এবিবি-ফান প্রশ্ন-১১ || চুল পড়ে মেয়েদের বেশী কিন্তু দিন শেষে ছেলেরা টাকলা হয় কেন?

Fun Cover-3.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চুল পড়ে মেয়েদের বেশী কিন্তু দিন শেষে ছেলেরা টাকলা হয় কেন?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আসলে গোবর যেখানে বেশি ফসল তো সেখানে বেশিই হবে। সেজন্য মেয়েদের চুল পড়লেও টাকলা হয় না। কিন্তু ছেলেদের মাথায় চুলের ফলন কম এজন্য ছেলেরা টাকলা হয়।

 2 years ago 

হাহা মজা পাইছি। 😂😂
এই উত্তরটা আমিও দিতে চাইছিলাম। 🤣🤣

 2 years ago 

হি হি।।।

 2 years ago 

এটা মজার ছিলো, সত্যি।

 2 years ago 

হি হি। ধন্যবাদ ভাই।।

 2 years ago 

জি না। গোবর বেশি হলে ফলন হয় না। তাই গোবর বেশি থাকায় রিঅ্যাকশন এর জন্য টাকলা হয়ে যায়।

 2 years ago 

😂😂

 2 years ago 

মেয়েদের চুল পড়লে, চুলের যত্নের জন্য তার বরের উপরে যে পরিমাণ কসমেটিক কেনার চাপ দেয়,তার টেনশনেই ছেলেরা টাকলা হয়ে যায়।

 2 years ago 

সেরা ছিল

 2 years ago 

একদম, একদম একদম হি হি হি

 2 years ago 

এইটা একদম পারফেক্ট বলেছেন।

 2 years ago 

ছেলেদের মাথায় বুদ্ধি কম, তাই তারা টাকলা হয়। বুদ্ধিতে মেয়েরা সেরা। তাই এই বুদ্ধিই মেয়েদের চুল আটকে রাখে।

 2 years ago 

হুম, যুক্তিতো ভালোই দিচ্ছেন দেখছি হি হি হি, নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন।

 2 years ago 

হিহিহি ,ভাইয়া ঢোল ইতো নেই কিভাবে পেটাবো ? আর তাছাড়া সত্যি কথায় ঢোল পেটাতে হয় না ।

এন্ড্রোজেন হরমোনের কারণে মূলত ছেলেদের চুল পড়ার সমস্যা বেশি দেখা যায়। পুরুষের প্রজননক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোন। মেয়েদের শরীরে এই হরমোনের উপস্থিতি নেই বলেই ছেলেদের মেয়েদের তুলনায় বেশি চুল পড়ে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল ঝরার পাশাপাশি বংশগত প্রবল সমস্যা রয়েছে।ছেলেদের বিয়ের বয়স পার হয়ে গেলে বিয়ে না করলে টাকলা হওয়ার সম্ভবনা ১০০% থাকে😂।ছেলেদের মাথা তুলনামূলক ভাবে অনেক হট আর মেয়েদের মাথা সবসময় ঠান্ডা থাকে তাই চুল গজানোর সম্ভাবনা বেশি থাকে।

 2 years ago 

আচ্ছা, সত্যিটা বললেন নাকি উল্টো টা।

 2 years ago 

তেল ও শ্যাম্পুর অপচয় রোধ করার জন্য ছেলেরা টাকলা হয়। আর সাথে নাপিতের খরচটাও বেঁচে যায়।

 2 years ago 

না আপু নাপিতের খরচা কিন্তু কমে না কারণ টাক হয় শুধু মাথার মাঝখানে বাকিগুলো তো সব ঠিক থাকে।

 2 years ago 

মজা পাইছি আপু 😁😁

 2 years ago 

হুম, মেয়েরা তো অন্যের উপর দিয়ে চালিয়ে দেয়, তাই টাকলা হয় না।

 2 years ago 

জটিল উত্তর দিয়েছেন।

 2 years ago 

চুল পড়ে মেয়েদের বেশী কিন্তু দিন শেষে ছেলেরা টাকলা হয় কেন?

দিনশেষে মেয়েদের চান্দি ঠান্ডা থাকে কিন্তু ছেলেদের চান্দি গরম ও উগ্র থাকে এইজন্য টাকলা হয়।এছাড়া মেয়েদের চুল বেশি পড়লেও চুল গজানোর মতো ক্ষমতা ও শক্তি আছে।যে ক্ষমতা ছেলেদের নেই তাই সহজে টাকলা হয়।

 2 years ago 

হাহা হাহা মজা পাইলাম

 2 years ago 

😂😂

 2 years ago 

ছেলেদের মাথায় ম্যাগনেট না থাকায় চুলগুলো শেষ হয়ে যায়।

চুল পড়ে মেয়েদের বেশী কিন্তু দিন শেষে ছেলেরা টাকলা হয় কেন?

ছেলেরা টাকলা হয় মেয়েদের হিংসার কারণে। কারণ মেয়েদের বেশি চুল পড়লে মনে অভিশাপ দেয় ছেলেদের। আমার চুল বেশি পড়ে, তার মাথা যেনো টাকলা হয়।

 2 years ago 

Y ক্রোমোজোম না থাকায় বেশি চুল পড়া সত্ত্বেও মেয়েরা টাকলা হয়না

 2 years ago 

মেয়েদের চুল হলো ছেঁচরা। চলে যায়, আবার ফিরে আসে।

ছেলেদের চুল পড়ে, কিন্তু আর ফিরে আসে না। 🤧

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60629.29
ETH 2636.33
USDT 1.00
SBD 2.51