এবিবি-ফান প্রশ্ন-৯০ || প্রকৃত মানুষ হওয়ার মূল মন্ত্র কী ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রকৃত মানুষ হওয়ার মূল মন্ত্র কী ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার ভীষণ জানতে ইচ্ছে করলো, তাই প্রশ্নটা করো বসলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা।মোটকথা,নিঃস্বার্থভাবে মানুষের উপকার সাধন করা।
জি ভাই ঠিক বলেছেন নিঃস্বার্থ ভাবে মানুষের উপকার করা ৷কিন্তু সত্যি বলতে বর্তমান সমাজে এক ফোটা তা চোখে পড়ছে না ৷
জি ভাই সেটা ও ঠিক বলেছেন ৷ প্রকৃতি মানবতার মানুষ আছে বলেই পৃথিবী টা ভারসাম্য টিকে আছে ৷
মান এবং হুশ এই দুটো জিনিস থাকা অত্যন্ত জরুরি।
১.বউ এর রুপ আর রান্নার খুব করে তারিফ করতে হবে। তা দেখতে আর খেতে যেমনই হোক😁😁😁
২।পৃথিবীতে সবথেকে ভালো মা বাবা তার মা-বাবা। সবথেকে সুখী ফ্যামিলি তার আপা দুলাভাই এর😂😂।
৩. পৃথিবীতে সব থেকে দজ্জাল শাশুড়ি তার নিজের শাশুড়ি। সবথেকে খারাপ বৌমা তার ভাবি।
এই কথাগুলো কচি করে আপনার বউকে বলে দিন।
আর এটাই হল পৃথিবীর প্রকৃত মানুষ হওয়ার মূল মন্ত্র দেখবেন চারিদিকে কয়েকদিনের মধ্যে আপনার প্রশংসা ছড়িয়ে পড়বে।😁😁😁
যাদের বউ নেই তারা বোধহয় আর প্রকৃত মানুষ হতে পারল না 😅। কি দুঃখ হচ্ছে তাদের জন্য। যাই হোক ভাইয়া ভালো ছিল আপনার উত্তর।
যাদের বউ নেই তারা তো এখন পর্যন্ত প্রকৃত মানুষই হতে পারে নাই, তারা মূল মন্ত্র কোথা থেকে পাবে।
এতদিন কোথায় ছিলেন ভাই। বুকে আসেন, কুলাকুলি করি।😁😁😁
ভাই অনেকদিন পর সত্য কথাটা মুখ ফোকসে বের হয়ে গেছে।
আসেন ভাই বুকে 🤝
প্রকৃত মানুষ হতে হলে সবার আগে অমানুষ খুজে বরে করতে হবে । তারপর দেখতে হবে তার সাথে আপনার কতটুকু মিল আছে ।মিলের জায়গা গুলো অমিল করতে পারলেই আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। খুব সিম্পল হাহাহা।
অন্যের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে হবে এবং দিন শেষে নিজে লুকিয়ে কাঁদতে হবে ।
মানুষের মধ্যে মানবিক গুণাবলী থাকবে হবে এবং মানবতার কাজে নিজেকে বিলিয়ে দিতে হবে,আর সেটাই পকৃত মানুষ হওয়ার মূল মন্ত্র।
মানবতার কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে এবং সবসময় মানুষের মঙ্গল কথা চিন্তা করতে হবে। নিজের সুখের কথা না ভেবে অন্যকে সুখে রাখার চেষ্টা করতে হবে।
প্রকৃত মানুষ হতে হলে প্রকৃতি (কোন মেয়ের নাম না 😜) কে ভালবাসতে জানতে হবে ।
কি বলেন ভাই তাহলে তো বেচে থাকা কঠিন হয়ে পরবে ৷
ভাইয়া আজ থেকেই প্রকৃতিকে খুজা শুরু করবো। দেখি খুজে পায় কি না।😜😜
প্রকৃত মানুষ হতে হলে হিংসা কমাতে হবে, আর এই হিংসা মেয়েরা বেশি করে। তাই মেয়েরা যদি হিংসা কমিয়ে দেয় এবং মেকআপ করা কমিয়ে দেয়। সৌন্দর্যের দিকে পাগল না হয়। যায়তাহলেই প্রকৃত মানুষ হয়ে যাবে।
মেয়েদের কথা এভাবে তুলে ধরলে আপনার উপর সব মেয়েরা রাগ করবে কিন্তু ভাই। 🤔
প্রকৃত মানুষ হতে হলে দিনরাত ঘুমাতে হবে। কারণ ঘুমিয়ে গেলে মানুষ কারো কথা শুনেও না কাউকে কিছু বলেও না। 🤪🤪🤪
আপু আমি অত্যন্ত বেশি পরিমাণে ঘুমাই আমি তাহলে একজন প্রকৃত মানুষ হি হি 🤣🤣।
এটা আপনি ঠিক বলেছেন আপু। এখই ঘুমিয়ে পড়লাম।😂😂