আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতা আসর -১২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
স্বপ্নের মাঝেই মৃত্যু আমার, স্বপ্নেরাও তাই মৃত,
ভাঙা খেলাঘর ছাড়ার বেলায় মন ছিল বিষণ্ণ ।
মৃত্যুর পরে সব মরে গেলেও ভালোবাসা মরে না
তোমার বিরহ মৃত্যুর পরেও, ভোলা তো গেলো না ।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
ভালবাসা কখনো মরে না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মরেনি ভালবাসা মোর
মরেছে শুধু দেহ,
ভালবেসেছি তোমায় জীবনভর
জানল না তা কেহ।
বুঝলে না মোর ভালবাসার মর্ম
হয়েছ শুধু পর,
ভালবাসা আছে স্মৃতিতে
রয়ে সে অমর।
মনের গহীনে রেখেছি লুকিয়ে দেখবে না তো কেউ,
তোমার বিরহে রাতের আঁধারে মনের সাগরে উঠে ঢেউ।
কষ্টের পাহাড় গড়েছে এ বুক, তোমার জন্য কাঁদে মন,
মানুষ মরলেও ভালোবাসা মরে না,থাকে আজীবন।
স্বপ্নের মাঝে বিভোর আমি, স্বপ্নেই যায় হারিয়ে।
ভালোবাসার নেইকো মৃত্যু, দাওনা দুহাত বাড়িয়ে।
হৃদয়ের গহীনে উঁকি মারে, একটুখানি ভালোবাসা।
তুমি না চাইলেও বিভোর থাকি, আবেগের ভাষা।
চিরন্তন সত্যি, ভালোবাসার কোনদিন নেইকো মৃত্যু।
আমরা মরে গেলেও, ভালোবাসা ছড়িয়ে থাকবে সত্যি।
মৃত্যু আমায় ভোলাতে পারেনি তোমার ভালোবাসা
স্বর্গ থেকেও বেশি সুখ দিয়েছে তুমি আমায়
অঘোর ঘুমে মৃত্যু আমার মৃত হয়েই থাকি
কি করে আমি ভুলে যাব ওগো প্রিয় মোর সাথী।
স্বপ্নে আমার তুমি ছিলে,,থাকবে চিরদিন
স্বপ্ন যদি মরেও যায়,,তুমি হবে না বিলীন।
তুমি আমার প্রেম ওগো, আমার ভালোবাসা
মরার পরেও থাকব পাশে, এটাই মনের আশা।
♥♥
মানুষগুলো ঠিক যায় হারিয়ে দূর অজানায়
আবেগগুলো ঠিক রয়ে যায় হৃদয়ের গভীরতায়
ভালোবাসা কি মুছে যায়? হৃদয়ের আবেগ কি ডুবে যায়
সম্পর্ক কি শেষ হয়? হৃদয়ের বন্ধন কি বিচ্ছিন্ন হয়
ভালোবাসার রেশ থাকে হৃদয়ে থাকে বহুকাল
তুমি থাকো কিংবা নাই থাকো, প্রেম থাকে চিরকাল।
তোমায় নিয়ে সাজাতে চেয়েছি সাধের খেলাঘর
মৃত্যু এসে দুয়ারে দাঁড়িয়ে আমায় করল পর
তবুও আমি ভালোবাসবো মৃত্যুরও পরে
আমার সব ভালোবাসা শুধুই তোমার তরে।
চমৎকার ছিল আপু খুব ভালো লেগেছে আপনার লাইনগুলো ভালো থাকবেন
সুখের মাঝেই দুঃখ আমার, দুঃখেরাও করে খেলা,
ভালোবাসায় ব্যর্থ আমি জীবন সাজের বেলা।
ভালোবাসার মানুষ ছেড়ে গেলেও ভালোবাসা হারায় না,
তোমার বিরহে জ্বলছে হৃদয় , জীবনে ছড়িয়েছে বেদনা।
মন আজ কালো মেঘে ছেয়ে গেছে অবেলায়,
বিষণ্ণ মনে তাই স্বপ্নেরা পাড়ি জমিয়েছে পরপারে।
ভালোবাসাগুলি হলো তাই চিরতরে সতেজ-প্রাণবন্ত,
না ফেরার দেশে গিয়েও তোমার অভাব রইয়ে গেল অক্ষুন্ন।
আজ আমি এক অসহায় প্রেমিক‚
তোমাকে ভালোবাসার স্মৃতি‚
বহন করে চলেছি বছরের পর বছর।
জানি এই চলার কোনো শেষ নেই।
অনন্তকাল ধরে তোমার স্মৃতি‚
বয়ে বেড়াতে হবে আমাকে।
ঠিক যেভাবে‚
মরুভূমি নিজের বুকের মাঝে বয়ে বেড়ায়‚
মৃত সমুদ্রের শেষ চিহ্নটুকু।