এবিবি-ফান প্রশ্ন-৭৩ || ভালোবাসা জ্বালাময়ী কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসা জ্বালাময়ী কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে স্বেচ্ছায় উত্তর দিতে পারেন । আমি অপেক্ষায় থাকলাম আপনাদের উওরের ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাই গ্লোবাল ওয়ার্মিং এর কারনে বিশ্বের সবকিছুর টেম্পারেচার বেড়ে গেছে তাই ভালোবাসাও জ্বালাময়ী হয়ে গেছে।
হাহাহা বেশ ভালই বলেছেন ভাই ।
যত জ্বালা তত প্রেম, তাই ভালোবাসা এত জ্বালাময়ী।
বাপ রে সেই গোছানো উওর দিয়েছেন তো ।
ধন্যবাদ ভাইয়া। 🙏
ভালোবাসায় ঝাল বেশি আর ঝাল বেশি থাকলে জ্বালা তো হবেই।
শুরুতেই হাসলাম । মাঝ রাতে যখন সিলকেশন করতে বসলাম, তখন নামটা আপনার নিয়েই ফেললাম। শুভেচ্ছা রইল।
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।❣️❣️
লোকে বলে ফাগুন মাসে মনে রং ধরে মানে আরকি ভালোবাসা হয়।এখন যা গরম পরেছে কোনটা কি মাস বোঝার উপায় নেয়।সব মাসেই গরম। আর গরম মানেই জ্বালা।তাই ভালোবাসাও এখন জ্বালাময় হয়ে গেছে।
তারমানে ফাগুন আসে আগুন ঝরে । যথার্থ বলেছেন। ভালো লাগল আপনার উওরটি ।
ধন্যবাদ।
আসিফ আকবর এর এই গান শুনেছেন?
তো যেই মন দিয়ে ভালবাসবে সেই মনেই যদি জ্বালা থাকে তাহলে ভালবাসা জ্বালাময়ী হবে না ত কি মধুময়ী হবে?
আফিস আকবরকে টেনে নিয়ে আসলেন । ভালোই ছিল আপনার যুক্তি ।
ভালোবাসা অনেকটা লবণের মত। লবণ ছাড়া তরকারি যেমন পানসে তেমনি বেশি লবণ দিলে তিতা লাগে। তেমনি ভালোবাসা বেশি হয়ে গেলে মধুর থেকে জ্বালাময়ী হয়ে যায়। সবাই মেপে মেপে ভালোবাসবেন।🤪🤪🤪
ভালোবাসা মুদ্রার এপিঠ আর ওপিঠ এর মত।এক পিঠে ভালোবাসা থাকে অন্য পিঠে জ্বালা থাকে। তাই ভালোবাসার মুদ্রার পিঠ যখন বদলে যায়। তখনই জ্বালা শুরু হয়ে যায়। ভালোবাসা তাই জ্বালাময়ী।
ভালোবাসার সুখ আছে
তাই আছে জ্বালা,,
সুখ-দুঃখ পাশাপাশি
বলেছিলেন খালা।
ভালোবাসা জ্বালাময়ী
সুখ আছে তাই,,
সুখ-দুঃখ মিলেই মোদের
বেঁচে থাকা ভাই।
♥♥
ভালবাসার জন্য প্রয়োজন গার্লফ্রেন্ড। আর গার্লফ্রেন্ড হল জ্বালাময়ী।তারা বয়ফ্রেন্ড কে জ্বালিয়েই মজা পায়। তাই ভালবাসা এত জ্বালাময়ী।
জ্বালাময়ী আমার কাছে মনে হয় না। হা হা
তবে ভাল বাসায় সবসময় মরিচ সহ রান্না হয় বলে ভাল বাসাতে জ্বালা থাকাটা স্বাভাবিক
ভালোবাসা যে আগুন, আগুন নিয়ে খেলব আর ছ্যাঁকা খাব না তা তো হবে না। ছ্যাঁকা খেলে জ্বলবেই। তখন বার্নলেও সেই জ্বালা কমবে না। তাই একা বোকা থাকাই ভালো।
ভাসোবাসায় একটু বেশিই মরিচ থাকে তাই ভালোবাসা এতো জ্বালাময়ী ৷
ভালোবাসা না পেলেও জ্বালা
ভালবাসলেও জ্বালা
ভালোবেসে বিয়ে করলেও জ্বালা
ভালোবেসে সংসার করাটা আরো বড় জ্বালা।
সব জ্বালার সমন্বয়ে ভালোবাসা জ্বালাময় হয়।
ভালোবাসা মূলত কোনো এক রমণীকে কেন্দ্র করেই হয়। আর যেখানে মেয়ে মানুষের উপস্থিতি আছে সেখানেই ঝামেলা আছে আর এই জন্যই ভালোবাসা জ্বালাময়ী হয়।
আপনাকে তো এই গ্রুপ এর মেয়েরা পেটাবে ভাই। হা হা হা...
হা হা হা
আমি দাদার সান্নিধ্যে যাব।
বাহ বেশ চমৎকার একটি উত্তর দিয়েছেন অনেক ভালো লাগলো
ভালোবাসার অপর নাম হচ্ছে প্যারা। আর সেই প্যারা ভালোবাসার মানুষ দুটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর সেজন্য ভালোবাসাকে বলা হয় জ্বালাময়ী।
ভালোবাসাতে জ্বালা আছে বলেই ভালোবাসা এত মধুর। ভালোবাসা কয়লার মতো যত জ্বালানো যাবে ততই উত্তপ্ত হবে। যেখানে সুখের গভীরতা অসীম সেখানে দুঃখের পরিধি সীমাহীন। ভালোবাসা মানুষের মনকে নিরন্তর পরীক্ষা করে চলে তাই তো ভালোবাসাতে এত জ্বালা। ভালোবাসাতে সুখ আছে বলেই, ভালোবাসা জ্বালাময়ী।
প্রেম মানেই আবেগ, আর আবেগ মানেই হলো কষ্ট বেধনা। এতে রয়েছে দুজনের মনের মিলন। কিন্তু যদি কোন এক জনের মুড চুইং খায় তাহলেই প্রেমের বারোটা বাঝতে শুরু করে। শুরু হয়ে যায় প্রচন্ড জ্বালা, দুজন দুজনের প্রতি অভিমান করে দুদিকে দৌড়ায়। তারা অভিমান করে যত দূরে যেতে চায় ততই জ্বালা বাড়তে থাকে।
মরিচের পরিমাণটা যে বেশি সেখানে 😁। জ্বালা তো হবেই
বাসাতে সবসময় ভালো ভালো মরিচ থাকে তাই তার ঝাঁঝে জ্বালাময়ী ধোঁয়ার সৃষ্টি হয়।
সোনাকে যতই পোড়ানো হয় তা খাঁটি হয়ে ওঠে।
ঠিক তেমনি করে ভালোবাসার মানুষটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে খাঁটি ভালোবাসার পরিক্ষা নেয়। তবে এক্ষেত্রে এটা আমৃত্যু চলমান।।।
ভাই সেরকম একটা উত্তর দিয়েছেন অনেক ভালো লাগলো আমার, হাঁসলাম কিছুক্ষণ।
ভাল বাসা তৈরি হয়না বলে ভালোবাসা জ্বালাময়ী!!
যে জিনিস ভালো তা একটু জালাময়ী হবে এটাই স্বাভাবিক।আর ভালোবাসায় মনে হয় গুঁড়ো মরিচ বেশি তাই জালাময়ী।
স্বাধনা ছাড়া কোন কিছু অর্জন সম্ভব না।ভালবাসা এমন একটা জিনিস যা সহজে পাওয়া যায় না।ভালবাসায় দুইজন মানুষের মধ্যে কোন না কোন ভেদাভেদ তো থাকবেই।কিন্তু এই ভেদাভেদ তোয়াক্কা না করে যখন দুইজন মানুষ একহতে চাই তাহলে সংগ্রাম তো কিছুই করতে হবে।সেই সংগ্রামে কেউ জিতে যায় আবার কেউ কেউ কষ্টের ভালবাসা হারিয়ে ফেলে।যার কষ্ট বুকে সহ্য করতে না পেরে চোখের পানিতে বুক ভাসায়।নিরবে সারাজীবন কান্না করতে হয়।
ভালোবাসা সবসমই অন্ধ হয়। তাই ভালোবাসার মানুষের একে অপরের প্রতি এতই আকৃষ্ট থাকে যে তখন বিষের ছোঁয়া কে অমৃত মনে হয়। আর এই মেনে নেওয়াই দেহের ভিতর আগুন জ্বালিয়ে দেয় । আর এ কারনে বলা হয় ভালবাসা জ্বালাময়ী।
ভালোবাসা দুটি মনকে জোড়া লাগিয়ে দেয় কিন্তু দুইটি মানুষ দুই প্রান্তে থাকে তাই জ্বালা বাড়িয়ে তোলে। তাইতো বলা যায় ভালোবাসা জ্বালাময়ী
ভালোবাসা মনে হয় জ্বলে পুড়ে ছারখার করে দেয়,তাই হয়ত এত জ্বালাময়ী 😜😜
সবাই বলছে ভালোবাসা জ্বালাময়ী সবাই সবার মত মতামত তুলে ধরেছে বিভিন্নভাবে ভালো লাগলো পড়ে।।
ভালোবাসার রাস্তায় এত জালা এত বেদনা ভাবছি কিছু ওষুধ প্রস্তুত করে একটা দোকান দিবো ভালো বেচা কিনা হবে মনে হচ্ছে 🤭🤭🤭
ভালোবাসার নামটাই ঝাল, ভালবাসলে জ্বালা সহ্য করতে হয় তাই ভালোবাসা জ্বালাময় 😊😊
কারন ভালবাসা জন্মের পরে ভালবাসার মা মধুর পরিবর্তে লাল কাঁচা লঙ্কা বেশি খাইয়ে ছিল, তাই ভালোবাসা এত জ্বালাময়ী হা হা হা ....
ভালোবেসে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিপরীত জনের যন্ত্রণার আগুনে জ্বলে-পুড়ে শেষ হয়ে যায়, তাই ভালোবাসা জ্বালাময়ী।
হয়তোবা ভালোবাসায় শুকনা মরিচের পরিমাণটা বেশি থাকে যার কারণে ভালোবাসা এত জ্বালাময়ী হয়ে থাকে।
ভালোবাসায় স্বর্গীয় সুখ পেতে হলে জ্বালা সহ্য করে তারপর সুখের মুখ দেখতে পায়। এজন্য ভালোবাসা জ্বালাময়ী।
দুইটি মন এর ঘষাঘষিতে আগুন লেগে জ্বালাময়ী হয়ে যায়।
ভালোবাসায় জীবনের মূল ভিত্তি যেটা সব সময় মানুষকে পীড়া দেয়। সেজন্যই ভালোবাসা জ্বালাময়।