আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমার অনেক চাওয়া
শুধু তোমাকে কাছে পাওয়া।
তোমাকে সাথে নিয়ে,
দূর অজানায় হারিয়ে যাওয়া,
যেখানে রইবে না আর কেউ,
শুধু তুমি আমি ছাড়া।
লেখক
লেখক এর অনুভূতি:
প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার ব্যাকুলতার কথা এখানে বোঝানো হয়েছে। প্রিয়জনকে কাছে পেলে দুনিয়ার আর কাউকে দরকার নেই তেমন মনের ভাব প্রকাশ পেয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





তোমায় নিয়ে বাঁধবো আমি
ছোট্ট সুখের নীড়
ফুরিয়ে এসেছে সময় প্রিয়
হারিয়েছি জীবন নদীর তীর।
দূর অজানায় হারাতে চাই
তোমার হাতটি ধরে
দাওনা প্রিয় হাত বাড়িয়ে
না হয় একটু ভুল করে!
তুমি ছাড়া শূন্য জীবন শূন্য মরুভূমি
স্বয়নে স্বপনে আছো প্রিয় শুধুই তুমি।
দারুন লিখেছেন আপু।
যেখানে থাকবে শুধু,
আমাদের জমানো সব কথা,
যেখানে চাদঁ হবে আমাদের সঙ্গী,
চাদেঁর আলোয় হবো বিলীন দুজন।
হবে কাব্য রচনা তোমায় নিয়ে,
শিরোনামের শুরুটাই যেখানে থাকবে তুমি।
অসাধারণ লিখেছেন ভাইয়া। সত্যি চাঁদ যদি প্রিয় দুজন মানুষের সঙ্গী হয় তাহলে ভালোই হবে। বেশ ভালো লাগলো।
হুম আপু চেষ্টা করে যাচ্ছি আরকি 😍
বাহ বেশ চমৎকার লিখেছেন তো।
আমার চাওয়ার নেই কোনো অন্ত
শুধু তোমায় ঘিরে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো
ঐ নীল জোছনায়,
হাতে হাত রেখে একে অপরের দিকে
তাকিয়ে থাকবো অপলক দৃষ্টিতে।
বেশ ভালো লিখেছেন ভাই। সবার লেখার হাত দেখছি দারুন হয়েছে।
আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। সত্যি বলতে বেশ উৎসাহিত হয়েছি। ভালো থাকবেন সবসময়।
ওই খোলা আকাশের নিচে
দুজনে একসাথে হাঁটবো দূর ঐ দেশে
অজানা পথে যেতে চাই হারিয়ে
চেনা কেউ পাবে না আর খুঁজে।
যেখানে তুমি আর আমি
আর আমাদের ছোট্ট একটা কাহিনী।
আমার চাওয়া শুধু এতটাই
পাশে থাকো তুমি গল্পের পাতায়।
অসাধারণ লিখেছেন ভাই। আমার বাংলা ব্লগের সদস্যদের কাব্য প্রতিভার প্রশংসা করতেই হয়।
অনেক অনেক ধন্যবাদ দাদা । আগে দাদা কাব্য লেখার প্রতিভা ছিল না । আমার বাংলা ব্লগে যোগদানের পর থেকেই এই প্রতিভা ধীরে ধীরে আমাদের মধ্যে এসেছে।
আমার সব প্রত্যাশা শুধুই তোমাকে ঘিরে
আমার অনুভূতিরা খেলা করে দুর্নিবারে।
তোমার সঙ্গে পাড়ি দেব নীলসমুদ্রে,
অজানা পথে নিরালায় বসন্তে।
যেখানে থাকবে না কোনো তৃতীয় শব্দ
তুমি ছাড়া প্রেমিক পাগল,আমি বাকরুদ্ধ।
দারুন লিখেছেন। আপনাদের কাব্য প্রতিভার তারিফ করতে হয়।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাদের কাছ থেকেই তো লেখার প্রতি অনুপ্রেরণা পাই।
তোমাতে আমি ডুবি,সারাদিন ও রাত্রি।
একলা পথে চলার ওগো,তুমিই তো যাত্রী।
তুমি বিহীন একাকীত্ব,ঘিরে রাখে আমায়।
তুমি পাশে থাকলে,আমায় আর কে পায়।
আমার মনের মনি কৌঠায় ,আছো শুধু তুমি।
তুমি ছাড়া আমার আমি,যেন মরুভূমি।
বিধাতার দেয়া এক,উপহার তুমি।
তোমায় পেয়ে ওগো,ধন্য হলাম আমি।
সব বাঁধা পেরিয়ে,
তোমাকে নেব সাথে,
তুমি যে আমার জীবনের সব,
চলবো হাত রেখে হাতে।
তোমাকে পেলে জীবন ধন্য,
চাই না তো আর কিছু,
তোমাকে নিয়েই স্বপ্ন দেখি,
যাই স্বপ্নের পিছু পিছু।
হারিয়ে যাবো তোমাকে নিয়ে
ঐ দূর সীমান্তে
যেখানে রহিবে না কেউ
তুমি আর আমি বিহনে।।
হারাবো দুজন দুজনাতে
চোখে রেখে চোখ
নিস্তব্ধ নীরবতায়
হৃদয়ের ব্যাকুলতায়।।
প্রিয় মানুষটিকে নিয়ে দূর সীমান্তে হারিয়ে যাওয়ার আগে আমাদেরকে একটু ঠিকানা দিয়ে যাইয়েন। না হলে আপনাকে খুবই মিস করবো আপু। 🤭
আমার অনেক আবেগ
যা শুধুই তোমাকে ঘিরেই
তোমাকে সাথে নিয়ে
মন যমুনায় ভেসে যাওয়া,
যেখানে তুমি আর আমি একাকার
আর উথাল পাতাল রঙিন ঢেউ।
আমি হবো চাঁদ
তোমার মনের আকাশে
তুমি হবে মনের রানী
বাসবো যে ভালো তোমাকে।
তোমাকে নিয়ে ভেসে বেড়াবো
সুদূর নীল আকাশে
সাঁঝ আকাশের জোছনা হয়ে
আলো ছড়াবে তুমি যে।