এবিবি ফান প্রশ্ন- ২৪০ | বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে কত ঘা?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্ন:

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে কত ঘা?

প্রশ্নকারীঃ

@shyamshundor

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো বিয়ে করি নি,তাই অভিজ্ঞতা সম্পন্ন সবার মতামত আশা করছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা এটা ঠিক,তবে বউ ছুলে কত ঘা সেটা বলা যাবে না।বললে পরে কপালে শনি আছে। তবে একটা কথা না বললে নয় আর সেটা হচ্ছে পুরো শরীরে ক্ষত ওষুধ দিব কত? বউ ছুলে এই অবস্থা হয় আর কি।🤣🤣 আমি কিন্তু কিছু বলিনি।🤭🤭

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনি কিছু বলেন নাই শুধু লিখছেন আরকি। বললে তো শব্দ শুনতে পেতাম 😃😁।

 2 years ago 

🤣🤣🤣💐💐

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই যেটা বলেছেন ভুল করেও আর বলিয়েন না। ভাবি দেখলে অবস্থা খারাপ করে দেবে 🙃 সাবধানে থাকবেন ভাই আপনার জন্য শুভকামনা রইল 😍

 2 years ago 

হাহাহহা।।।আমি তো কিছু বলিনাই ভাই।শুধু একটা প্রবাদ বললাম আর কি।🤣🤣🤣

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে কত ? তা যদি বলি তাহলে বাসায় রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। বাসায় সাইক্লোন ঘূর্ণিঝড় সৃষ্টি হবে । আমি চাইনা বাসায় অসময়ে ঝড় তুফান আরম্ভ হয়ে নৌকা ডুবে যাক। তো শুধু বলছি বউ ছুলে ঘা আনলিমিটেড। যার কোন হিসাব নেই। কখন ছুলে কত ঘা সৃষ্টি হবে তা হিসাব করে বলা একেবারে সম্ভব নয়।

 2 years ago 

এখানে বললে কি সমস্যা? ভাবি কি এখানে আছে? আরে আমরাই তো শেয়ার করুন।

 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা।

 2 years ago 

বৌ ছুলে হাসপাতালে এডমিট হয়ে সারা জীবন কাটাতে হবে আরকি।তাই বৌকে উত্তেজিত করবেন না।

 2 years ago 

আপু সবাইকে সতর্ক করে দিলেন নাকি। এখন তো ভয়ে কেউ আর বিয়েই করবে না।😅😅

 2 years ago 

বউ ছুলে সিউর ছয় সাতে বেয়াল্লিশ ঘা। বউয়ের ঘা পুলিশের ঘা থেকেও মারাত্বক। বিবাহিতরা বেশি ভালো বুঝবে এ ব্যাপারে 🫢

 2 years ago 

আপনি কি করে বুঝলেন বউয়ের ঘা পুলিশের ঘা এর থেকে মারাত্মক। ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে ভাইয়া।😅😅

 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে কত ঘা?

বউ ছুলে এতো ঘা হয়, যে পরবর্তীতে ক্ষত স্থানে মলম লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে যেতে হয়। তারপর টাকা দিয়ে রোজ চুক্তিতে কামলা ভাড়া করে ক্ষত স্থানে মলম লাগাতে হয়🤣🤣। এবার বুঝেন কি ঠ্যালা সামলাতে হয়😂😂।

Posted using SteemPro Mobile

 2 years ago 

😂😂

 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে কত ঘা সেটা হিসাব করতে কম্পিউটার লাগবে। কারন হাতে গুনে শেষ করা যাবে না,হা হা হা।😃😃😃

 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা, আর বউ ছুলে পুরোই ঘা ঘা একটা ব্যাপার 🌚। কোথায় স্বাভাবিক দাগহীন বডি সেটাই খুঁজে পাওয়া যাবে না আর কোনোদিন 🌚।

 2 years ago 

আরে আপু এভাবে ভয় দেখালে তো সবাই বিয়ে করার আগেই দৌড়ে পালাবে। 😅😅

 2 years ago 

আপু, বিয়ের পরে দৌঁড়ে পালানোর থেকে বিয়ের আগেই শুনে পালাক তাও ভালো,😂😂😂।

 2 years ago 

হ্যাঁ দিদি রাক্ষুসে বউ ছুঁলে তো এরকম ঘা ঘা ব্যাপার হবে 🫢

 2 years ago 

তবে প্রথমেই ঘা ঘা ব্যাপার হয়ে গেলে কিন্তু ভালো ,পরে আর ছোঁয়ার চান্স পাবে না।😂😂😂

 2 years ago 

হ্যাঁ পরে তো নার্স ছুয়ে দেখবে 🤓😎🙃

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাঘে ছুলে ১৮ ঘা,পুলিশ ছুলে ৩৬ ঘা,কিন্তু বউ ছুলে শুন্য ঘা। কারণ বউ ছুলে ঘা হবে না, বরং যতো ঘায়ের দাগ থাকবে সব সেরে যাবে।

 2 years ago (edited)

এতই ঘা হবে যে একসাথে কবরের স্থান ও শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাবে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সহমত।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113887.13
ETH 4347.72
SBD 0.86