এবিবি-ফান প্রশ্ন- ৭৬ || মনের কালিমা দূর করার সহজ উপায় কি ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মনের কালিমা দূর করার সহজ উপায় কি ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই । আপনাদের জানা থাকলে , অনুগ্রহ পূর্বক মতামত জানিয়ে দিয়েন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মনকে ভালো করে কালিমা prove করতে হবে। যাতে করে মনে কেউ কালিমা লেপন করে দিয়ে গেলেও সেটা নিমিষের মধ্যে উধাও হয়ে যায়।
সবকিছু সহজ ভাবে মেনে নিতে হবে।সব পরিস্থিতিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেই মনের মধ্য কোনো কালিমার যায়গায় থাকবেনা।
দুনিয়াতে কিন্তু সবচেয়ে কঠিন কাজই সবকিছু সহজ ভাবে মেনে নেওয়া।তার জন্য নিজেকে সাধু ব্যক্তির মতো হতে হবে।
ঠিক বলেছেন দাদা।সহজ ব্যাপারটা সহজ ভাবে মেনে নেওয়াই বড্ডো কঠিন।সাধু ব্যক্তি হতে সবাই পারেনা।
মনের মধ্যে এলইডি বাল্ব লাগিয়ে দিতে হবে তাহলে মনের কালিমা দূর হয়ে যাবে।
গরমে নাকি গরম কাটে, তাহলে কালিতে নিশ্চয় কালি দূর হবে। এরপর প্রথমে আপনাকে সারা শরীরে কালি মাখতে হবে তারপর বুড়িগঙ্গায় ঝাঁপ দিতে হবে, তাহলে মনের কালিমা দূর হলেও হতে পারে, হি হি হি।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, কাটা দিয়ে কাটা তোলার মতো ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে।
মনের কালি দূর করা বেশি কঠিন কিছু না। কুসুম কুসুম গরম পানির সঙ্গে সার্ফ এক্সেল মিলিয়ে চোখ বন্ধ করে খেয়ে ফেলতে হবে। তারপর গায়ের যত শক্তি আছে সব দিয়ে লাফালাফি করতে হবে। তারপর ওয়াশরুমে গিয়ে সব কালি বের করে ফেলবেন।
মেয়েদের মন থেকে আগে হিংসা গুলো দূর করতে হবে। তাহলে মনের কালি দূর হয়ে যাবে।
ঠিক কথা বলেছেন, ভাই মজা পেলাম আপনার উত্তরটা শুনে
মনে মেকাপ লাগাতে হবে নয়তো হারপিক দিয়ে মন ধুয়ে ফেললেই মনের কালিমা দূর হয়ে যাবে। সাথে এক গ্লাস ডিটারজেন্ট গুলে খেলে আরো ভালো হবে। 😅😅
আগে পরীক্ষাগারে গিয়ে জানতে হবে মনে কতটুকু কালিমা জমেছে ।তারপর মনে যত বাতি,ল্যাম্প, হ্যারিকেন,টুনি লাইট আছে সব জ্বালিয়ে দিলেই কালিমা দূর হয়ে যাবে।
প্রথমে মনের মধ্যে হারিকেনের আলো জ্বালিয়ে কালিমাকে বের করতে হবে। তারপর চিমনি দিয়ে বেষ্টনী দিয়ে দিতে হবে যেন কালিমা আর ঢুকে আলো নিভাতে না পারে।🪔
মনের কালিমা দূর করি সব
মনটা করে ভালো,,
ভালো কাজে অংশ নিয়ে
দূর করি সব কালো।
হিংসা বিদ্বেষ ভুলে যাই
করি প্রার্থনা,,
সততা আর নিষ্ঠা কে
জানাই অভ্যর্থনা।
লাগবে না আর ডিটারজেন্ট
কিংবা হারপিক,,
দূর হবে সব কালিমা ছুটবে
দিক বেদিক।♥♥