এবিবি-ফান প্রশ্ন - ১৫৩ || লাল রং দেখলে ষাঁড় কেন ক্ষেপে যায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
লাল রং দেখলে ষাঁড় কেন ক্ষেপে যায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
লাল রং দেখলে ওর বউ এর কথা মনে পড়ে যায়।বউটি প্রায়ই লাল শাড়ি পড়তো।কিন্তু বউ হারিয়ে যাওয়ার পর থেকেই লাল রং দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ষাঁড় ও জানে লাল রং মানেই বিপদজনক। কিন্তু পুরুষ মানুষ বিয়ের আগে যে কেন বুঝতে পারে না! যে নতুন বউটা লাল শাড়ি দিয়ে মোড়ানো সেটা বিয়ে করলে ভবিষ্যত অনেক বিপদজনক হবে।😎🙃😁
বি.দ্র : ষাঁড়ের থেকেও শিক্ষা নিতে হবে পুরুষের।😏😎😁
কারণ ষাঁড় ঘাস(সবুজ) , খড়( হলুদ) , পানি ( সাদা) খায়,,,ও জানে,,লাল রংয়ের কোনো খাবার নাই। এই জন্য এই জন্য লাল রং দেখলে ক্ষেপে যায়।😀😀
জীবনের শুরুতে জীবনের প্রথম প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলো। আর তখন সেই প্রেমিকা লাল জামা পরে দেখা করতে আসে। এর কিছুদিনের মধ্যেই প্রেমিক ষাঁড়কে ছেঁকা দিয়ে বাঁকা করে দেয়। আর এতে বেচারা ষাঁড় কান্না করতে করতে প্রেমিকের চেহেরা ভুলে যায় আর শুধু মনে থাকে সেই লাল রংগের জামার কথা। এরপর থেকে কাওকে লাল রংগের জামা দেখলেই খেপে যায় বেচারা ষাঁড়।
ব্যবসায় লাল বাতি জ্বললে যেমন ব্যবসায়ীদের মাথা ঠিক থাকে না। ঠিক তেমনি লাল রং দেখলে ষাড় মনে করে তার ব্যবসায় লাল বাতি জ্বলতে শুরু করবে সে জন্যই সে আগে থেকেই ক্ষেপে যায়।
লাল হলো ভালোবাসার প্রতীক। আমার মনে হয় ষাঁড় কোন এক সময়ে প্রেম করে প্রেমের ছ্যাকা খেয়েছিল। সেই যন্ত্রণায় আজও ষাঁড় কাতর। তাই লাল কোন কিছু দেখলেই যন্ত্রণার আগুনে পুড়ে ষাঁড় ক্ষেপে যায়। হা হা হা
মেয়েরা লাল ড্রেস বেশি পছন্দ করে। আর ষাঁড় মেয়েদের দেখতেই পারে না, যার কারণে লাল ড্রেস দেখলেই ষাঁড় ক্ষেপে যায়।
অনেক অনেক আগে একবার ষাঁড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে লাল শার্ট পরিধান করা এক ব্যক্তি এসে ভাষণ দিয়েছিল। সে তার ভাষণে গরুর দুধ দিয়ে একটি ফার্ম করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই জন্য ষাঁড় এর প্রেমিকাদের অন্য জায়গায় স্থানান্তর করার কথা বলা হয়। প্রেমিকাদের অন্য জায়গায় স্থানান্তরের কথা শুনে সব ষাঁড় গুলো ক্ষেপে যায় এই লাল শার্ট পরা ব্যক্তির উপর। তার পর থেকেই লাল রং দেখলে ষাঁড় ক্ষেপে যায়।
দেখুন আমি কিন্তু ষাঁড় বিশেষজ্ঞ নই। আর তাই আমি ষাঁড়ের মনের কথা জানি না। আর কেউ যদি ষাঁড়ের মনের কথা জানতে চান, তাহলে একটা লাল কাপড় নিয়ে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। কেনো তুমি লাল কাপড় দেখলে ক্ষেপে যাও। হতে কলমে উত্তর পেয়ে যাবেন।
বিশেষ দ্রষ্টব্য:- আমার এই কথা মতন আপনারা জিজ্ঞাসা করতে গেলে কিন্তু আপনাদের কোনো ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী থাকবো না।
কারণ ষাঁড় একদিন তার বউয়ের হাতে ঠ্যাঙ্গানি খাওয়ার ভয়ে লাল কার্ড মিশিয়ে চা পান করেছিল। কিন্তু তার বউ চলে যাওয়ার পর থেকে লাল রং দেখলেই - ওরে বাবা, ষাঁড় সেদিন কি ক্ষেপাই না ক্ষেপলো।