এবিবি ফান প্রশ্ন-২০৯ | মনের মানুষকে কোনো রূপেই কেনো কখনো অসুন্দর লাগে না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মনের মানুষকে কোনো রূপেই কেনো কখনো অসুন্দর লাগে না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এই প্রশ্নের উত্তর আসলে আমি নিজেও খুঁজচ্ছি!পেলে জানাবেন কিন্তু।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কথায় আছে-"প্রীতির পেত্নী ভালো হেসে কথা কয়"।তো মনের মানুষের শত দোষ গুন থাকলেও অন্ধ প্রেমের নেশায় সেগুলো চোখে ধরা পড়ে না।এইজন্য তাকে কোনো রূপেই কখনো অসুন্দর লাগে না।
মনের মানুষ বলতে আমি বুঝি ভালোবাসার মানুষ। প্রকৃত ভালোবাসা সব সময় সুন্দর ও পবিত্র হয়ে থাকে। পবিত্র কোন কিছু সব সময় সুন্দর ও ভালোলাগার হয়ে থাকে। তাই আমি বলতে পারি মনের মানুষ সব রূপে অসুন্দর লাগে না।
মনের মানুষ টা সুন্দর না হলেও সুন্দর বলতে হয় আপু। এই রূপের প্রশংসা না করলে মনের মানুষ, অন্যের মনের মানুষ হতে সময় লাগবে না 🤣🤣। এই ভয়ে মনের মানুষকে কখনো অসুন্দর বলা যায় না , সে সব সময়ই অনেক অনেক সুন্দর🤭🤫🤫।
মাঝে মাঝে সত্যটাও মুখ বুজে সহ্য করতে হয়। তাই তো ভয়ে কেউ আর অসুন্দর বলে না। 😅😅
ঠিক কথা বলেছেন আপু।
এই বিষয়ে একটা উদাহরণ দেয় আপু, এক ব্যাক্তিকে বলা হয়েছিল জুলেখার তুই কি দেখেছি? তখন ঐ ব্যাক্তি বলেছিল, আমার চোখ যদি তোমার চোখে লাগিয়ে দিতে পারতাম, তাহলে তুমি বুঝতে জুলেখার আমি কি দেখেছি।
ভাই আপনার উদাহরণটা বেশ দারুন ছিল! পড়ে বেশ ভালো লাগলো।
মন টা তো নিজের,আর মনের মধ্যে থাকা মানুষ সেটাও তো নিজের।আর নিজের কোনো কিছুই অসুন্দর লাগেনা।নিজের সবকিছু পারফেক্ট লাগে সবসময়।এজন্য মনের মানুষকে কোনো রূপে অসুন্দর লাগেনা।😊
মনের মানুষ বলে কথা অসুন্দর লাগতেই পারে না। যদি কালোও হয় তখনও সংজ্ঞা চলে আসবে কালো গলার মালা। তবুও অসুন্দর লাগবে না এটাই ভালোবাসার পাওয়ার।❤❤
আপু আমার বলার কিছু নেই, আজ পর্যন্ত এমন সমস্যার সম্মুখীন কখনো হতে পারি নাই কখনো হলে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ প্রশ্নের উত্তর হিসেবে এই ছবিটি শেয়ার করলাম আমাদের সেই মহাপ্রেমিকাদের ছবি।
Source
এনাদের সাথে দেখা হয়ে বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত বিষয়টি না জানাই থাক।
ওই যে বললেন মনের মানুষ, নিজের মনটা তো সুন্দর সেই মনের মানুষটাও সুন্দর ই হওয়ার কথা।আমাকে তো সব রুপেই মানায় তবে মনে থাকা মানুষটিকে ও সব রুপে মানাবে না কেন। তাইতো তাকেও সবকিছুতেই মানায়।অসুন্দর লাগার চান্স ই নেই।
যখন কেউ মনের মানুষ হয়ে যায় তার সবকিছুই তো সুন্দর লাগার কথা।অসুন্দর লাগার কথা নয়।আর অসুন্দর হলে তো সে মনের মানুষ হতো না।
মনের মানুষ থাকে হৃদয়ে আর যে মানুষটি হৃদয়ে জায়গা পায় সে যেমনই হোক তার কাছে সুন্দর লাগে সেটাই তার রাজ্যের রানী।
মনে এতো প্রেম 🙂
প্রেম মানেনা কোন বাধা প্রেমের বয়স শেষ নীরবে বাংলাদেশ। 🤩🤩😛