আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৭steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

নতুন বছর কে নিয়ে কৌতুক বা মজার কোন অনুগল্প ।

বিষয় নির্বাচনকারীঃ

@moh.arif

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বউঃ- ওগো শুনছো এই নিউ ইয়ারে আমাদের বিয়ের দশ বছর পূর্ণ হবে।
স্বামীঃ- সেটাই হিসাব করতেছি।
বউঃ- কি হিসাব করতেছো..?
স্বামীঃ- একটি ভুলের জন্য দশ বছর যাবৎ পরাধীন।

কিছুক্ষণ পরে স্বামী বেচারা ডাক্তারের কাছে গিয়ে বলতেছে,সে এক কানে শুনতে পায় না।😅😅😅

 2 years ago 

মোকলেস তার বাসায় নিউ ইয়ার পার্টির আয়োজন করেছে। এক এক করে আমন্ত্রিত অতিথিরা বাসায় আসায় পুরো বাসা যেন জমে উঠেছে।

এ সময় হুট করে অপরিচিত এক লোক ওই বাসায় এসে হাজির। সবাই তো তাকে দেখে অবাক।

ওই ব্যক্তি বাসায় ঢুকেই এটা-সেটা খাওয়াও শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর মোকলেস ওই লোককে জিজ্ঞেস করল, ভাই, আপনাকে তো চিনিনি।
আপনি এসেছেন কেন?

ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এত আয়োজন দেখলে আসলে মাথাটা আমার ঠিকভাবে কাজ করে না।আমি বলতে এসেছিলাম, বাইরে আপনার অতিথিদের গাড়ি রাখার গ্যারেজে আগুন লেগেছে। কিন্তু এতক্ষণে মনে হয় সব পুড়ে ছাই!

নতুন বছর উপলক্ষে পাশের বাড়ির বৌদিদের ঘরে বিরিয়ানি রান্না করা হচ্ছে। ছোট বোনকে খোঁজার নাম করে অলরেডি তিনবার গিয়ে ঘুরে এসেছি। একবারও বিরিয়ানি খেতে তো দেয়নি, আর ডাকেনি পর্যন্ত। আরো দুইবার যাব, যদি খেতে দেয় তাহলে তো ভালো, আর না দিলে আমি বাপু আর যাবো না। আমার আবার খুব আত্মসম্মানবোধ।
 2 years ago 

ভাইয়া আপনার আত্মসম্মানবোধের জন্য আপনাকে নোবেল দেওয়া দরকার।😅😅

আমিতো সকাল বেলা ঘুম থেকে উঠেই নিজেকে নিজে একটা নোবেল প্রাইজ দিয়ে নেই।🤣

 2 years ago 

নিউ ইয়ার পার্টি চলছে,বল্টু ফ্রেন্ডদের সাথে বসেন বসেন গানে নাচছিলো।
এরই মাঝে রাস্তা দিয়ে যাওয়া এক লোক বুঝতে না পেরে হঠাৎ বসার কথা শুনে বসে পড়েছিল।গানটা শেষ হয়ে গেলে একখান চুম্মা দে গান শুরু হলো।
লোকটা তখন পাশ দিয়ে যাওয়া এক মহিলাকে চুমু দিলো।

 2 years ago 

একটি ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশন চলছিল। একজন কোটিপতি গাড়ি থেকে নেমে টেবিলে ৫০০ টাকা দান করলেন। এবং হুজুরের কাছে দোয়া চাইলেন ২০২৩ সালে যেন ভালো কিছু করতে পারি। হুজুর প্রাণ ভরে দোয়া করলেন আল্লাহ! এই লোকটির উপর রহমত বর্ষণ করেন। আগামী ২০২৩ সালে ওনাকে লাখপতি বানিয়ে দেন।
কোটিপতি লোকটি : অ্যাহ!! আপনি আমাকে কোটিপতি থেকে লাখপতি বানিয়ে দিলেন।

 2 years ago 

নতুন বছরে নিজের রাশিফল জানতে জ্যোতিষীর কাছে গেছে বিটলু। জ্যোতিষী বিটলুর হাতটা অনেকক্ষণ নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘তোমার ভবিষ্যৎ তো খুবই ভালো। তুমি অনেক পড়াশোনা করবে।’ ‘আরে ভাই, আমি তো তিন বছর ধরেই অনেক পড়াশোনা করছি। আগে বলেন, এ বছর আমি পাসটা করতে পারব কি না!’

 2 years ago 

যতবার ফেল করবে তত বেশি পড়তে হবে🤪। জ্যোতিষী তো ঠিকই বলেছে ফেল করলেই তো বেশি পড়তে হয়। আর পাস করে গেলে তো সেই বইগুলো আর ধরাই হয় না।😅😅

 2 years ago 

করোনার প্রকোপ আবার বাড়তে দেখা যাচ্ছে , যদি পরীক্ষাটা এবার অনলাইনে হয়ে যায় বিটলু নিশ্চয় পাস করে যাবে! 🤭

 2 years ago 

নতুন বছরের শোভন ও রাজু মধ্যে কথা হচ্ছে

শোভন : চল, এক কাপ চা খেয়ে আসি।
রাজু : তোর না আজ থেকে চা পান ছেড়ে দেওয়ার কথা!
শোভন: ঠিকই বলেছিস। চা তো ছেড়েই দিয়েছি।
রাজু : তাহলে আবার চায়ের দোকানে যেতে চাচ্ছিস কেন?
শোভন : আরে বোকা, আমি কি বলেছি যে কীভাবে চা পান করা ছেড়ে দেব। কাল থেকে আমি নিজের খরচে চা পান করা ছেড়ে দিয়েছি। আজ তোর টাকায় খাব।

ছেলে: ২০২২ সালে তুমি খুবই সুন্দরী ছিলে।
মেয়েঃ তাই বুঝি।
ছেলেঃ ২০২৩ সালে তুমি পরীর মত সুন্দরী হয়ে যাবে।
মেয়েঃ সত্যি?
ছেলেঃ হ্যাঁ।
মেয়েঃ আরে ধুর কি যে বলো তুমি?
ছেলেঃ জোকস। 😅

 2 years ago 

নতুন বছরে পুলিশের জন্য সরকার ১০ কুকুর কেনার সিদ্ধান্ত গ্রহণ করলে পুলিশের বড় কর্তা আনন্দের সঙ্গে অফিসে ঢুকে জানালেন, আমাদের ডিপার্টমেন্টে ডগ স্কোয়াড যোগ হতে যাচ্ছে। কুকুরগুলো গন্ধ শুঁকে আমাদের নিয়ে যাবে অপরাধীদের কাছে, দুর্নীতিবাজদের কাছে।

শুনে এক উদ্বিগ্ন পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, ‘কিন্তু স্যার, সেটা কি ঠিক হবে?’
: কেন নয়?
: না মানে আমার মনে হয় কুকুরগুলো সব জায়গা ঘুরে বারবার আমাদের কাছেই চলে আসবে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97936.99
ETH 3366.06
USDT 1.00
SBD 3.35