আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
রোদের মিষ্টি উষ্ণতায়, হৃদয়ের ঐ চোখে
জমে আছে কত অনুভুতির ছন্দমালা,
আমার মনের গহীনে, নিঝুম অন্ধকারে
আলো ছড়ায় তোমার ভালোবাসা।
তুমি আছো হৃদয়ের আয়নায়
তুমি আছো হৃদয়ের কল্পনায়।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার এক ভিন্ন অনুভুতি, হৃদয়ের থাকে শুধু তার আকুতি। শয়নে কিংবা স্বপনে জাগ্রত থাকে শুধু তার কল্পনার অনুভূতি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শীতের কুয়াশার স্নিগ্ধতা, হৃদয়ের ঐ মায়া,
কত আবেগে মিশে আছে স্নিগ্ধতার ছায়া।
হৃদয়ের নীল আকাশের ভেতর সাদা মেঘে,
রংধনু হয়ে ভেসে বেড়াও তুমি।
তুমি আছো আমার ভেতরের গহিনে,
তুমি আছো আমার মনের কোণে।
তুমি আছো আমার আকাশ জুড়ে,
তুমি আছো রঙধনুর সাত রং হয়ে।
বেশ সুন্দর হয়েছে আপু, ভালো লেগেছে লাইনগুলো।
আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো লিখেছেন আপু। ছোট এই অনু কবিতা গুলো পড়তে আসলেই অনেক সুন্দর লাগে।
বৃষ্টির রিমঝিম ধারায়, মনের ঐ জানালায়
উঁকি দেয় কত শত আবেগের কাব্যকথা,
আমার হৃদয়ের কোঠরে, গভীর উষ্ণতা
শীতলতা খোঁজে তোমার ভালোবাসায়।
তুমি আছো হৃদয়ের ক্যানভাসে
তুমি আছো হৃদয়ের উচ্ছাসে।
বাহ! দারুণ মিলিয়েন ভাই, সত্যি ভালো লেগেছে।
খুব সুন্দর হয়েছে ইমরান দা ♥️
অনেক ধন্যবাদ দাদা ♥️
রোদের মিষ্টি উষ্ণতায় খুঁজে পাই
প্রিয় তোমার মিষ্টি হাসি
বারবার বলতে ইচ্ছে করে প্রিয়
তোমায় বড্ড ভালোবাসি।
মনের গহীনের অন্ধকার
আর আমার ভালোবাসা
খুঁজে পেতে চায় অন্ধকারের
মাঝে এক টুকরো আশা।
হৃদয়ের অনুভূতিগুলো আজ ভাষাহীন
মাঝে মাঝে মনে হয় প্রিয়
তুমি ছাড়া হৃদয় যেন প্রাণহীন।
হৃদয়ের আয়নায় ভাসে প্রিয়
আজও শুধু তোমার মুখখানি
বদলে গেছো তুমি আর
আমার করে গেছো অভিমানী।
দারুণ লিখেছেন, পুরো একটা কবিতা হয়ে গেছে হা হা হা।
শরৎ এর শুভ্রতায়, আকাশের নীলিমায়,
জমে আছে শত অনুভূতি তোমায় নিয়ে
আমার ছোট্র কুঠিরে,
আগলে রেখেছি তোমায় যতন করে।
তুমি আছো আমার মহোনায়,
তুমি আছো আমার অব্যক্ত ভাবনায়,
তুমি আছো আমার রক্তের হিমোগ্লোবিনে,
জমে থাকা লাল রঙায়।
মস্তিষ্কের নিউরনে শুধু আকাঁ,
তোমার মিষ্টি মুখখানি।
বাহ্ আপনার অনু কবিতা অসাধারণ হয়েছে ভাই । অনু কবিতার প্রতিটি লাইন ছন্দময় হয়েছে।
তুমি আমার বাঁচার অনুপ্রেনা
হৃদয়ের অনুভূতি।
তুমি আমার শেষ সাধনা
হৃদয়ের আকুতি।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি
অজনায় হারাবো।
দুইজন মিলে রঙিন ঘুড়ি
আকাশে উড়াবো।
বিধাতার অপরূপ এক সৃষ্টি তুমি,
তোমায় পাওয়ার অতন্দ্র প্রহরী আমি।
ভালোবেসে মনি কোঠায় দিও মোরে ঠাই।
তোমার ভালোবাসা পাওয়ার আজও প্রতীক্ষায়।
তুমি আছো রাত্রির নিস্তব্দতায়
তুমি আছো জোছনার আলো ছায়ায়
তোমার স্পর্শে তাই হৃদয় মোর
হয়েছে যে উতালা।।
তোমার বিহনে কি করে থাকি বলো
হৃদেয় যে তোমর প্রেমে মাতোয়ারা+
রাখিবো তোমায় সারাটি জীবন
অসীম ভালোবাসায় বাধিঁয়া।।
আমার সব কল্পনা জুড়ে তুমি ভাসো
হৃদয়ের সব আঙিনার অনুভূতিতে তুমি হাসো,
অন্ধকারের নিঙড়ানো, ধূপছায়ার মেলায়--
মিষ্টি ভালোবাসাগুলি প্রদীপ জ্বালায়।
তুমি আছো অনুভূতির ছোঁয়ায়
তুমি আছো আবেগীত মনের উচ্ছলতায়।
আমার মতো এতো ভালো
কে তোমায় বাসবে বলো,
তোমায় আমি লালন করি
হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
তোমার কল্পনায় বিভোর আমি
শয়নে স্বপনে।
মেঘলা দিনের কাজল কালো আঁখি
মনে আনে দারুন এক প্রশান্তি
রিনিঝিনি বৃষ্টির ধারায়
উতলা মন চায় যে শুধু তোমায়।
তুমি এলে তাই হাজার বীনার সুর
ক্ষনে ক্ষনে বাজে এই মনিকোঠায়।
তুমি আছো আমার জীবন ও মরনে
থাকাবো যে কাছাকাছি শুধুই যে তোমারি।