এবিবি ফান প্রশ্ন- ৩৫৯ || স্বপ্নের মাঝে ঘুম ভেঙ্গে গেলে বাকী অংশ দেখার উপায় কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

স্বপ্নের মাঝে ঘুম ভেঙ্গে গেলে বাকী অংশ দেখার উপায় কি?

প্রশ্নকারীঃ

@narocky71

প্রশ্নকারীর অভিমতঃ

আবার ঘুমিয়ে যেতে হবে। বাকিটা ইতিহাস 🤣🤣

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 months ago 

স্বপ্নে মাঝে ঘুম ভেঙ্গ গেলে বাকী অংশ দেখতে হলে একটি ছেড়া খাতা নিতে হবে। আর সেই খাতার ফাঁক দিয়ে বাকী স্বপ্নটা নিজের মনের মত করে সাজিয়ে দেখে নিতে হবে। হি হি হি

 3 months ago 

খাতা খুঁজে পাচ্ছি না আর মনে হয় বাকি স্বপ্ন দেখা হবে না আপু 😀।

 3 months ago 

স্বপ্নটা যদি অবাস্তব কোন কিছু হয় তাহলে সেটা আর পুনরায় চিন্তা করি না। আর যদি প্রিয় কোন মানুষকে নিয়ে হয় সে ক্ষেত্রে আবার চোখ বন্ধ করে পরবর্তী ঘটনাটা নিজের মতো চিন্তা করি।

 3 months ago 

দিনশেষে যোগফল মিলে কিনা? নাকি অসমাপ্ত কাব্য হয়ে থাকে? 😎

 3 months ago 

স্বপ্নের মাঝে ঘুম ভেঙ্গে গেলে বাকী অংশ দেখার উপায় কি?

যেকোনো মূল্যে আবারও ঘুমিয়ে পরতে হবে। ঘুম না আসলে এক প্লেট নরম খিচুড়ি খেয়ে, তারপর ১ কেজি আম খেয়ে ঘুমাতে হবে😂😂। কারণ খিচুড়ি এবং আম খেলে নাকি প্রচুর ঘুম পায়। মোটকথা স্বপ্নের বাকি অংশ দেখতেই হবে।

বিঃদ্রঃ যাদের ঘুম স্বপ্নের মাঝে ভেঙ্গে যায়, তারা কিন্তু এই বুদ্ধি এপ্লাই করতে পারেন। কিন্তু কাজ না হলে কর্তৃপক্ষ দায়ী না🤣🤣।

 3 months ago 

স্বপ্নের মধ্যে ঘুম ভেঙে গেলে প্রথমত যে ঘুম ভাঙালো তাকে ভীষণ রকম পেটানো উচিত।
আর যদি ঘুম নিজে থেকেই ভাঙে তবে পুরো স্বপ্নের গল্পটা আমার বাংলা ব্লগে এসে লেখা উচিত 🤣

 3 months ago 

আর যদি ঘুম নিজে থেকেই ভাঙে তবে পুরো স্বপ্নের গল্পটা আমার বাংলা ব্লগে এসে লেখা উচিত 🤣

তাহলে তো ভাই অনেক গল্প দেখা যাবে পরবর্তীতে আমাদের এই কমিউনিটিতে। 🙀

 3 months ago 

ঘুমন্ত অবস্থায় স্বপ্নের যা দেখা হয়েছিল,ঘুম ভাঙলে সেটা ভাবতে ভাবতে সাথে সাথে ঘুমিয়ে পড়তে হবে। তাহলে পুনরায় সে স্বপ্নটা স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এমনটা আমার দুই থেকে তিনবার হয়েছে জীবনে।

 3 months ago 

আপনার আইডিয়াটা কাজে লাগাতে হবে ভাইয়া। ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়বো। অপেক্ষায় থাকবো সেই স্বপ্নটা পুনরায় আসে নাকি।

 3 months ago 

কি বলেন ভাই? জটিল সমীকরণ।

 3 months ago 

স্বপ্নের মাঝে ঘুম ভেঙ্গে গেলে বাকী অংশ দেখার উপায় হচ্ছে কল্পনা।অর্থাৎ অর্ধেকটা ঘুমের ঘোরে স্বপ্ন আর বাকি অর্ধেক জেগে জেগে কল্পনার রাজ্যে চলে যাওয়া।তারপর পুরো কাহিনী খাতায় লিখে নিজের নামে ছাপিয়ে বাজারে বিক্রি করতে হবে।বইয়ের নাম দিতে হবে--কল্পলোকের স্বপ্নকথা।😄😄

 3 months ago 

বাহ বেশ দারুন আপু😄

 3 months ago 

☺️☺️

 3 months ago 

যতটুকু স্বপ্ন দেখেছেন ততটুকুর সবিস্তরে ব্যাখ্যা লিখবেন। ব্যাখ্যা লিখতে লিখতে কাহিনী শেষ করে দেবেন। অবশেষে লিখবেন বাকিটা স্বপ্ন দেখি নাই, যদি কখনো এরপর থেকে দেখি বাকি অংশ সেখানেই পাবেন।

 3 months ago 

যে যায় তাকে কি আর পাওয়া যায় ভাইয়া!তেমনি স্বপ্ন একবার চলে গেলে পরে আর বাকি অংশের খোঁজ থাকবে না☺️☺️.

 3 months ago 

অনেক কঠিন প্রশ্ন ভাই,উত্তর দিতে দাঁত ভেঙ্গে যাচ্ছে আমার😄😄।এরকম হলে আবার ঘুমাতে হবে,প্রয়োজন ঘুমের রাজ্যে গিয়ে ঘুমের রাজার মে কে বিয়ে করে হলেও ঘুমের রাজাকে বলতে হবে যেনো চোখে ঘুম চলে আসে যাতে বাকি স্বপ্নটা সম্পূর্ণ হয়। তাও স্বপ্ন মিস করা যাবেনা ভাই😂🤣।

 3 months ago 

উত্তর দিতে দাঁত ভেঙ্গে যাচ্ছে আমার😄😄

উত্তর তো দিয়েই দিয়েছেন ভাই। যাইহোক, উত্তর দিতে গিয়ে কয়টা দাঁত ভেঙে গেল, সেটা আমাদের একটু জানাবেন। হেহেহে.. 😂😂😁😁

 3 months ago 

বাহ দারুণ বুদ্ধি, তবে বাস্তবায়ন হবে কিনা তা জানিনা 🤣

 3 months ago 

স্বপ্নের মাঝে যদি ঘুম ভেঙে যায়, তাহলে তার আগে একটা প্ল্যান করতে হবে। হঠাৎ ঘুম ভাঙ্গার আগেই যে স্বপ্নটা দেখা হচ্ছিল, ওটা ওইখানে দাঁড় করিয়ে রেখে দিতে হবে। যেমনটা আমরা ভিডিও দেখার সময় মাঝেমধ্যে পজ করে রেখে দেই, ঠিক ওইরকম। এরপর যখন আবার ঘুমাতে ইচ্ছা করবে তখন একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কারন অনেক সময় ছেঁড়া কাঁথায় ভালো স্বপ্ন দেখা যায়। এরপর যে জায়গায় স্বপ্নটা দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে আবার চালিয়ে দিতে হবে। তাহলেই একমাত্র স্বপ্নের মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে বাকি স্বপ্নটুকু দেখা সম্ভব।

 3 months ago 

স্বপ্নের জগতে যে পরিমাণ প্রতিযোগিতা রয়েছে, আপনি সেভাবে করতে গেলে অন্য স্বপ্ন হানা দিয়ে তার অবস্থান দখল করে নেবে। স্বপ্নের দেশেও শান্তি নাই এখন😈।

 3 months ago 

স্বপ্নের দেশেও শান্তি নাই এখন😈।

তাহলে এখন কোন দেশে শান্তি আছে ভাই? সেই দেশের নাম বলেন, সেই দেশেই চলে যাব তাহলে।

 3 months ago 

স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুম ভেঙ্গে যাবে তখন রিমোট দিয়ে স্টপ করে রাখবো। এরপর যখন আবার ঘুমাবো তখন বাকি অংশ দেখবো।
🤣🤣

 3 months ago 

ঘুমের মধ্যে স্বপ্নটা কি টিভিতে দেখবেন নাকি ভাই, যে রিমোট দিয়ে স্টপ করে রাখবেন? হেহেহে..🤭🤭🤭😂😂

 3 months ago 

স্বপ্নের মাঝামাঝি সময় যদি ঘুম ভেঙ্গে যায়, তাহলে করণীয় হচ্ছে বাকিটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া। যদি সম্ভব হয় স্বপ্নের সাথে রসকষ মিশিয়ে একটি নাটক বা ফিল্ম তৈরি করে ফেলতে পারেন। তাহলেই সেখান থেকে ইতিহাসের জন্ম হবে 😴😴😴😴

 3 months ago 

তাহলে করণীয় হচ্ছে বাকিটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া।

এই কাজটাই অনেক আগে করতাম ভাই। অনেক সময় স্বপ্নগুলো এমন জায়গায় শেষ হয়ে যেত, খুব আফসোস লাগতো তাই পরে স্বপ্নের পরবর্তী অংশ নিজের মতো কল্পনা করে সাজিয়ে নিতাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54336.36
ETH 2283.81
USDT 1.00
SBD 2.34