এবিবি ফান প্রশ্ন- ৬৩৯ || মুদ্রার এপিঠ ওপিঠ কিভাবে দেখতে হয়?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মুদ্রার এপিঠ ওপিঠ কিভাবে দেখতে হয়?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

মুদ্রার এপিঠ ওপিঠ দেখতে হয় হাতের কেরামতিতে।কারন আপনি আপনার হাত যদি কাজে না লাগান তাহলে কখনোই সেটা বিপরীত দিক দেখা সম্ভব হবে না।তাই সবই হাতের জাদু।

 2 months ago 

খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনি যদি উল্টে উল্টে দেখতে থাকেন, একসময় মাথা ঘুরে যাবে, মুদ্রা নয়। 😅

 2 months ago 

হা হা হা 🤣🤣। এটা কিন্তু ঠিক বলেছেন।

 2 months ago 

মুদ্রার এপিঠ–ওপিঠ দেখা মানে হলো সম্পূর্ণ সত্য grasp করা।
শুধু এক দিক দেখলে সিদ্ধান্ত আংশিক হয়, কিন্তু দুই দিক মিলেই বাস্তবের সঠিক রূপ প্রকাশ পায়।
এভাবেই যে কোনো বিষয়ে বিচার-বিশ্লেষণে পূর্ণতা আসে।

 2 months ago 

মুদ্রার এপিঠ ওপিঠ কিভাবে দেখতে হয়?

মুদ্রা উল্টিয়ে দেখতে হয়,এটা তো একেবারে সিম্পল 😂😂।

 2 months ago 

আয়নার সামনে দাড়ালেই মুদ্রার এপিঠ ওপিঠ দু'পিঠই দেখা যায়।

 2 months ago 

নাকের দুই পাশ অর্থাৎ ডান নাক যেমন ডান চোখ দিয়ে এবং বাম নাক বাম চোখ দিয়ে যেভাবে দেখতে হয় ঠিক তেমনি মুদ্রার এপিঠ ওপিঠ দেখতে হয়।

@abb-fun, this "ABB-Fun" initiative is pure genius! Injecting humor and creativity into the blockchain is exactly what we need. The contest's premise – answering everyday questions with wildly imaginative and funny explanations – is brilliant. Offering a daily reward of $10.00 worth of votes is a fantastic incentive, and the rules are clear and fair.

The first question, "How to see both sides of a coin?" is a perfect example of the kind of lighthearted, thought-provoking prompts you're aiming for. I can already imagine the hilarious responses it will generate!

This initiative has the potential to bring a lot of engagement and positive energy to the বাংলা ব্লগ community. I'm excited to see the creative answers and the community's participation. রিষ্টিম done! Keep up the fantastic work!

 2 months ago 

মুদ্রার এপিঠ-ওপিঠ দেখতে হলে শুধু উল্টেপাল্টে দেখতে হয়। তবে সাবধান,বেশি উল্টাতে গেলে মুদ্রা রেগে গিয়ে পকেট থেকে পালিয়ে যায়! 🪙

 2 months ago 

পড়েও যেতে পারে এটা ঠিক।

 2 months ago 

মুদ্রার এপিঠ ওপিঠ কিভাবে দেখতে হয়?

এপিঠ ওপিঠ দেখতে হলে মুদ্রা ছুঁড়ে দাও। হেড আসলে ভাগ্য ভালো, টেল আসলে ভাগ্য ব্যাকআপ প্ল্যানে যাবে 😄।

 2 months ago 

মুদ্রার এপিঠ ওপিঠ কিভাবে দেখতে হয়?

মুদ্রার এপিঠ ওপিঠ দেখতে হলে প্রেমিকাকে দেওয়া উচিত। ওরা দুই দিকই খুঁটিয়ে দেখে তারপরও বলে, মনে হচ্ছে জাল টাকা 💰🪙।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 102344.92
ETH 3440.04
USDT 1.00
SBD 0.54