এবিবি ফান প্রশ্ন-২৩৩ | যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কেনো?steemCreated with Sketch.

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

বাঘের ভয়ে বোধহয় সূর্যমামা দ্রুত বিদায় দেওয়ার পরিকল্পনা করে ফেলে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Sort:  
 2 months ago 

একদিন ওমানে ড্রাইভ করতে ছিলাম। হঠাৎ করে দূর থেকে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে, আর আমার গাড়িতে দুইজন বন্ধু ছিল।এ অবস্থায় পুলিশ যদি আমাকে ধরতো তাহলে আমাকে জরিমানা দিতে হতো।তাই দূর থেকে পুলিশ দেখেই আমি বাইপাস রোড দিয়ে ঘুরে চলে গেলাম। অবশেষে যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার আগেই আরেকটি পুলিশের গাড়ি আমাকে ইশারা দিয়ে থামিয়ে দিল। তখন ড্রাইভিং সিটে বসেই সবাই হেসে বলতেছিলাম যেখানে বাঘের ভয় সেখানেই রাত সন্ধ্যা হয়।🤣

 2 months ago 

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কেনো?

আমার একজন বন্ধু আছে, নাম তার জিসান। আমরা যখন হাইস্কুলে পড়তাম, তখন সে প্রায়ই বলতো যে এমন মেয়ের সাথে প্রেম করবো, যার বাবা বিদেশ থাকে এবং বড় কোনো ভাই নেই। যাইহোক কয়েক মাস পরে একটি মেয়ের সাথে প্রেম হয়ে গিয়েছিলো। মেয়ের বাবা ঠিকই বিদেশ থাকতো, কিন্তু মেয়ের বড় ভাইয়ের কাছে ধরা পড়ে সেই বন্ধু ইচ্ছেমতো মার খায় একদিন 😂😂। এটাই হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় 🤣🤣।

বি: দ্র: প্রেমের আগে আমার বন্ধু একজনের কাছে জিজ্ঞেস করেছিল মেয়ের বড় ভাই আছে নাকি, কিন্তু ভুল ইনফরমেশন পেয়েছিল 🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপু এখানে বাঘ দ্বারা গার্লফ্রেন্ডের বাবাকে বুঝানো হয়েছে। যখনই গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্লান করে আর তখনই হবু শশুর বাধা হয়ে দাড়ায়,হি হি হি।🤣🤣🤣

 2 months ago 

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কেনো?

বনের বাঘে খাওয়ার আগেই আমাদের মনের বাঘে খাই। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের কে ভয়েই বাঘের হাতে তুলে দেয় হা হা। এজন্যই যেখানে বাঘের ভয় সেখানে ভয়ে আমাদের চোখই সন্ধ‍্যা নামিয়ে নিয়ে আসে।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

যেখানে বাঘের ভয় সেখানে তো সন্ধ্যা হবেই। কারন বাঘ হচ্ছে এমন একটি প্রাণী যা যেকোনো সময় যেখানে সেখানে চলে আসতে পারে। আমার সাথে একবার একটি ঘটনা ঘটেছিল। আমি বাড়িতে আসার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তখন তাড়াতাড়ি করার কারনে ছাতা নেওয়া হলো না। আর সাইকেলও অনেক দ্রুত চালাচ্ছিলাম। যখন বাড়ির কিছুটা কাছাকাছি আসলাম, তখনই রাস্তার মধ্যে গর্ত থাকার কারণে সাইকেলসহ পড়ে গেলাম। আর তখন বৃষ্টিও খুব জোরে শুরু হয়ে গেলো৷ আর লাইটও বন্ধ হয়ে গেলো। আর তখন এত রাতে রাস্তায় কেউ ছিল না। যেখানে বাঘের ভয় ছিল সেখানে সন্ধ্যা হয়ে গেলো।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বাঘের গর্জনে সবাই ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখে ,এই জন্য যেখানেই বাঘের ভয় দেখা যায় সেখানেই সন্ধ্যা নেমে যায়।

 2 months ago 

সুন্দরী মেয়েকে একজন কালো ছেলের দ্বারা পটানো যেমন মুশকিল তেমনি পাত্তা দিলে ওই কালো ছেলেকে ঘাড় থেকে নামানোও অসম্ভব।যেমন বিপদ এড়াতে চাইলেও সেই বিপদ ঘুরে ফিরে কাঁধে চাপার মতো অবস্থা।তাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।

 2 months ago 

বাঘ দেখে যতই ভয়ে পার হবার চেষ্টা করা যায় না কেন,বাঘ সামনে এসে পরে।আর বউয়ের সামনে যতই সাধু হওয়ার চেষ্টা করা যায় না কেন,বউ ঠিক বাঘের মতোই গোয়েন্দা করে ধরে ফেলে।

 2 months ago (edited)

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কেনো?

বাঘ তো সব জায়গায় থাকে না, তারপরও রাত্রে বেলা পথিক যদি রাস্তা দিয়ে হেটে যায় তবুও সে ভয় পায়। এটা হলো মানুষের সহজাত প্রবৃত্তি। এটি একটা নার্ভের বিষয় এটা আমার কাছে মনে হয়।

 2 months ago 

যে যেই বিষয়গুলো ভয় পায় তার সাথে সেটাই ঘটে।ঠিক তেমনি সন্ধ্যা বাঘকে ভয় পায়।তাই যেখানে বাঘের ভয় আছে, সেখানেই সন্ধ্যার দেখা মেলে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.10
JST 0.031
BTC 41827.39
ETH 2200.95
USDT 1.00
SBD 5.09