এবিবি ফান প্রশ্ন- ৪৩৮ | মানব জীবনের সব থেকে বড় সত্য কথা কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানব জীবনের সব থেকে বড় সত্য কথা কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এটার উত্তর আমার কাছে একটাই, সেটা হলো মৃত্যু। এর থেকে বড় সত্য আর কি হতে পারে!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানব জীবনের সবচাইতে বড় সত্য কথা হলো, প্রত্যেকটা বরই তার বউ এর কাছে বন্দী।
আপনি মনে হয়ে বেশি বন্দী আছেন, হাহাহা।
আশে পাশে ও বন্ধুদের সবাইকেই বন্দী দেখি ভাই।।।
হাহাহা, মজা পেলাম।
মানব জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে বিয়ে। তাই সত্যটা মেনে, তাড়াতাড়ি বিয়ে করা উচিত সবারই 😂😂। ভাই আপনি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুন 🤣🤣।
বিয়ে করে তো, মজা পাচ্ছেন তাই না ভাই। হাহাহা।
হ্যাঁ ভাই ভীষণ মজা পাচ্ছি। তাইতো আপনাকেও বিয়ে করার বুদ্ধিটা দিয়ে দিলাম 😂।
থাক ভাই, আর বলতে হবে না। হাহাহা।
মানব জীবনের সবচাইতে বড় সত্য হলো কর্ম এবং কর্মফল। আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল ভোগ করতেই হবে। এটা কেউ এড়িয়ে যেতে পারবে না।
১০০% সত্য এটা।
মানব জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু বরণ এটি কিন্তু সবাই জানি আমরা। তবে কিছু কিছু লোক ক্ষমতার লোভে মনে করে তারা আর মৃত্যু বরণ করবে না। যখন এই লোক গুলো মারা যায় তখন অনেকে বলে ক্ষমতার দাপট কতদিন দেখো আজ মারা গেল। তাই আমি মনে করি মৃত্যু বরণের উপর কোন সত্য আর নেই।
ঠিক বলেছেন আপু, মৃত্যুই হলো মহা সত্য।
ঐ দেখা যায় তাল গাছ,ঐ আমাদের গাঁ
ঐ খানেতে @alsarzilsiam ভাইয়ার বিয়ে হবে
$PUSS ভাই তার সঙ্গে যাবে🤩। এটাই হলো জীবনের সবচেয়ে বড় সত্য কথা।
হাহাহা, কি যে বলবো ভেবেই পারছি না।
সব থেকে বড় সত্য তো এটাই, জন্ম এবং মৃত্যু একবার। জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে। আর এটা কেউ কখনো আটকে রাখতে পারবে না।
জি ঠিক বলেছেন, এটাইতো চিরন্তন সত্য।
সবাই বলে জীবনে মানুষের বিয়ে একবারই হয়। কিন্তু অনেক জনকেই দেখি তিন-চারটা বিয়ে করতে🤣🤣। আর এটাও অনেক বড় একটা সত্য কথা।
মানব জীবনের সব থেকে বড় সত্য কথা হলো: "সকালের অ্যালার্ম সেট করা যতটা সহজ, সেটাকে বন্ধ করা ততটাই কঠিন!" 😄
মানব জীবনের সবচেয়ে বড় সত্য হলো "মৃত্যু"। জন্মের পর মানুষ জীবনে নানা স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এগিয়ে যায় কিন্তু শেষমেশ মৃত্যুই একমাত্র সত্য যা এড়ানো যায় না। এটি অবশ্যম্ভাবী এবং একমাত্র এমন ঘটনা যা সকল জীবের জন্য নির্ধারিত। জীবন ক্ষণস্থায়ী, তাই এই সত্য মানুষকে সময়ের মূল্য উপলব্ধি করতে শেখায় এবং প্রতিদিন ভালো কিছু করার প্রেরণা দেয়।
জি, ঠিক বলেছেন।
মানব জীবনের সবচেয়ে বড় সত্য হলো সৃষ্টিকর্তা এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই।
হ্যা, বেচে আছি এটাও বড় সত্য।