আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নীল আকাশে মেঘের ভেলায়
ভেসে বেড়াই রোজ,
নিজের কাজে ব্যস্ত সবাই
কে রাখে কার খোঁজ।

লেখক

@selinasathi1

লেখক এর অনুভূতি:

নীল আকাশের মেঘের ভেলায় কবি মুক্ত মনে ভেসে বেড়ায় রোজ। কিন্তু পৃথিবীর মানুষ এখন এত বেশি ব্যস্ত যে কেউ কারো খোঁজ রাখার সময় পায় না, আর সে কারণে কবির এই আফসোস।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

স্বপ্নপুরীর দেশ মনের কল্পনায়
ভ্রমণ করি-দূর অজানায়,
মানুষগুলো এখন বড্ড বিক্ষিপ্ত
নেই তো কোনো ভালোবাসার তত্ত্ব।
আমরা গল্পগুলো খুঁজে ফিরি
বাস্তবে যে বড়ই বিদারনী।

 2 months ago 

ওয়াও দিদি আপনার অনু কবিতার শব্দগুলো বেশ সমৃদ্ধ। বেশ দারুণ লেগেছে আপনার অনু কবিতাটি।

 2 months ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো দাদা।

 2 months ago 

ওই আকাশ পানে
স্নিগ্ধ সমীরণে
প্রহর গুনে যাই রোজ।
হেলায় তুমি রেখেছো দূরে
অশ্রু জমা পাহাড় গড়েছে
আজ শত অভিমানে
তবু রাখোনি আমার খোঁজ।

 2 months ago 

নিজেকে নিয়ে ব্যস্ত থাকি,
খোঁজ নেব আর কিসে।
তাই তো এই জগত সংসারে,
থাকে সবাই নিজের ব্যস্ততার সাথে।

 2 months ago 

নীল আকাশে মেঘের ভেলায়
ভেসে বেড়াই রোজ,
নিজের কাজে ব্যস্ত সবাই
কে রাখে কার খোঁজ।

স্বপ্নের ঘোরে পৃথিবী দেখি
নিয়ন আলো ধোঁয়াশায় ভাসি
মানুষগুলো বড্ড কঠিন আজ
ভুলেছে যেন মধুর হাসি।

 2 months ago 

আসলেই ভাই মানুষগুলো আজ বড্ড কঠিন হয়ে গেছে দিন দিন ভুলে যাচ্ছে হাসতে। আপনার অনু কবিতাটি দারুন হয়েছে ভাই।

 2 months ago 

মনের আকাশে মেঘ জমেছে
বৃষ্টির আভাস পাই
সময়ের সাথে ব্যস্ত সবাই
নিজেকে গুটিয়ে নিয়েছি তাই।
মেঘলা আকাশ মেঘলা মন
তার প্রতীক্ষায় কাটে সারাক্ষণ,
ফিরবে প্রিয় অপেক্ষায় থাকি
দিবা নিশি কিংবা রোজ,
প্রিয় মনের ভুলে একবারও
রাখলে না তুমি আমার খোঁজ।

 2 months ago 

দিন যায় রাত আসে,
কত স্মৃতি চোখে ভাসে
স্বার্থ শেষে বেলা অবেলায়,
নেইতো কেউ আশেপাশে।

 2 months ago 

বাহ্ ভাই আপনি সবসময়ই দারুণ অনু কবিতা লেখেন আমাদের মাঝে। আপনার অনু কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

 2 months ago 

নীল আকাশে মেঘের সঙ্গে তোমার পাশে বসে
অচীন দিগন্তে হারিয়ে যাবো পাবেনা কেউ খুঁজে!
যান্ত্রিক শহরের ব্যস্ততায় হারিয়েছি কবে!
স্বপ্নগুলো পূরণ হয়নি তোমাকে ঘিরে।

 2 months ago 

শুভ্র গগণের ছায়াতলে বসে
ভাবতে ভাবতে আমার নাইকো হুশ,
ব্যস্ততার দোহাই দিয়ে
নিখোঁজে ডুবে থাকে মানুষ।

 2 months ago 

বন্ধু তুমিও দেখছি দারুন অনু কবিতা লিখেছ।

 2 months ago (edited)

নীল আকাশের মেঘের ভেলায়
আছে পরম সুখ
পৃথিবীতে দুঃখ ছাড়া
পেলাম না কো সুখ ।।

মেঘের ভেলায় ঘুরে ফিরে
মনের মাঝে স্বপ্ন জাগে
স্বপ্নের মাঝে হারিয়ে আমি
নতুন করে বাঁচতে শিখে।।

 2 months ago 

আপু আপনার আজকের লেখা অনু কবিতাটি আমার কাছে বেশ লেগেছে।শুভকামনা আপনার জন্য।

 2 months ago 

শরতের গগনে শঙ্খচিলের বেশে
উড়ি আমি নিত্যদিনে,
সবাই যে আজ ভীষণ ব্যস্ত
রাখেনা খবর কেহ, এটাই চরম সত্য।

 2 months ago 

বেশ ভালো লিখেছেন। পড়ে মজা পেলাম।

 2 months ago 

ছন্দে ছন্দে বেশ দারুণ অনু কবিতা লিখেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68797.43
ETH 3730.18
USDT 1.00
SBD 3.76