এবিবি ফান প্রশ্ন- ৩২৩||নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে??

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্নঃ নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে??

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর মতামত

মতামতঃ আমার বিজ্ঞানী হওয়ার শখ নাই, যদি কেউ হতে চান তাহলে বাঁশ গাছের নিচে একটু বসে দেখতে পারেন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 months ago 

ভাই নিউটনের চাইতে বড় বিজ্ঞানী হতে হলে আমার মতে কাঁঠাল গাছের নিচে বসতে হবে। কারণ নিউটন আপেল গাছের নিচে মাসে ছোট একটি ফলের গাছের নিচে বসেই যদি এত বড় বিজ্ঞানী হয়। আর আমরা তো কাঁঠাল গাছের নিচে বসবো,তাই আরো বড় বিজ্ঞানী হব। কারণ আমরা তো বড় ফল গাছের নিচে বসিবো ভাই।

 5 months ago 

আসলেই ভাই বড় ফল গাছের নিচে বসলে বড় বিজ্ঞানী হওয়া যাবে কারণ বড় ফলটা তো মাথায় পড়বে 😁

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার ত মনে হচ্ছে নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে একমাত্র কচুগাছ তলায় ই বসতে হবে! যেহেতু কচুগাছ তলায় কেউ বসে না, তাই নিউটনের চেয়ে বড় বিজ্ঞানীও হতে পারে না। নইলে তো কম বেশি অনেক গাছের তলায়ই অনেক মানুষ বসে। কই তারা তো বিজ্ঞানীই হইতে পারলো না, নিউটন তো অনেক দূর! তাই নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কচুগাছ এর তলায় বসেই ট্রায় করতে হবে মনে হয়!

Posted using SteemPro Mobile

 5 months ago 

নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে?

নিউটনের চাইতে বড় বিজ্ঞানী হতে হলে বিছুটি গাছের নিচে বসতে হবে। বিছুটির পাতা যত গায়ে ঠেকবে গা চুলকাবে তত বড় বৈজ্ঞানিক হওয়া যাবে হাহাহা ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে??

নারিকেল গাছের নিচে বসা যেতে পারে। কারন ইদানিং গাছে থাকা অবস্থায় ডাবের পানি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। 😄
যখন ডাব পরবে তখন দেখবে ভেতরে পানি নেই, তখনই বিশাল চিন্তায় হারিয়ে যাবে। 🤪

Posted using SteemPro Mobile

 5 months ago 

হাহা! এটা খুবই ভালো ছিল ভাইয়া। আমিও দেখছি ইদানীং ডাবের ভিতরে পানি পাওয়া যায় না 😂

 5 months ago 

হা হা 😄
আমিও ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করি।

 5 months ago 

সত্যি বলেছেন ভাই ডাবের পানি গুলো ইদানিং হারিয়ে যাচ্ছে আর যখন এইটা মাথার উপর পড়বে তখন ডাবের ভেতরের পানি কোথায় গেল এটা নিয়ে চিন্তা করতে করতে অনেক বড় বিজ্ঞানী হয়ে যাওয়া যাবে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে?

নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে তুলা গাছের নিচে বসতে হবে। কারণ গাছ থেকে তুলা মাটিতে পড়ে তারপর বাতাসে তুলা উড়ে বেড়ায় লতাপাতা কোন বস্তুর সাথে লেগে থমকে দাঁড়ায়। আবার দেখা যায় তুলা বাতাসের সাথে শূন্যে অনেক উপরে উঠে যায়‌ আবার মাটিতে পড়ে। এসব বিষয় খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে কোন সূত্র বের করতে পারলে নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে পারা যাবে।

 5 months ago 

নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে তেতুল গাছের নিচে বসতে হবে।তেতুল গাছ থেকে মাথায় পড়বে, আর সে কুড়িয়ে নিয়ে খাবে।আর এভাবেই একদিন নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হয়ে যেতে পারবে।🤣😂

 5 months ago 

তেঁতুল মাথার উপরে পড়লে চিন্তা করবেন সেটা পেকে কেন পড়ল কাঁচা অবস্থায় পড়লো না কেন।

 5 months ago 

তেতুলের কথা শুনলেই তো জিভাতে জল চলে আসে। আমার মনে হয় নিউটন তেতুল গাছের তলায় বসে থাকলে আরো বড় বিজ্ঞানী হতে পারতো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

যেহেতু নিউটন বিজ্ঞানী হয়েছে আপেল গাছের নিচে বসে, আর আমরা তো হবো তার চেয়ে বড় ডিজিটাল বিজ্ঞানী তাই আমার মনে তাল গাছের নিচে বসতে হবে।তাল সাথার ওপরে পরলেই নিউটনের চায়তে বড় বিজ্ঞানী হতে পারবে।।।

 5 months ago 

ভাই মজা পাইলাম, আপেল মাথার ওপর পরলে কিছু হবে না বিজ্ঞানী বুদ্ধি বাড়াবে। আর তাল মাথার উপরে পড়লে যে কি বিজ্ঞানী বুদ্ধি বাড়বে সেটাই ভেবে আমি হতাশ।

 5 months ago 

এমন হতে পারে বিজ্ঞানী হওয়ার চেয়ে সোজা উপরে টিকিট কাটার ব্যবস্থা হয়ে গেল। হা হা হা।

 5 months ago 

বাহ্ বেশ দারুন বলেছেন ভাই আমাদেরকে নিউটনের থেকে বড় বিজ্ঞানী হতে হলে তাল গাছের তলায় বসতে হবে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার তো মনে হয় নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে বেল গাছের নিচে বসতে হবে।তাহলে যখনই পাকা বেল মাথায় পড়বে তখন মাথা ফেটে রক্ত বের হবে।তবেই না রক্তের সঙ্গে নানা বুদ্ধি আবিষ্কার হয়ে বের হবে আর এভাবে লড়াই করলেই তো বড় বিজ্ঞানী হতে পারবে।।

 5 months ago 

বেল গাছের নিচে বিজ্ঞানী হওয়ার যুদ্ধে নামবেন তাহলে হা হা হা।

 5 months ago 

ঠিক তাই ভাইয়া, যুদ্ধ ছাড়া আবিষ্কার অসম্ভব।☺️☺️

 5 months ago 

আমারও তাই মনে হয় আপু বেল মাথায় পড়লেই ভালো হবে। মাথাও ফাটবে সেই সাথে বুদ্ধিও খুলবে। দারুন বলেছেন আপু।

 5 months ago 

মাথা ফেটে বুদ্ধি ঝরঝর করে মাটিতে পরবে আপু,হি হি।

 5 months ago 

হাহাহা শুনে বেশ মজা লাগলো দিদি। আবার হাসপাতালেও যেতে হবে ব্যান্ডেজ করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হুম বুদ্ধি মাথা থেকে বের হলেই তারপর হাসপাতালে ভর্তি হতে হবে।☺️

 5 months ago 

নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে??

আমার তো মনে হয় এটার জন্য তাল গাছের নিচে বসা উচিত। তাল অনেক শক্ত, আর পড়লে মাথা ফেটে যাবে🤕। আর মাথার ভেতর থেকে অনেক রকম সূত্র বেরিয়ে আসবে🤯। আর এর ফলেই নিউটনের থেকে আরো বড় বিজ্ঞানী হওয়া যাবে😁।

 5 months ago 

আসলেই তাল পড়লে মাথা একদম খুলে যাবে হা হা হা।

 5 months ago 

আসলেই ভাই তাল পড়ে মাথা ফেটে গেলে সেই মাথা থেকে বেশ ভালো ভালো আইডিয়া আসবে আর তাতেই অনেক বড় বিজ্ঞানী হওয়া যাবে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হিহিহি । এটা আবার বলতে। নিউটনের চেয়ে বড় কোন বিজ্ঞানী হতে হলে তো প্রথমেই প্রেমতলায় বসতে হবে। মানে প্রেম নামক যে ঔষধি গাছ পাওয়া যায় তার নিচে বসবে।

 5 months ago (edited)

প্রেমতলায় গিয়ে দেবদাস হয়ে ঘুড়ে বেড়ালে সব কিছুই বৃথা হয়ে যাবে আপু। তখন কি হবে সেটাই ভাবছি আপু।

 5 months ago 

আরে দাঁত কে বললো প্রেম তলায় গেলে শুধু দেবদাস হয়? রোমান্টিক ও তো হতে পারে?

 5 months ago 

আপু সেই গাছের খোঁজ আমায় একটু দিবেন?? আমি একটু গাছের নিচে গিয়ে বসতাম।

 5 months ago 

আগে আমাকে ওস্তাদ মানতে হবে তারপর দিব। হিহিহি

 5 months ago 

প্রেম নামক ঔষধি গাছের নিচে বসলে তো প্রেমের বিজ্ঞানী হতে হবে আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58320.47
ETH 2367.43
USDT 1.00
SBD 2.45