এবিবি-ফান প্রশ্ন-৯১ || চোরে-চোরে কেন মাসতুতো ভাই? ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
চোরে-চোরে কেন মাসতুতো ভাই ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি কিছুই বলতে চাই না, শুধু মজার মজার উত্তর গুলো দেখতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারন একজন চোর-ই বোঝে আরেকজন চোরের দুঃখ, কষ্ট ও গণপিটুনি খাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে।যেটি নিজের ভাইয়েরা ও বোঝে না, তাই তারা একে অপরের সহযোগী থেকে মাসতুতো ভাই।
কথাই তো বলে😛রতনে রতন চেনে। আর মানে চিনে কচু। তাইতো চোরে চোরে মাসতুতো ভাই। কারণ মাসতুতো ভাই না হলে তো বড় বড় চুরি করতে পারবে না। আবার চোরে-চোরে মাসতুতো ভাই যদি না হয় তাহলে তো , গার্লফ্রেন্ড এর মন পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে ঘরের অশান্তি দূর করার জন্য চোরে-চোরে মাসতুতো ভাই হওয়া লাগে। এতে করে ঘরের বউয়ের সন্দেহ থেকে দূরে থাকা যায়। হাহাহাহাহাহাহা।
ছোটবেলা থেকে মামা বাড়িতে বেশী যাওয়ার কারলে মামাতো ভাইয়ের সাথে মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। আর সেই মামাতো ভাইয়ের নিয়ে চুরি করতে গিয়ে ধরা খাইছিলো তারপর থেকেই লোকজন এ" চোরে-চোরে মাসতুতো ভাই" এই প্রবাদ বলা আরম্ভ করে।
আপু চোরে-চোরে মাসতুতো বোন হলে তো অনেক জামেলা হয়ে যেত। কারন মেয়েরা কারো সাথে কোন কিছু হলেই তার সকল গোপন তথ্য ফাস করে দেয়, তারা পেটের ভিতরে তথ্য রাখতে পারে না। যার কারনে চোরে-চোরে মাসতুতো বোন না হয়ে চোরে -চোরে মাসতুতো ভাই হয়, হি হি হি।😜😜😜😜
সব দোষ সেই দুই চোরের মায়ের। তারা দুই বোন ছিল আর তাদের কোন ভাই ছিল না। বাবার দিকের আত্মীয়দের থেকে মায়ের দিকের আত্মীয়দের দিকে বাচ্চাদের বেশি টান থাকে, তাই কিছু হলেই বাবারা বলে মামার মত হইছে,কিন্তু এক্ষেত্রে মামা নাই,মাসি কেও চোর বলা যায়না।তাই বেচারা মাসতুতো ভাই ফেসে গেছে।দুই বোনের হাজবেন্ড তাদের ছেলে কোন দোষ করলেই আরেকজনের ছেলের উপর দোষ চাপাত।সেখান থেকেই আসছে চোরে চোরে মাসতুতো ভাই।
একজনের অন্যায় কাজে আরেকজন সহযোগিতা করলে বা সায় দিলে তাদের একজনকে আরেকজনের সহযোগী বুঝাতে চোরে মাসতুতো ভাই হয়ে যায়।
ভাগ্নের উন্নতিতে মামা মামী যাতে রেগে না যায় তাইতো তাদের ছেলেকেউ সাথে চুরি বিদ্যা শিখিয়ে দিয়েছে।🤪🤪🤪
সকাল সকাল প্রশ্ন দেখেই হাসি পাচ্ছে 😂। চোরে চোরে মেসতেতো ভাই না হয়ে খালাতো ভাই হওয়ার দরকার ছিল। চুরি করার পর অর্ধেক ওর আর অর্ধেক আমার 😂
চোরের কদর একমাত্র চোরই করতে পারে এজন্য চোরে চোরে মাসতুতো ভাই।
চোর বলে নিজের মাসতুতো ভাইরা ত্যাগ দিয়েছে সেই কারণে অন্য চোরেদের মাসতুতো ভাই বানাতে হয়েছে।
চোরে-চোরে মাসতুতো ভাই কারণ মাসুদ এখন ভালো হইনি .
একটা চোরের ইশারা ইঙ্গিত আরেকটা চোর এ বোঝে। কারণ তারা মাসতুতো ভাই খালাতো ফুফাতো ভাই হলে কি আর বুঝত। এটাই হলো মাসতুতো ভাইয়ের পাওয়ার। তার জন্য তো চোরে চোরে সবসময় মাসতুতো ভাই হয়ে থাকে।
চোরদের মনে হয় খালা, ফুফু ও চাচা নেই কিন্তু মামা আছে তাই তো মাসতুত ভাই😜😜।
চোরে চোরে মাসতুতো ভাই, চোরের সাক্ষী কেহ নাই।
এটা একটা প্রবাদ বাক্য, আর এই বাক্যটা আমরা সচরাচর ব্যবহার করি যে কোন খারাপ মানুষের ক্ষেত্রে। যারা দিন দুপুরে মুখোশ পরে ঘুরে বেড়ায় ভালো মানুষের রূপে, অন্ধকার জগতে তারা একে অপরের মাপতুতো ভাই।
মনে হয় চোর এমন একজনের বাড়িতে চুরি করতে গিয়েছিল সেও চোর। তারপর থেকে দুজনে একসাথে চুরি করে। এজন্যই তো বলা হয় চোরে চোরে মাসতুতো ভাই।
কথায় বলে না মনে মনে একমন, তাই চোরের হৃদয়ের ব্যথা চোরই একমাত্র ভালো বুঝতে পারে, তাইতো একে অপরের ভাই হয়ে যায়, হা হা হা।
বলে না মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, মামাতো ভাইয়ের সাথে গিয়ে ধরা পড়লে মামা ঠেকিয়ে দেবে তাই তো চোরে চোরে মাসতুতো ভাই।