এবিবি ফান প্রশ্ন-২৩৪ | গানের টুম্পা জানলা দিয়ে কার সাথে পালিয়েছে?
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গানের টুম্পা জানলা দিয়ে কার সাথে পালিয়েছে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয় টুম্পা একা একাই পালিয়েছে, আপনাদের কি মনে হয়। 😁
অংশগ্রহণের নিয়মাবলীঃ
উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাই রে ভাই, এটা কেমন প্রশ্ন? আমি থাকতে টুম্পা পালাবে! এটা হতে পারে! বি:দ্র: যাকে বিয়ে করবো সেই হবে আমার টুম্পা।
হাঃ হাঃ। তাড়াতাড়ি করেন তাহলে।
গানের টুম্পা নন্দ ঘোষের সঙ্গে পালিয়েছে। ঐ যে বলে না যত দোষ নন্দ ঘোষ হা হা। এখানেও সব দোষ ঐ নন্দ ঘোষের।
ঠিক ঠিক।
সিয়ামের সাথে 😆
বিয়ে করে আনলে আর পালাতে দেব না।
খিক খিক
টুম্পা টিকটকের সাথে পালিয়েছে, কারন সে টিকটকের দুনিয়ায় ভাইরাল হতে চায় হি হি হি।
এই রে!!! নিজের গানেই ভাইরাল হতে পারবে
সিয়াম ছাড়া আর কার সাথে পালাবে? কারন সিয়াম ছাড়া ওর আর কেউ আছে? ভালোভাবে খুঁজলেই দেখা যাবে সিয়ামের সাথে বসে বাদাম খাচ্ছে।🥰
বিশ্বাস করুন সেটা আমি নই, হয় তো আমার নাম নিয়ে অন্য জন নিয়ে গেছে। তানা হলে টুম্পা যেত না, হিহিহি।
আমারও সেটাই সন্দেহ দিদি 😁
সিয়াম ভাই চাকরি নিয়ে ব্যস্ত তো এই জন্য টুম্পা পাশের বাড়ীর কুদ্দুসের সাথে পালিয়েছে।
সেটাও সম্ভাবনা রয়েছে।
দাদা, টুম্পা জানলা দিয়ে কার সাথে পালিয়েছে তা এই মুহূর্তে সঠিকভাবে জানিনা। তবে রাস্তায় টুম্পার সাথে দেখা হয়েছিল তারপর তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এখন রেস্ট করছে সে। পরে ওর কাছ থেকে শুনে সবাইকে জানিয়ে দেবো কার সাথে জানলা দিয়ে সে পালিয়েছিল।
তার কাছে জিজ্ঞেস করা উচিত ছিলো 😁
পরে শুনেছিলাম দাদা, বলল একটা বাদাম কাকুর সাথে পালিয়ে ছিল। 😂😂
দিলেন তো দাদা ভেজালটা লাগিয়ে। টুম্পা যে হিরো আলমের সাথে পালিয়ে গেল এ বিষয়টা তো এখন জানাজানি হয়ে যাবে। আর জানা জানি হয়ে গেলে তো সিয়াম ভাইয়ের কান্না থামানো যাবে না। আশা করছি সিয়াম ভাইয়ের টুম্পাকে হিরো আলম সহি সালামত ফিরিয়ে দিবে🤣🤣।
দুজনে মিলে ভালো গান করতে পারবেন।
হাহাহা,ঠিক দাদা।
গানের টুম্পা জানলা দিয়ে দোতারা আর গিটারের সঙ্গে পালিয়েছে।
দোতারা আর গিটারের কি হাত পা জন্মেছে
দাদা,দোতারা আর গিটার তো মানুষ।তারা টুম্পার প্রেমিকগন।☺️☺️
দাদা এই উত্তরটা সবথেকে সহজ, গানের টুম্পা জানালা দিয়ে আমার সাথে পালিয়ে গিয়েছিল। তবে জানালা ফাক একটু ছোট ছিল দাদা, তাই পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম।
এবাবা! টুম্পা শেষে আটকে গেলো 🤣