এবিবি-ফান প্রশ্ন-১৯ || ছেলেরা ৩০ সেকেন্ডেই রেডি হয়, মেয়েদের কেন ৩-৪ ঘন্টায়ও সাজুগুজু শেষ হয় না ?

Fun_Cover-5.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ছেলেরা মাত্র যেখানে ৩০ সেকেন্ডেই রেডি হয়ে বাইরে বেরোতে পারে সেখানে মেয়েদের কেন ৩-৪ ঘন্টায়ও সাজুগুজু শেষ হয় না ?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

আমার নিজেরই জানা নেই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
মেয়েদের ৩-৪ ঘন্টা ধরে সাজুগুজু করার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। মেকআপ এর মাধ্যমে তারা তাদের অরজিনাল চেহারাকে একটু একটু করে পরিবর্তন করতে থাকে এবং এই পরিবর্তন যখন তার অরজিনাল চেহারার ব্যস্তানুপাতিক হয়ে যায় অর্থাৎ পুরো পরিবর্তন হয়ে তার মনে মনে পছন্দ করা ক্রাশ এর মত হয়ে যায় ঠিক সেই সময় তারা মেকআপ করা বন্ধ করে দেয়। তবে সব ছেলেরাও যে ধোয়া তুলসী পাতা এটাও কিন্তু ভুল কথা।
 2 years ago 

মেয়েরা ম্যাগি নুডলস না যে ২ মিনিট এই রেডি হয়ে যাবে 🤪

 2 years ago 

না না না লেজি নুডলস, তাই সময় বেশী নেয় হি হি হি

 2 years ago 

মশলা পাতি একটু বেশি লাগে। তাই তৈরি হতে সময় বেশি লাগাটাই স্বাভাবিক হিহিহি।

 2 years ago 

সেই পুরোনো প্রশ্নটার সার্থকতা আজ পেয়ে গেলাম । মেয়েরা আসলেই কুড়িতে বুড়ি । কুড়ি বছরে চল্লিশ বছরের সময় পার করে ফেলে । এতো ডিলে তারা সব কাজে ।

 2 years ago 

মেয়েরা এভারগ্রিন।
মেয়েরা কখনোই বুড়ি হয় না। নিজের সৌন্দর্যটুকু ধরে রাখতে একটু মেকআপ করে এই আর কি।
সৃষ্টিকর্তা ছেলেদেরকে এইটুকু বোঝার ক্ষমতা দান করুন।

 2 years ago 

বুঝলাম না । এভারগ্রীনদের আবার মেকআপ করে সৌন্দর্য্য কেন ধরে রাখতে হবে ? যে এভারগ্রিন সে অলওয়েজ এভারগ্রিন, মুখে রং না করলেও এভারগ্রিন ।

তবে, ছেলেরা কিন্তু এভারগ্রিন । তাই রঙ চঙ ছাড়াই দিব্যি সুন্দর দেখতে অলওয়েজ । আশিতেও যুবক তারা ।

 2 years ago (edited)

গাছ ও অযত্নে মরে যায়,
পুকুর ও খড়ায় শুকিয়ে যায়,
আর আমরা তো মানুষ।
যত্ন আত্তি তো লাগবেই😜

 2 years ago 

তার একটা লিমিট থাকতে হয় । মেয়েরা লিমিটলেস সাজুগুজু করে ।

 2 years ago 

ভালো জিনিস এর যত্ন আত্তি একটু বেশিই করতে হয়😛

আমি একমত দাদা

গাছ যদি সত্যিই অযত্নে মরে যেত তাহলে প্রাকৃতিক উপায়ে যে বিশাল বনভূমি গুলো গড়ে উঠেছে তাহলে ওগুলোর তো অস্তিত্ব থাকার কথা না। বরঞ্চ গাছকে বেশি যত্ন করলেই তার নিজস্ব অস্তিত্ব হারায়। মেয়েদের মেকআপ করলে ভালো লাগে এটা সত্যি। কিছুটা নিজের আত্মতৃপ্তির জন্য মেয়েরা মেকআপ করে, তবে তারও একটা সীমাবদ্ধতা থাকা জরুরি।
 2 years ago 

ডাহা মিথ্যা কথা, ৩০ সেকেন্ডে কেমনে রেডি হয়?তবে মেয়েদের একটু বেশি সময় লাগে বুঝেনেই তো অমূল্য রতন বলে কথা।অমূল্য রতন না সাজুগজু করলে হয়।তাই নিজের পরিপাটি করতে সময় লাগে।আর ছেলেরা হাজারো ঘষলে ও কোন কিছুই হয় না।কয়লাকে ঘষেই বা কি লাভ।🤪🤪,তাই অযথা চেষ্টা করে না

 2 years ago 

ছেলেরা যদি কয়লা হয় তাহলে মেয়ে মেয়েরা কি হবে? কয়লার নিচে আর কিছু আছে নাকি আমার জানা নাই।

 2 years ago 

ছেলেরা তো আর মেয়েদের মত মেকআপ করে বের হয় না যে সময় লাগবে। মেয়েদের কত কিছু লাগাতে হয় মুখে, চোখে, ঠোঁটে, কানে, নাকে । তা না হলে তো আপনারাই আবার বলবেন মেয়ে দেখতে ভালো না।

 2 years ago 

মেকাপ বেশী করে, দেখতে সত্যি ভালো না, হা হা হা

 2 years ago 

এইটা আমি করি না। এত সময় কই।

 2 years ago 

কিন্তু, ম্যাডাম আমরা তো মেয়ে দেখি না । আমরা ভালো ছেলে !

 2 years ago 

বিয়ের পর মেয়েদের দেখা নিষেধ। দেখলে বউরা পিটিয়ে ভর্তা বানিয়ে দিবে। সেই ভয়ে প্রকাশ্যে দেখেন না। চুপি চুপি ঠিকই দেখেন। নাকে নাকফুল পড়া মেয়েটার মত।

 2 years ago 

সে কে ? তাকে কি আমি চিনি ? নাকে নাকফুল তো সব মেয়েরাই পরে ।

 2 years ago 

কে নাকি মেয়েদের দেখে না। আবার নাকে ফুল পরে চোখ বন্ধ করেই টের পায়।

 2 years ago 

আমি তো আসলেই দেখি না । কিন্তু, এটা জানি যে সব মেয়েই নাকফুল পরে ।

 2 years ago 

বুঝেছি। আপনি খুব ভদ্র ছেলে। শুধু মাঝে মাঝে দুস্টু চিন্তা আসে ঘর ভর্তি ------ এর।

 2 years ago 

ভদ্র অভদ্র সব ছেলেদেরই স্বপ্ন ওটা ;)

 2 years ago 

ছেলেরা মাত্র যেখানে ৩০ সেকেন্ডেই রেডি হয়ে বাইরে বেরোতে পারে সেখানে মেয়েদের কেন ৩-৪ ঘন্টায়ও সাজুগুজু শেষ হয় না ?

কারন ছেলেদের ন্যাচারাল লুক,আর মেয়েরা আটা-ময়দা না ঘষে বের হতেই পারে না।তারপরও ভাবে রাস্তায় বের হলে বিশ্বসুন্দরী হবো তো, সবাই আমার দেখে তাকিয়ে দেখবে তো!এই চিন্তায় আরো ৩-৪ ঘন্টায় ও শেষ হয় না সাজুগুজু করা।

 2 years ago 

একদম সুগঠিত মন্তব্য সত্য কথা প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হি হি,মেয়েদের রহস্য ফাঁস করলাম।😆😆

 2 years ago 

আপু আমার পক্ষ থেকেও অঢেল ধন্যবাদ, সত্য ঘটনা ফাঁস করার জন্য

 2 years ago 

হি হি,😆🤭।

 2 years ago 

একমাত্র আপনি সত্য কথা প্রকাশ করেছেন আপু খুবই ভালো লাগলো।

 2 years ago 

😊☺️

 2 years ago 

বুঝতে পারলামনা আপু । কমেন্ট টা কি অন্য কারো সাজেস্ট করা । পুরাই মেয়ে বিরোধী কমেন্ট হয়ে গেল যে ।

 2 years ago 

অন্যের করা সাজেস্ট হবে কেন ভাইয়া,সত্যটা ফাঁস করলাম আরকি?আমি তো সাজুগুজু করি না ৩-৪ ঘন্টা ধরে তাই।

 2 years ago 

আমরা ছেলেরা ৩০ সেকেন্ডেই শার্ট পরে রেডি হতে পারি। কিন্তু মেয়েরা মুখের উপর বহুতল বিশিষ্ট মেকাপের বিল্ডিং সাজায়। তাই তাদের ৩-৪ ঘণ্টায় ও সাজুগুজু করা শেষ হয় না। 😁😁

 2 years ago 

ছেলেরা সবসময় অরজিনাল ব্যান্ডের মত নিজেকে সকল জায়গায় একি ভাবে উপস্থাপন করে। কিন্তু মেয়েরা চায়না ব্যান্ডের মত সব জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে নিজেকে প্রকাশ করতে চায়, সেজন্য আটা, ময়দা মাখতে মাখতে নিজের চেহারাকে অন্যরকম করে ফেলে, এজন্য তাদের সময় বেশি লাগে সাজুগুজু করতে।🤣

 2 years ago 

হাহাহা আপনি ঠিকই বলেছেন অনেক আটা ময়দা মাখতে হয় তাদের 😆😆

 2 years ago 

বাহ ভালো লজিক দেখিয়েছেন তো, ধন্যবাদ আপনাকে দম ফাটিয়ে আসলাম অনেকক্ষণ আপনার লজিক শুনে।

ছেলেরা সবসময় মেয়েদের তুলনায় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই ছেলেদের রেডি হতে বেশি সময় লাগে না। আর মেয়েদের সাজু গুজু করতে সময় লাগে। কারন তারা সাজু গুজু করে বয়স লুকায়। মেয়েদের বয়স লুকাতে দেরি তো হবেই।

 2 years ago 

ইউনিক কিছু চিন্তাভাবনার ঘটিয়েছেন সত্যিই জেনে ভালো লাগলো।

 2 years ago 

মেয়েদের সাজতে একটু সময় বেশি লাগে কারণ মেকআপ তো আর ৩০ সেকেন্ডে করা যায় না তাই।আর ছেলেরা তো আর মেকআপ করতে পারেনা পারলে তাদেরও সময় লাগতো।ছেলেরা মেকআপ( (যেমন-লিপস্টিক, আইলাইনার,টিপ)করলে তাদের কেমন লাগবে তারা নিজেরা জানে হাহা এটা তাই করেনা।তাই ছেলেরা ৩০ সেকেন্ডে রেডি আর মেয়েরা ৩-৪ ঘণ্টা তেও হয়না।

 2 years ago 

ছেলেরা মেকআপ( (যেমন-লিপস্টিক, আইলাইনার,টিপ)করলে তাদের কেমন লাগবে তারা নিজেরা জানে হাহা এটা তাই করেনা।

আপুমনি এখানে হাসার কিছু নেই কারণ উপরের এই মেকাআপের জিনিসগুলো তৈরি হয়েছে শুধু মেয়েদের জন্য তাই ছেলেদের দেওয়ার প্রশ্নই উঠে না।

 2 years ago 

কারণ মেয়েদের আটা-ময়দা সুজি ছাড়া চলেই না 😁
আটা ময়দা সুজির বস্তা খুলে একটু ফর্সা হবে তাতে তো ৩-৪ ঘন্টা সময় লাগবেই। তাছাড়া মেয়েরা চিন্তা করে যদি একটু আটা ময়দা বেশি না মাখি তাহলে তাকে সুন্দর দেখাবে না আর সুন্দর না দেখালে কোন ছেলে তাদের দিকে তাকাবে না। তারা চায় ছেলেরা তাদের দিকে তাকাবে আর তাই তারা তিন চার ঘন্টা যাবত সময় নিয়ে আটা-ময়দা সুজি মাখে।

 2 years ago 

নিজের চেহারার পরিবর্তন ঘটানোর জন্য এই বুদ্ধি মেয়েদের সত্যিই এটা অবাক করা বিষয়।

 2 years ago 

ভালো বলেছেন ভাই,ভাল্লাগছে😀😀😀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61440.52
ETH 3447.43
USDT 1.00
SBD 2.52