন্ট টা পড়ে। হাহাহা

 2 years ago 

হায় হায় ভাই তো আমাদের হাতছাড়া হয়ে যাবে, কখন জানি কোন মেয়ের পাল্লায় পড়ে ভুলভাল ঠিকানায় চলে যায়। 😂

 2 years ago 

ভালো খাবার যেমন দ্রুত উধাও হয়ে যায় তেমনি সুন্দরীকে একঝলক দেখতে দেখতে সময় দ্রুত চলে যায় কিন্তু আমরা যা চাইনা তা আমাদের পিছু ছাড়ে না তেমনি আগুনের পাশে বসে থাকলে সময় ধীরে যায় বা ফুরাতেই চায় না।।

প্রশ্নকারী খুবই সতর্কতার সাথে জানতে চেয়েছে, বর্তমান পরিস্থিতি। বর্তমানে সুন্দরী মেয়ে= আমরা বিদ্যুৎকে কল্পণা করতে পারি,আর আগুনকে লোডশেডিং হিশেবে। সুন্দরীর পাশে বসা আর বিদ্যুৎ নিয়ে শান্তি করা দুটোই,একদম শর্ট। আগুন আর লোডশেডিং তো ভাইয়ের ভাই। এদের জালায় সময় জীবনেও শেষ হতে চাই না।
 2 years ago 
সুন্দরী মেয়ের মুখের হাফ ইঞ্চি ময়দার লেয়ার দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় টেরই পাই না। এই ময়দার লেয়ার নিয়ে গবেষণা করতে করতে যখন আগুনের দিকে তাকাই সময় যেতেই চায় না।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64320.07
ETH 3154.23
USDT 1.00
SBD 4.34