এবিবি ফান প্রশ্ন- ২৩০| পরীক্ষার হলে বসলেই সবাই পড়া ভুলে যায় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্নঃ পরীক্ষার হলে বসলেই সবাই পড়া ভুলে যায় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
পরীক্ষা হলে মানুষ হঠাৎ করে আবেগী হয়ে যায়।জগৎ সংসার থেকে নিজেকে দূরে নিয়ে যায়।তাই সবকিছু ভুলে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কথায় আছে না "অল্প শোকে কাতর,অধিক শোকে পাথর" তেমনি পরীক্ষার চাপে সবকিছু ভুলে পাথর হয়ে যায়।🤣🤣
কারণ,পরীক্ষার হলে বসলেই হাতে প্রশ্নপত্র পেয়ে মাথা গুলিয়ে যায় আর সেটা দেখার পর চোখে সর্ষের হলুদ ফুল ভেসে ওঠে। তাই সবাই পড়া ভুলে যায়।
পরীক্ষার হল মানেই মস্তিষ্কের উপর দিয়ে বয়ে যাওয়া অনেক বড় একটি ঝড়। সেই ঝরে মুখস্ত সকল পড়া ঝরে পড়ে।😎
পরীক্ষা মানেই হচ্ছে নির্মম অত্যাচার। আর এই অত্যাচারে জীবন একেবারে তেজপাতা।
আপনার অনুভূতির সাথে সহমত ভাই।
পরীক্ষার হলে বসলেই পড়া ভুলে যায় টেনসনে।মেয়েদের বাড়ি থেকে বলেদিয়েছে পরিক্ষাই খারাপ রেজাল হলে রিকশা চালকের সাথে বিয়ে দিব। আর ছেলেদের রেজাল খারাপ হলে বলে রিকশা কিনেদিব।সবাই তাদের জিএফ বিএফ দের থেকে আলাদা হয়ে যাবে ভাবতেই পাথর।একারনে পরীক্ষার হলে বসলেই সবাই পড়া ভুলে যায়।
পরীক্ষার আগে পড়ার চাপে ব্রেইন বেচারা বিশ্রাম পায়না। তাই পরীক্ষার হলে রিস্টার্ট নেয়৷কারন এমন নিরিবিলি জায়গা তো আর পাওয়া যায় না৷ এজন্য পরীক্ষার হলে গেলে মানুষ পড়া ভুলে যায়।
আমি পরীক্ষা দিতে পরীক্ষা হলে বসলে সবকিছু ভুলে যেতাম এই একটা ভয়ে, আমাদের রুমে কোন স্যার বা ম্যাডাম গার্ড দিতে আসবে এই ভেবে। সেদিন যদি গার্ড কঠিন পড়তো তাহলে পড়ার কোন কিছুই মাথায় আসতো না আর গার্ড সহজ পড়লে সবকিছু নরমাল ভাবেই যেত। এই জন্য সারা জীবন ধরে পরীক্ষা হলে যাওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করতাম যেন সহজ গার্ড পড়ে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার পূর্ব শর্তই ছিল সহজ গার্ড পড়তে হবে পরীক্ষা হলে।🙂🤪
পরীক্ষার হলে গেলে দুষ্টু শয়তান শুধু মাথায় ঘোরাঘুরি করে। মাথার মধ্যে যত সব দুষ্টুমি চিন্তা ঢুকিয়ে দেয়। এই যেমন ধরেন ভালোবাসার চিন্তা এবং প্রেমের চিন্তা। সব একত্রে একাকার হয়ে রঙিন দুনিয়া দেখতে শুরু করে। আর তখনই সবকিছু মাথা থেকে আউট হয়ে যায় এবং ভুলে যায়।
পরিক্ষা হলে প্রশ্নপত্র মাথা ফাঁকা হয়ে যায়। তখন কেবল বয় ফ্রেন্ড আর গার্ল ফেন্ড এর মুখে মনে পরে ।তাই সব কিছু ভুলে যায়।
পরীক্ষা মানেই বিরাট চাপের ব্যাপার। কে যে আবিষ্কার করছিলো 🤪
তাড়াতাড়ি ঐ চাপের জায়গা থেকে বের হবার জন্য তাড়াহুড়া করতে গিয়ে সব গুলিয়ে যায়।
একেবারে বাস্তব কথা ভাই।
অন্যরা কিসের জন্য পরীক্ষার হলে সব ভুলে যায় তা আমি জানিনা। তবে আমার ক্ষেত্রে হলে গিয়ে যখন দেখি কিছু পরী বসে আছে, তাদের চোখে কি একটা মায়া থাকে সেটা দেখে সবকিছু ভুলে যায়।
হা হা হা 😄
ভাবী জানে ব্যাপারটা 😂
আগে শুনেছিলাম ছেলেরা নাকি পরীক্ষার হলে গিয়েও মেয়েদের প্রেমে পড়ে। আজকে বুঝলাম কথাটা একবারে সত্যি।😅😅
আ -হা ভাই এরকম দৃশ্য কখনো দেখি নাই এত পরীক্ষা দিয়েছে জীবনে। সত্যিই আপনি খুব ভাগ্যবান ভাই।