এবিবি-ফান প্রশ্ন-১০০ || পাগল ছাড়া দুনিয়া চলে না কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পাগল ছাড়া দুনিয়া চলে না কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে তো,আজকাল ভালো মানুষেরা কোনো কাজ ই পারে না।পাগলদের ই দরকার হয়।যেমন,অন্যের উপকার কি কোনো ভালো মানুষে করবে?করবেনা।কারণ,অন্যের উপকার করলেই খেতে হয় মজার বাঁশ।তাই পাগলদের ই দরকার।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হি হি,দারুণ দুটি উদাহরণ দিয়েছো দাদা।
কারন দুনিয়াটাই পাগলের কারখানা।শুধু পার্থক্য পাগলের নানান ভাগের।যেমন-কেউ ভাবুক মনের পাগল,কেউ কল্পজগতের পাগল,কেউ তর্ক-বিতর্কের পাগল ,কেউ জ্ঞানের পাগল আবার কেউবা বাস্তবতা ও প্রকৃতির পাগল।সবকিছুর হিসেব কষলে একটাই উত্তর পাগলের কারখানা। হি হি😅😅
সত্যি আপু পৃথিবীটা পাগলের কারখানা। বিভিন্ন রকম পাগল সব ঘুরে বেড়ায়। কেউ নামধারী পাগল কেউবা ব্যবহার ও আচার আচরণে পাগল।😅
ঠিক বলেছেন আপু,হি হি।ধন্যবাদ আপনাকে।
হা হা হা.... ভালো লাগার মতো যৌক্তিক একটা উত্তর🤣
😅😅
বেশ ভালই যুক্তি দিয়েছেন আপনি আপু। আসলেই দুনিয়াটাই পাগলের কারখানা
আমরা সবাই এক একজন বদ্ধ পাগল আপু,হি হি
পাগল ছাড়া দুনিয়া আর লবণ ছাড়া তরকারি একই রকমের। তারা যেমন কারো দেয়া বাঁশ খেয়ে পাগল হয়েছে তেমনি অন্যকে বাঁশ দিতে পারলেও খুশি হয়।😅😅
হা হা 😄
পাগল ছাড়া দুনিয়া অচল।
কারন পাগল হলো অলরাউন্ডার, যাকে দিয়ে সব করানো যায় কিন্তু আপনাকে আর আমাকে দিয়ে তো সব হবে না, তাই সবাই পাগলকেই প্রথমে খুঁজে, হি হি হি।
আগে পাগল হতে হবে তারপর বুঝবেন পাগলের মর্মটা কি!😁 পাগল,সাধারণ পাবলিক থেকে এক ধাপে বেশি জানে। পাগল আছে বলেই দুনিয়া টিকে আছে
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া। বেশি বুদ্ধি আছে বলেই তো সে আজ পাগল।
ঠিক ঠিক 🤗
পাগল আছে বলেই দুনিয়া চলছে।।।
পুরো দুনিয়া পাগলের কারখানা। এখানে একে অপরকে পাগল বললেও আসলে সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বউ পাগল, কেউবা আবার ভবের পাগল। সব পাগলে মিলে দুনিয়া মাতিয়ে রেখেছে, তাইতো বলা হয় পাগল ছাড়া দুনিয়া অচল।
ভালোবাসার আড়ালে থাকে দুঃখ বেদনা, তাইতো জীবনটা হয়ে যায় পাগল পাগল।আর তাইতো প্রতিটা মানুষের জীবন যেন পাগলের মতো হয়ে যায়।তাই তো পাগল ছাড়া দুনিয়া চলে না।
যারা নিজের স্বার্থ কম বুঝে,অন্যের টা বেশি বুঝে তাদেরই পাগল বলা চলে।কিন্তু যারা নিজের স্বার্থ বেশি বুঝে,তাদের স্বার্থপর বলে।সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে পৃথিবী শেষ হয়ে যেত।আর দুনিয়াটা চলতো না যদি না কিছু পাগল মানুষ থাকতো,যেমন অন্যকে নিয়ে ভাবা মানুষ।এজন্যই পাগল ছাড়া দুনিয়া চলেনা।
কোন মানুষ যখন সাধারন মানুষের চিন্তার বাইরে চিন্তা করে তখন তাকে মানুষ পাগল বলে এবং এই পাগলের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছে। যার কারণেই এটা বলাই যায় পাগল ছাড়া দুনিয়া চলে না। কারণ পাগল মানুষেরাই পরবর্তীতে নতুন নতুন কিছু আবিষ্কার করে।
নতুন কিছু আবিষ্কার করতে গিয়েই তো মাথার তার গুলো ছিঁড়ে যায়। তাই তো সে পাগল। আর আমাদের মাথায় বুদ্ধিও নেই চিন্তাও নেই। 😅😅
হাহাহা, আমি ও পাগল হতে চাই।
লালন ফকির বলে গেছেন,পাগল ছাড়া দুনিয়া চলেনা তাই পাগল ছাড়া দুনিয়া চলেনা।