আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৫

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 10 days ago 

একজন লিখল,
আজ আমি একদম ইউনিক ব্লগ লিখেছি।
কমেন্টে প্রথমজন বলল
ভালো হয়েছে।
দ্বিতীয়জন বলল
একদম বাজে।
তৃতীয়জন লিখল
ভালো না খারাপ সেটা আগে ঠিক করেন, আমি পরে কমেন্ট দেব🤣🤣

 10 days ago 

বাংলা ব্লগ কমিউনিটিতে এক ব্লগার লিখল,
আজ থেকে নিয়মিত লিখব!🤓
কমেন্টে সঙ্গে সঙ্গে এলো,তাহলে কালই শেষ পোস্ট? 😂
আরেকজন লিখল,তুমি নিয়মিত লেখো,
আর আমরা নিয়মিত হাসি,কমিউনিটি ব্যালান্স ঠিকই রাখি,,, 🤣

 10 days ago 

অনুগল্প:

যখন বছরের শুরু হয় তখন ভাবী এই যে নতুন উদ্যেমে শুরু করলাম বাংলা ব্লগ কমিউনিটিতে পোষ্ট করা আর একদিনও মিস দেবো না।কিন্তু বছরের মাঝে গিয়ে হাতে ব্যথা,মাথা ব্যথা, ক্লান্তি, কুঁড়েমি ,আলসেমি সব ভূত ঘাড়ে চাপে তখন একের পর এক পোষ্ট করা মিস হয়।আবার নতুন বছর নতুন প্রতিজ্ঞা,,,কিন্তু পালন করা আর হয় না।

 10 days ago 

বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

নতুন একজন ব্লগার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রথম পোস্ট লিখলো—
আজ আমার প্রথম পোস্ট। সবাই কমেন্ট করবেন।
একদিন পর দেখলো, কমেন্ট শূন্য।
সে আবার লিখলো—
আমি নিজেই এসে কমেন্ট করলাম, পোস্টটি ফাঁকা লাগছিলো বলে🤣🤣।

 10 days ago 

একবার এক বাংলা ব্লগার নতুন পোস্ট দিলো বাংলা ব্লগিংয়ের সেরা মাধ্যম।
কমেন্টে একজন লিখলো ভাই, আগে নিজের ব্লগে ১০০ ভিজিটর আনো।তারপর শেয়ার করো ।
ব্লগার ভাবলো, সত্যিই তো এতদিন কমেন্টাররা বেশি ভিজিটর দেখিনি ।কারণ দেখায় যায়না ভিজিটর গোপনে দেখে তাই।
এরপর থেকে সে শুধু কমেন্ট পড়েই আনন্দ পায়।ভিজিটর নিয়ে ভাবনা বাদ দিলো।😄

 10 days ago 

আমার বাংলা ব্লগে আসার আগে,এক ব্লগার লিখলো – আমি লিখতে পারিনা এগুলো ভালো লাগেনা।”

কয়েকদিন যাওয়ার পরেই ৫০০-৬০০ শব্দের পোস্ট লিখে যে – “কেন লিখতে মন চাইছে না।” 😂

আমার বাংলা ব্লগে নতুন পোস্ট দিলাম, কমেন্টে এক ভাই লিখলো, "এটা তো আমার গল্প, কিন্তু আমি লিখিনি।" আমি রিপ্লাই দিলাম, "ভাই, এটা ব্লগ, এখানে সবার গল্প সবাই লেখে।" সবাই হাসতে লাগলো, কারণ ব্লগে গল্পের মালিকানা নিয়ে লড়াই শুরু হয়ে গেল। 😂📝

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110983.97
ETH 4276.89
SBD 0.83