আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৫steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

প্যারাময় জীবন আমার
প্যারা নিয়েই বাঁচি,
প্যারা ছাড়া নেই যে আর
কারো জীবন বাকি।
প্যারাময় জীবন আমার
নেই-কো প্যারর শেষ,
প্যারা নিয়েই বাঁচি আমি
মনের আনন্দে বেশ।
রকমারি প্যারা আছে
প্যারার নেই কে শেষ,
বাঁচতে হলে বন্ধুত্ব করো
প্যারার সাথে বেশ।

লেখক

@alsarzilsiam

লেখক এর অনুভূতি:

জীবন সংগ্রামের প্রতিটা সময় ই জীবনকে উপভোগ করে সময়টা কাটাতে হবে হয়তো একসময় সমস্যাগুলো থাকবেনা কিন্তু সেই সময় গুলো হারিয়ে যাবে। তাই শত কষ্টের মাঝেও নিজের জীবনকে উপভোগ করে যেতে হবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

উঠতে প্যারা, বসতে প্যারা,প্যারা উপর নীচে
বলছে যারা নেইকো প্যারা বলছে তারা মিছে।
চলতে প্যারা, বলতে প্যারা, প্যারা আছে সবে
প্যারাই আপন সার্বজনীন সৃষ্ট নিখিল ভবে।

লিখতে প্যারা, শিখতে প্যারা,প্যারা দিনে রাতে
জানতে প্যারা, মানতে প্যারা, অলস চেতনাতে।
অলস এবং অবোধ যারা প্যারাই তাদের সব,
জগত্‍ মাঝে সকল কাজে প্যারাই অনুভব।

 2 years ago 

বাহ্ ভাই আপনার অনু কবিতা ছন্দে ছন্দে একদম মিলে গেছে। এক কথায় অসাধারণ হয়েছে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ বাহ, অসাধারন। ছন্দের সাথে মিল রেখে ভালোই কবিতা লিখেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সবখানেতেই প্যারা আছে
সুখ অথবা দুঃখে,
মনের মধ্যে লুকিয়ে প্যারা
থাকে হাসিমুখে।

প্যারা ছাড়া জীবনযাপন
লাগে না তো ভালো,
কখনও কখনও প্যারার মাঝেও
লুকিয়ে থাকে আলো।♥♥

 2 years ago 

অসাধারন হয়েছে কবিতাটি।

কপাল আমার ভারী মন্দ
সর্বক্ষণ পাই বিষাদের গন্ধ।
চলে যায় প্রেমিকারা আমায় ছেড়ে
আমি পড়ে রই সেই বিষাদের নীড়ে।

জানি এ ভাগ্য বদলাবে না কভু
যতই বলি—কৃপা করো প্রভু
হারতে হারতে ভুলে গেছি আমি হেরে যাওয়ার সব ভয়।
আমার জীবনটা যেমন ছিল তেমনই রয়ে গেলো প্যারাময়।

 2 years ago 

দারুন লিখেছেন দাদা 👌
মাঝে মাঝেই মনে হয় কপালটা বড্ড মন্দ।

মাঝেমধ্যে নারে ভাই, আমার কপাল সবসময়ই মন্দ।😭

 2 years ago 

বাহ ভাই, অসাধারন হয়েছে কবিতাটি।

ধন্যবাদ ভাই। আপনিও কিন্তু খুব সুন্দর অনু কবিতা লেখেন।

Loading...
 2 years ago 

প্যারার সাথে দোস্তি আমার
সকাল বিকাল জমে বেশ
সুখ দুঃখের যাতাকলে
প্যারার হয় না শেষ।
কভু হাসি, কভু কাঁদি
প্যারা নিয়ে আছি বেশ
সময়ের সাথে জীবনের গতিতে
প্যারার দোস্তিতে জীবন শেষ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, প্যারা নিয়েই বাচতে হবে। দারুন ছন্দের মিল রেখে কবিতাটি লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্যারার জীবন মানব জীবন,
প্যারা আছে বেশ,
প্যারা নিয়েই চলতে হবে,
নাইরে প্যারার শেষ।
প্যারার এই দুনিয়ার,
জীবনটাই প্যারাময়,
তাইতো বলি আমি,
প্যারা-কে করে সাথী,
দুঃখ,কষ্ট, বেদনা, ভুলে
সবাই মহা-আনন্দে থাকি।
🤗🤗🤗

 2 years ago 

ছন্দে ছন্দে অনেক ভালো কবিতা লিখেছেন।

 2 years ago 

হুম ভাই ভালো হলেই ভালো লাগে।

 2 years ago 

প্যারা ছাড়া জীবন যেন লবণবিহীন তরকারি
তাইতো জীবনে প্যারা অনেক বেশি দরকারি।
প্যারা আমার আঁধার রাতের চাঁদেরই আলো
তাইতো প্যারা নিয়ে আছি বেশ ভালো।
প্যারা মানে ভালো থাকা, প্যারার নেইকো শেষ
প্যারা মানে মুখে বলা এইতো আছি বেশ।

 2 years ago 

অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আপু। বেশ লিখেছেন।

প্যারা ছাড়া জীবন যেন লবণবিহীন তরকারি
তাইতো জীবনে প্যারা অনেক বেশি দরকারি।

আপনি দেখি উল্টো কথা বললেন আপু। হা হা হা... খুব ভালো লিখেছেন আপু।😂

 2 years ago 

সব জায়গায় খাবার কেন আপু, হাহাহা। কবিতাটি অনেক ভালো হয়েছে।

 2 years ago 

প্যারা নিয়েই বেঁচে আছি,
প্যারা নিয়েই থাকবো।
যতদিন আছি বেঁচে
প্যারা নিয়েই বাঁচবো।

 2 years ago 

জীবনের আর এক নাম প্যারা, ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্যারা নিয়ে ঘুরে বেড়াই দেশের পরে দেশ
প্যারা নিয়ে বাঁচতে হবে বেশ বেশ বেশ
বউয়ের প্যারা, স্বামীর প্যারা কোন কিছু না
যদি থাকে প্যারার মাঝে এক বুক ভালবাসা।।
জীবন জুড়ে থাকবে প্যারা
হৃদয় হবে ঝাররা ঝাররা

 2 years ago 

অসাধারন হয়েছে আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.57
ETH 2439.22
USDT 1.00
SBD 2.34