এবিবি ফান প্রশ্ন- ৬৬৯ || বোঝা ভালো, তবে অধিক বোঝা কেনো ক্ষতিকর?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বোঝা ভালো, তবে অধিক বোঝা কেনো ক্ষতিকর?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





মন ভারী হয়ে যায় বেশি বোঝা মানে বেশি চিন্তা আর বেশি চিন্তা মানেই অশান্ত মন।
কারন অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়,বমি হয়ে যেতে পারে।তেমনি অধিক বুঝলেও হিতে বিপরীত হতে পারে তাই।
হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন।
বেশি বোঝা মানে নিজের মাথায় অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করা।
শেষে হ্যাং হয়ে যায় মন, আর আপডেট দিতে দিতে জীবনটাই রিস্টার্ট চায় 🤣😀।
অধিক বোঝা ক্ষতিকর কারণ তা মানুষের শারীরিক ও মানসিক শক্তি কমিয়ে দেয়। অতিরিক্ত চাপ মনোযোগ নষ্ট করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল করে। ফলে কর্মক্ষমতা কমে যায় ও জীবনে ভারসাম্য নষ্ট হয়।
অধিক বোঝাকে পাকনামি বলে। আর বেশি পাকনামি যারা করে তাদের সংসার টিকে না, তিন চারটা বিয়ে করেও কোথাও জায়গা হয় না...😄😂
অবশ্যই ক্ষতিকর। বেশী বেশী বুঝতে গিয়ে বেচারা নিজের দিকেই খেয়াল করতে পারে না। আর সেই কারনেই বেশী যারা বোঝে তদের মাথায় চুলও কম থাকে। কারন মাথার চুল আবার বেশী বুদ্ধিমান মানুষের মাথায় থাকতে চায় না। হি হি হি
একদম ঠিক বলেছেন
অধিক বোঝা মানে অতিরিক্ত টেনশন। শেষে মস্তিষ্কে লো ব্যাটারি সিগনাল দেয় 🤣🤣।
আসলে যে বেশি বুঝে সে কোন কিছু হালকা ভাবে নিতে পারে না। আর সব কথার মধ্যে সে গবেষণা করার চেষ্টা করে। এই কারণে অধিক বোঝা ক্ষতিকর হয়।
প্রয়োজনের তুলনায় বেশি খেলে মানুষ বমি করে দেয়। এটার ক্ষেত্রেও ঠিক এটাই হয়।
অধিক বোঝার কারণে অন্যের জন্য তৈরি করা কুড়াল শেষে নিজের পায়ে নিজেকে মারতে হয়😊😊।