এবিবি-ফান প্রশ্ন-৭৩ || ভালোবাসা জ্বালাময়ী কেন ?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভালোবাসা জ্বালাময়ী কেন ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে স্বেচ্ছায় উত্তর দিতে পারেন । আমি অপেক্ষায় থাকলাম আপনাদের উওরের ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 months ago 

ভাই গ্লোবাল ওয়ার্মিং এর কারনে বিশ্বের সবকিছুর টেম্পারেচার বেড়ে গেছে তাই ভালোবাসাও জ্বালাময়ী হয়ে গেছে।

 8 months ago 

হাহাহা বেশ ভালই বলেছেন ভাই ।

 8 months ago 

যত জ্বালা তত প্রেম, তাই ভালোবাসা এত জ্বালাময়ী।

 8 months ago 

বাপ রে সেই গোছানো উওর দিয়েছেন তো ।

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া। 🙏

 8 months ago 

ভালোবাসা জ্বালাময়ী কেন ?

ভালোবাসায় ঝাল বেশি আর ঝাল বেশি থাকলে জ্বালা তো হবেই।

 8 months ago 

শুরুতেই হাসলাম । মাঝ রাতে যখন সিলকেশন করতে বসলাম, তখন নামটা আপনার নিয়েই ফেললাম। শুভেচ্ছা রইল।

 8 months ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।❣️❣️

 8 months ago 

লোকে বলে ফাগুন মাসে মনে রং ধরে মানে আরকি ভালোবাসা হয়।এখন যা গরম পরেছে কোনটা কি মাস বোঝার উপায় নেয়।সব মাসেই গরম। আর গরম মানেই জ্বালা।তাই ভালোবাসাও এখন জ্বালাময় হয়ে গেছে।

 8 months ago 

তারমানে ফাগুন আসে আগুন ঝরে । যথার্থ বলেছেন। ভালো লাগল আপনার উওরটি ।

 7 months ago 

ধন্যবাদ।

 8 months ago 

আসিফ আকবর এর এই গান শুনেছেন?

জ্বালা জ্বালা জ্বালা এই অন্তরে
জ্বালা জ্বালা জ্বালা মনের ভিতরে।

তো যেই মন দিয়ে ভালবাসবে সেই মনেই যদি জ্বালা থাকে তাহলে ভালবাসা জ্বালাময়ী হবে না ত কি মধুময়ী হবে?

 8 months ago 

আফিস আকবরকে টেনে নিয়ে আসলেন । ভালোই ছিল আপনার যুক্তি ।

 8 months ago 

ভালোবাসা অনেকটা লবণের মত। লবণ ছাড়া তরকারি যেমন পানসে তেমনি বেশি লবণ দিলে তিতা লাগে। তেমনি ভালোবাসা বেশি হয়ে গেলে মধুর থেকে জ্বালাময়ী হয়ে যায়। সবাই মেপে মেপে ভালোবাসবেন।🤪🤪🤪

 8 months ago 

ভালোবাসা মুদ্রার এপিঠ আর ওপিঠ এর মত।এক পিঠে ভালোবাসা থাকে অন্য পিঠে জ্বালা থাকে। তাই ভালোবাসার মুদ্রার পিঠ যখন বদলে যায়। তখনই জ্বালা শুরু হয়ে যায়। ভালোবাসা তাই জ্বালাময়ী।

 8 months ago 

ভালোবাসার সুখ আছে
তাই আছে জ্বালা,,
সুখ-দুঃখ পাশাপাশি
বলেছিলেন খালা।

ভালোবাসা জ্বালাময়ী
সুখ আছে তাই,,
সুখ-দুঃখ মিলেই মোদের
বেঁচে থাকা ভাই।
♥♥

 8 months ago 

ভালবাসার জন্য প্রয়োজন গার্লফ্রেন্ড। আর গার্লফ্রেন্ড হল জ্বালাময়ী।তারা বয়ফ্রেন্ড কে জ্বালিয়েই মজা পায়। তাই ভালবাসা এত জ্বালাময়ী।

 8 months ago 

জ্বালাময়ী আমার কাছে মনে হয় না। হা হা

তবে ভাল বাসায় সবসময় মরিচ সহ রান্না হয় বলে ভাল বাসাতে জ্বালা থাকাটা স্বাভাবিক

 8 months ago 

ভালোবাসা যে আগুন, আগুন নিয়ে খেলব আর ছ্যাঁকা খাব না তা তো হবে না। ছ্যাঁকা খেলে জ্বলবেই। তখন বার্নলেও সেই জ্বালা কমবে না। তাই একা বোকা থাকাই ভালো।

 8 months ago 

ভাসোবাসায় একটু বেশিই মরিচ থাকে তাই ভালোবাসা এতো জ্বালাময়ী ৷

 8 months ago 

ভালোবাসা না পেলেও জ্বালা
ভালবাসলেও জ্বালা
ভালোবেসে বিয়ে করলেও জ্বালা
ভালোবেসে সংসার করাটা আরো বড় জ্বালা।
সব জ্বালার সমন্বয়ে ভালোবাসা জ্বালাময় হয়।

 8 months ago 

ভালোবাসা মূলত কোনো এক রমণীকে কেন্দ্র করেই হয়। আর যেখানে মেয়ে মানুষের উপস্থিতি আছে সেখানেই ঝামেলা আছে আর এই জন্যই ভালোবাসা জ্বালাময়ী হয়।

 8 months ago 

যেখানে মেয়ে মানুষের উপস্থিতি আছে সেখানেই ঝামেলা আছে

আপনাকে তো এই গ্রুপ এর মেয়েরা পেটাবে ভাই। হা হা হা...

 7 months ago 

হা হা হা
আমি দাদার সান্নিধ্যে যাব।

 7 months ago 

বাহ বেশ চমৎকার একটি উত্তর দিয়েছেন অনেক ভালো লাগলো

 8 months ago 
ভালোবাসার প্রকৃত স্বার্থকতা কিন্তু প্রিয় মানুষকে পাওয়ার মধ্যে নয়। বরং না পাওয়ার মধ্যে। কারন যুগ যুগ ধরে যত প্রেম কাহিনি শুনতে পাওয়া যায় তার সবই বিয়োগাত্মক।আর তাই ভালোবাসা তার নিজের স্বভাব ঠিক রাখার জন্য জ্বালাময়ী হয়ে থাকে।
 8 months ago 

ভালোবাসার অপর নাম হচ্ছে প্যারা। আর সেই প্যারা ভালোবাসার মানুষ দুটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর সেজন্য ভালোবাসাকে বলা হয় জ্বালাময়ী।

 8 months ago 

ভালোবাসাতে জ্বালা আছে বলেই ভালোবাসা এত মধুর। ভালোবাসা কয়লার মতো যত জ্বালানো যাবে ততই উত্তপ্ত হবে। যেখানে সুখের গভীরতা অসীম সেখানে দুঃখের পরিধি সীমাহীন। ভালোবাসা মানুষের মনকে নিরন্তর পরীক্ষা করে চলে তাই তো ভালোবাসাতে এত জ্বালা। ভালোবাসাতে সুখ আছে বলেই, ভালোবাসা জ্বালাময়ী।

প্রেম মানেই আবেগ, আর আবেগ মানেই হলো কষ্ট বেধনা। এতে রয়েছে দুজনের মনের মিলন। কিন্তু যদি কোন এক জনের মুড চুইং খায় তাহলেই প্রেমের বারোটা বাঝতে শুরু করে। শুরু হয়ে যায় প্রচন্ড জ্বালা, দুজন দুজনের প্রতি অভিমান করে দুদিকে দৌড়ায়। তারা অভিমান করে যত দূরে যেতে চায় ততই জ্বালা বাড়তে থাকে।

 8 months ago 

মরিচের পরিমাণটা যে বেশি সেখানে 😁। জ্বালা তো হবেই

 8 months ago 

বাসাতে সবসময় ভালো ভালো মরিচ থাকে তাই তার ঝাঁঝে জ্বালাময়ী ধোঁয়ার সৃষ্টি হয়।

 8 months ago 

সোনাকে যতই পোড়ানো হয় তা খাঁটি হয়ে ওঠে।
ঠিক তেমনি করে ভালোবাসার মানুষটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে খাঁটি ভালোবাসার পরিক্ষা নেয়। তবে এক্ষেত্রে এটা আমৃত্যু চলমান।।।

 7 months ago 

ভাই সেরকম একটা উত্তর দিয়েছেন অনেক ভালো লাগলো আমার, হাঁসলাম কিছুক্ষণ।

 8 months ago 

ভাল বাসা তৈরি হয়না বলে ভালোবাসা জ্বালাময়ী!!

 8 months ago 

যে জিনিস ভালো তা একটু জালাময়ী হবে এটাই স্বাভাবিক।আর ভালোবাসায় মনে হয় গুঁড়ো মরিচ বেশি তাই জালাময়ী।

 8 months ago 

স্বাধনা ছাড়া কোন কিছু অর্জন সম্ভব না।ভালবাসা এমন একটা জিনিস যা সহজে পাওয়া যায় না।ভালবাসায় দুইজন মানুষের মধ্যে কোন না কোন ভেদাভেদ তো থাকবেই।কিন্তু এই ভেদাভেদ তোয়াক্কা না করে যখন দুইজন মানুষ একহতে চাই তাহলে সংগ্রাম তো কিছুই করতে হবে।সেই সংগ্রামে কেউ জিতে যায় আবার কেউ কেউ কষ্টের ভালবাসা হারিয়ে ফেলে।যার কষ্ট বুকে সহ্য করতে না পেরে চোখের পানিতে বুক ভাসায়।নিরবে সারাজীবন কান্না করতে হয়।

 8 months ago 

ভালোবাসা সবসমই অন্ধ হয়। তাই ভালোবাসার মানুষের একে অপরের প্রতি এতই আকৃষ্ট থাকে যে তখন বিষের ছোঁয়া কে অমৃত মনে হয়। আর এই মেনে নেওয়াই দেহের ভিতর আগুন জ্বালিয়ে দেয় । আর এ কারনে বলা হয় ভালবাসা জ্বালাময়ী।

 8 months ago 

ভালোবাসা দুটি মনকে জোড়া লাগিয়ে দেয় কিন্তু দুইটি মানুষ দুই প্রান্তে থাকে তাই জ্বালা বাড়িয়ে তোলে। তাইতো বলা যায় ভালোবাসা জ্বালাময়ী

 8 months ago 

ভালোবাসা মনে হয় জ্বলে পুড়ে ছারখার করে দেয়,তাই হয়ত এত জ্বালাময়ী 😜😜

 8 months ago 

সবাই বলছে ভালোবাসা জ্বালাময়ী সবাই সবার মত মতামত তুলে ধরেছে বিভিন্নভাবে ভালো লাগলো পড়ে।।

ভালোবাসার রাস্তায় এত জালা এত বেদনা ভাবছি কিছু ওষুধ প্রস্তুত করে একটা দোকান দিবো ভালো বেচা কিনা হবে মনে হচ্ছে 🤭🤭🤭

 8 months ago 

ভালোবাসার নামটাই ঝাল, ভালবাসলে জ্বালা সহ্য করতে হয় তাই ভালোবাসা জ্বালাময় 😊😊

 8 months ago 

কারন ভালবাসা জন্মের পরে ভালবাসার মা মধুর পরিবর্তে লাল কাঁচা লঙ্কা বেশি খাইয়ে ছিল, তাই ভালোবাসা এত জ্বালাময়ী হা হা হা ....

 8 months ago 

ভালোবেসে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিপরীত জনের যন্ত্রণার আগুনে জ্বলে-পুড়ে শেষ হয়ে যায়, তাই ভালোবাসা জ্বালাময়ী।

 8 months ago 

হয়তোবা ভালোবাসায় শুকনা মরিচের পরিমাণটা বেশি থাকে যার কারণে ভালোবাসা এত জ্বালাময়ী হয়ে থাকে।

 8 months ago 

ভালোবাসায় স্বর্গীয় সুখ পেতে হলে জ্বালা সহ্য করে তারপর সুখের মুখ দেখতে পায়। এজন্য ভালোবাসা জ্বালাময়ী।

 8 months ago 

দুইটি মন এর ঘষাঘষিতে আগুন লেগে জ্বালাময়ী হয়ে যায়।

 8 months ago 

ভালোবাসায় জীবনের মূল ভিত্তি যেটা সব সময় মানুষকে পীড়া দেয়। সেজন্যই ভালোবাসা জ্বালাময়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.026
BTC 27221.07
ETH 1904.98
USDT 1.00
SBD 2.26