এবিবি-ফান প্রশ্ন ১৪৩ || রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটি পেট মোটা মানিব্যাগ। অতঃপর?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে একটি পেট মোটা মানিব্যাগ পড়ে থাকতে দেখলেন। অতঃপর ?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আগে আপনাদেরটা শুনি। তারপর সিদ্ধান্ত নেবো কি করা উচিত।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

অতঃপর মানিব্যাগটি হাতে নিলাম! আশপাশ তাকিয়ে দেখলাম কেউ দেখলো কি না! ঠিক কিছুক্ষণ পর মানিব্যাগটা মনের আনন্দে খুলতে লাগলাম। আর তখনই মানিব্যাগ দেখে ভ্যাবাচেকা খেয়ে বসলাম। একি!! মানিব্যাগে শুধু কার্ড!! সেটাও আবারও বিভিন্ন দোকানে! পাচঁ টাকার একটি নোট ছাড়া আর কিছুই পেলাম না। হতাশ হয়ে মানিব্যাগটি যেখানে ছিল সেখানেই রেখে দিলাম 😄

 2 years ago 

তাহলে আর ভাই কি করার ঐরকম মানিব্যাগ পাওয়ার চাইতে না পাওয়াই ভালো,হাহাহাহ।।।

 2 years ago 

মানুষজনের মানিব্যাগ রাস্তা থেকে উঠানোর অভ্যাস টা বাদ দিন। না হলে মাঝে মাঝেই এভাবে কষ্ট পেতে হবে। হা হা হা

 2 years ago 

ঐ যে একবার পেয়েই ধরা খেলাম। এর পরে আর মানিব্যাগ তোলার সাহস হয়নি 😬

 2 years ago 

কোন ভালো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে আলট্রাসনোগ্রাফি করে দেখব মানিব্যাগের পেট মোটা থাকার কারণটা কি ! 🙃😁😎

 2 years ago 

ভাই আপনি কি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন?

 2 years ago 

ডায়াগনস্টিক সেন্টার চাকরি করি না তবে ভাই ডায়াগনস্টিক সেন্টার করব ভাবতেছি।

 2 years ago 

পেট মোটা মানিব্যাগের ভরে বোধয় বেচারা মানিব্যাগটাই ছুড়ে ফেলেছে। তাই পেট মোটা মানিব্যাগ পড়ে থাকতে দেখলে তুলে নিয়ে নিজ দায়িত্বে মানিব্যাগের পেটটা স্লিম বানিয়ে দেবো। যাতে করে ফেরার পথে আবারও মানিব্যাগটা মালিক নিয়ে যায় আর বহন করতে তার সুবিধা হয়।😅😅

 2 years ago 

বাহ কি বুদ্ধি রে।।। এই বুদ্ধি জন্য আপনাকে এওয়ার্ড দেওয়া উচিত। হাহাহাহ🤣🤣🤣

 2 years ago (edited)

পেট মোটা মানিব্যাগ বলতে হয়তবা মানি ব্যাগের মধ্যে টাকা আছে তাই পেট মোটা। অতঃপর মানিব্যাগটিকে ডেলিভারি করতে হবে তাহলে মানিব্যাগের পেট মোটা সেরে যাবে।

 2 years ago 

নিশ্চয় মানিব্যাগটির পেট ফাকা করার ব্যবস্থা করব।বেচারা পেটের ভারে নড়তে পারতেছে না জন্যই পড়ে আছে।তাই তার পেট হালকা করে তার উপকার করব।এরপর মালিক কে খুজে হালকা হওয়া মানিব্যাগটি ফেরত দেব।উনার ও উপকার হল,ভারি মানিব্যাগ টানতে হল না।পরিশ্রম বেচে গেলেন। এভাবেই আমি সবার উপকার করব।

 2 years ago 

আপনার মত পরোপকারী সত্যিই বিরল। হা হা হা

 2 years ago 

প্রথম ধাপে চেক করব আমাকে ফাঁদে ফেলা হচ্ছে কিনা,যদি তা না হয় দেখবো তাতে কোনো পয়সা কড়ি আছে কিনা। যদি থাকে তাহলে আগে নাম্বার চেক করে কল করে বলব যে আপনার পেট মোটা মানিব্যাগ পড়ে আছে,এসে নিয়ে যান।আর ২/১ প্লেট কাচ্চি খেয়ে নেব।কারণ পেট মোটা ব্যাগের মালিক আসতে লেট হলে আমার তো খুধা লেগে যাবে,হাহাহা।

 2 years ago 

কাচ্চির দাম কি মানিব্যাগ থেকেই পরিশোধ করবেন?

 2 years ago 

তো আর কি,এত পেট মোটা ব্যাগ থেকে কাচ্চির দাম খসাতে না পারলে খামোখা সেটা নিয়ে বসে থেকে লাভ কি।সময়ের দাম দিতে হবে যে,হাহাহা।

 2 years ago 

রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে একটি পেট মোটা মানিব্যাগ পড়ে থাকতে দেখলে।প্রথমত আমি একটি ট্রাক ভাড়া করব। তারপর সেই ট্রাকে করে অনেকগুলো স্টিম কিনে নিয়ে আসবো। 😂😂😂

 2 years ago 

আপনি তো ভাই দেখছি পাক্কা ব্যবসায়ী। সব সময় মাথার ভেতর ব্যবসায়িক চিন্তাভাবনা ঘোরাফেরা করে।

 2 years ago 

হাহাহা।।ঠিক ভাই।।।।

 2 years ago 

পেট মোটা মানিব্যাগ
চলতি পথে পেলে,
দৃষ্টি সেথায় গেলে
হাত দিয়ে না তুলে
সোজা যাবো চলে।

এমনি করেই প্রতারকরা
ফাঁদ পাতে এখন,
হাত দিয়ে তুলতে গেলে
বিপদে পড়বে তখন।
যাই পরে থাকনা কেন
তোলার দরকার নাই
লোফার লালসা কে
ভীষণ ভয় পাই।
♥♥

 2 years ago 

দারুন লিখেছেন আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমার লেখা টি আপনার পছন্দ হয়েছে বলে।♥♥

 2 years ago 

বরাবরই আপনি খুব চমৎকার কবিতা লিখেন আজকেও এই বিষয়ে কেন্দ্র করে চমৎকার একটি কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কবিতাটি মনোযোগ সহকারে পড়ে, আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। সেই সাথে ভালোবাসা অবিরাম♥♥

যদি দেখি কোনো পেটমোটা মানিব্যাগ রাস্তায় পেট নেড়ে দিয়ে শুয়ে রয়েছে, তখন সেটা তুলে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাবো। কারণ স্টিম এর দাম যে হারে কমতে শুরু করেছে তাতে এই ছাড়া কোনো উপায় নেই।
 2 years ago 

হা হা হা দারুন বলেছেন।

 2 years ago 

যদি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে একটি পেট মোটা মানিব্যাগ পড়ে থাকতে দেখতাম তাহলে সেটা তুলে আগে ওই ব্যক্তির ফোন নাম্বার চেক করতাম তারপর এটিএম কার্ডসহ বাকি সব ডকুমেন্ট।আগে ফোন করে ডকুমেন্ট ফেরত দেব তারপর তো কিছু বকশিশ উসুল করবো।☺️☺️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63439.39
ETH 2545.40
USDT 1.00
SBD 2.66