এবিবি ফান প্রশ্ন- ৪৪০ | প্রেম কেন গোপনে আসে ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেম কেন গোপনে আসে ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রেম গোপনে চুপিচুপি এসে শান্ত মনকর অশান্ত করে তুলে। জীবনটাকে একদম ঝালাফেরা করে দেয়। যার কারণে শেষমেষ যেন বিস্ফোরণ ঘটিয়ে বের হয়ে যায়।তাই প্রথমে চুপি চুপি আসে।
ভাই সুয়েরে মত আসে বট গাছ হয়ে বের হয়ে যায়,হা হা হা।
হ্যাঁ ভাইয়া প্রেমে কিন্তু ঝালাফেরা করে দেয় জীবনটাকে। তারপরও প্রেম করতে সবাই পছন্দ করে।
কারন প্রেম পবিত্র একটি বন্ধন।যা দুটি মানুষের মনকে একত্রে জুড়ে দেয় এইজন্য যাতে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে না যায় সেজন্য প্রেম গোপনে আসে।
ঠিক বলেছেন তৃতীয় ব্যক্তি যেন না আসতে পারে এজন্যই গোপনে হয়।
☺️☺️
হ্যাঁ দিদি প্রেম পবিত্র একটি বন্ধন তাইতো চুপি চুপি আসে দুটি হৃদয়কে একত্রিত করে দেয়।
ঠিক বলেছেন।
আপু তৃতীয় ব্যক্তি যখন আসে তখন প্রেমের বারোটা বেজে যায়। এই জন্য প্রেম গোপনে আসে।
☺️☺️,আমার তাই মনে হয় ভাইয়া।
প্রেম এই জন্যই গোপনে আসে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে।
গণপিটুনি থেকেই বাঁচার জন্যই প্রেম গোপনে আসে 🤣🤣। প্রেম যদি জানিয়ে আসতো তাহলে হয়তো সবাই বেশি বেশি গণপিটুনি খেতো😂😄। তাই মানুষ গোপনেই প্রেম করে😁।
হাহাহা এটা সত্যি বলেছেন আপু গনপিটুনি থেকে বাঁচার জন্যই প্রেম গোপনে আসে। 😁😁😁
আমার তো মনে হয় প্রেম পর্দা করে। তাই গোপনে চলাফেরা করতে পছন্দ করে। 😆
জাক্কাস উত্তর দিয়েছেন আপু,হি হি হি।
আমার কাছে প্রেম কে এক প্রকার চোরই মনে হয়। চোর যেমন চুপি চুপি এসে ঘরের সব কিছু চুরি করে নিয়ে যায়, ঠিক তেমনি করে প্রেমে বেটা গোপনে এসে মনটাকেও চুরি করে নিয়ে যায়। আর জানান দিয়ে এসে প্রেম মার খাবে নাকি? নিজেকে মাইরের হাত থেকে বাঁচানোর জন্যই প্রেম চুপি চুপি আসে।
আমিও ঠিক এটাই মনে করি 😄।
তাই তো মানিকে মানিক চিনে
এটা সত্যি বলেছেন আপু প্রেম চোরের মতই চুপি চুপি এসে সবকিছু চুরি করে নিয়ে চলে যায়। বেশ দারুণ বলেছেন আপু।
পুরান চাল ভাতে বলে।
ঠিক বলেছেন আপু মাইরের হাত থেকে বাঁচার জন্য চুপি চুপি প্রেম আসে।
ঠিক তাই।
প্রেম একটি অকল্পনীয় বন্তু যেটা গোপনে আসতে ভালবাসে। প্রেম দুটি মনকে কখন যে, এক করে দেয় সেটা মনও বুঝতে পারে না। সব কাজগুলি যেহেতু মনের অজান্তে হয়ে যাই বিধায় আমরা খুব সহজে বলতে পারি প্রেম গোপনে আসতেই ভালবাসে।
আসলেই ভাই প্রেম কখন যে, দুটি মন কে করে দেয় সেটা বোঝা যায় না। অনেক সুন্দর বলেছেন।
কি যে বলেন ভাই, প্রেম যদি গোপনে না আসে তাহলে অন্যরা তো ছিনিয়ে নিয়ে যাবে🤭। আর এমনিতেও কেউই চায় না তাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি এসে পড়ুক। আর এইসব কিছুর জন্যই প্রেম গোপনে আসে 🤣😁।
প্রেম গোপনে আসে অনেক কারণে। প্রথমত, অনেক মানুষ প্রেমে পড়তে গেলে সংকোচ বোধ করে, বিশেষ করে যদি সম্পর্কটি সামাজিক বা পারিবারিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। দ্বিতীয়ত, কখনো কখনো প্রেমের অনুভূতি আকস্মিক হয়, যা প্রকাশ করতে ভয় লাগে। তাছাড়া, কিছু মানুষ প্রথাগত বা সাংস্কৃতিক কারণে প্রেমের প্রকাশকে অবাঞ্ছিত মনে করেন। এইসব কারণে প্রেমের অনুভূতি গোপন থাকে।
আমিও আপনার কথার সাথে একমত। ঠিক বলেছেন আপনি।
প্রেম গোপনে আসে সাইলেন্ট কিলার হয়ে আমাদেরকে মারার জন্য। ঢাক-ঢোল পিটিয়ে আসলে তো আমরাই প্রেমকে মেরে ভূত বানিয়ে ফেলতে পারতাম 🤣🤣।