এবিবি ফান প্রশ্ন- ৩০৯ || সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

প্রশ্নকারীঃ

@tasonya

প্রশ্নকারীর অভিমতঃ

মরে গেলে দুনিয়াটাকে বিস্ময় করে তুলবে কি করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমরা সবাই পরকালে বিশ্বাসী এবং এই জগতে থাকা অবস্থায় কোন অন্যায় করলে বা পাপ করলে যে পরকালে গিয়ে প্রচন্ড শাস্তি পেতে হবে, সেই সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আর এই কারণেই আমাদের মরে যাওয়ার ভয়টা রয়েছে। কারণ মরে গেলে আমরা যে পাপী, আমাদের জন্য অলরেডি শাস্তির ব্যবস্থা উপরে করা রয়েছে! উপরে গিয়ে শাস্তি পাওয়ার ভয়েই মূলত আমরা মরতে চাই না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি।🤣🤣🤣 হি হি হি...

 2 years ago 

সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

মরে গেলে সবাই ভূত হয়ে যায় 👻
আমি ভূত হতে চাই না, এমনি নিজের কাছেই ভূত ভয় লাগে 😂

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাহলে তো ভাই আপনাকে চিরঞ্জীবী বা অমর হতে হবে! এটা হলে সারাজীবন আপনি বেঁচে থাকবেন আর ভূত হতে হবে না আপনাকে। হিহি🤣🤣

 2 years ago 

সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

মরলে কি আর আমাদের দেশের এতো এতো ভাইরাল মানুষদের মজার মজার ঘটনা দেখতে পাবো নাকি। যেমন ছেলেরা মরতে চায় না হিরো আলম এবং সেফুদার মজার মজার ভিডিও দেখার জন্য😂😂। মেয়েরা মরতে চায় না দক্ষিণ কোরিয়ান ব্যান্ড দল বিটিএস এর জনপ্রিয় সব ভিডিও দেখার জন্য 🤣🤣।

বিঃদ্রঃ ইউ হ্যাভ টু বুঝতে হবে 🤪।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা কিন্তু ঠিক বলেছেন, বিটিএস এর জন্য ঘর থেকে বেরিয়ে যাচ্ছে হা হা হা 🤭

 2 years ago 

সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

একটা কথা কী জানেন ভাই মানুষ সর্বদা নিজের অপ্রিয় সত‍্যকে এড়িয়ে যেতে চাই। ঠিক একইভাবে মানুষের জীবনের একমাএ সত‍্য মৃত্যু যেটা অনিবার্য মানুষ সেটা নিয়েই সবচাইতে কম ভাবে। মানুষ কখনোই মৃত্যু স্বীকার করতে চাই না। ছেড়ে যেতে চাইনা এই দুনিয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অপ্রিয় সত‍্যকে এড়িয়ে যেতে চায়, এটা কিন্তু ঠিক বলেছেন।

 2 years ago 

সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

মানুষ এত পাগল হয় নাই যে মরতে চাইবে 😎 কারণ মানুষ জানে যে, যত পাপ কাজের শাস্তি মরার পরেই পাওয়া যায় 😁

 2 years ago 

হা হা হা 🤭

 2 years ago 

একেবারে ঠিক কথা বলেছেন ভাই আপনি।

 2 years ago 

ভাই আমিও এমন উত্তর দিয়েছিলাম। আপনিও দেখছি আমার মতোই কথা গুলো বললেন। দুই জন এক মতের পাওয়া গেলো আর কি!

 2 years ago 

কারন মরে গেলে অন্যের পিছনে কাঠি করা যাবে না।তাই এই বিশাল শক্তি হারানোর ভয়ে কেউ মরতে চায়না।☺️☺️

 2 years ago 

বোন, আমরা মানুষেরা কি একে অন্যের পিছনে কাঠি করতে এত বেশি ভালোবাসি, যে মরতেই চাই না আমার! হিহি🤣🤣

 2 years ago 

হি হি,বর্তমানের নমুনা এটা দাদা।এর থেকে ভালো উদাহরণ আর পাইনি।☺️☺️

Posted using SteemPro Mobile

 2 years ago 

পৃথিবী রহস্যময়।এই রহস্যময় পৃথিবীতে যদি মরেই যাই তবে এই যে রহস্যের উদঘাটন হবে তা কি করে জানবো। তাইতো মরতে চাই না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কারন মইরা গেলে এত গুলো যে প্রেম করছে, ছেলে এত গুলো মেয়েকে ছ্যাকা দিছে আবার মেয়েরা এক সাথে আট দশটা বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করছে, ছেলেরা বাবার পকেট মেরে গার্লফ্রেন্ডেকে নিয়ে মুভি দেখছে এগুলোর হিসাব কে দিবে...? এই ভয়েই তোকেউ মরতে চাই না, যদি সব কিছু ফাঁস হয়ে যায়, হা হা হা।🤣🤣🤣

 2 years ago 

দুনিয়ার মোহ, মায়া ত্যাগ করতে চায় না, দুনিয়ায় আরো রাজ করতে চাই। দুনিয়ার সুখ পেতে চায় কিন্তু দুঃখ নিতে চায় না। বিজ্ঞানীরা সবকিছু সৃষ্টি করতে পারলেও দুনিয়াতে অমর হয়ে বেঁচে থাকার কোন কিছু সৃষ্টি করতে পারেননি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায়না কেন ?

খুবই সহজ কথা, মৃত্যুর সাথে সাথে মানুষের চাওয়া পাওয়া আশা-আকাঙ্ক্ষা সবকিছু শেষ হয়ে যায়। আর এই কারনে মানুষ মরতে চাই না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 109979.78
ETH 3879.06
USDT 1.00
SBD 0.56